SM Surayea khanum

SM Surayea khanum Hello, I am a Professional Digital Marketer. My services areas are SEO, Facebook, and Instagram ads

27/05/2023

তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে সবচেয়ে সুন্দরতম উপায়ে!

26/05/2023

🥀🥀এই শহরের মানুষের মন খারাপ গুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাক। ❤️❤️

26/05/2023

মৃত্যুর কয়েক সেকেন্ড আগে যেন, প্রত্যেকটা মুসলমানের মুখে উচ্চারিত হয়!
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ( সাঃ)
( আমিন)

26/05/2023

আমরা সবাই দেশকে ভালবাসি।

আসলে কি সত্যিই আমরা দেশকে ভালবাসি?
দেশের পতাকা কে সন্মান জানাই। পতাকা আর দেশের সম্পদ নিয়ে গর্ব বোধ করি।
আর এগুলো করে মানুষদের বোঝাই আমরা দেশকে কতো ভালোবাসি।
দেশকে ভালোবাসা মানে শুধু দেশের পতাকা কে সন্মান জানানো নয়। দেশের নিরিহ নিরপরাধ মানুষ গুলোর জন্য কিছু করা।
দেশকে ভালোবাসা মানে, দেশের সব মানুষের পাশে দাঁড়ানো। বিপদে আপদে তাদের সাহায্য করা।
লোক দেখানো পতাকা উড়িয়ে মিথ্যা ভালোবাসা দরকার নেই।
সত্যিই যদি তোমার দেশভক্তি থাকে তাহলে দেশের মানুষদের ভালোবাসো। দেশের মানচিত্র টি কে নয়………

25/05/2023

🥀আয় বৃষ্টি ঝেঁপে,
ধান দেব মেপে;
ধানের ভিতর পোকা,
জামাইবাবু বোকা🌹🌿

আয় বৃষ্টি ঝমঝম,
খিচুড়ি আলুর দম;
আয় বৃষ্টি ঝিরিঝির,
আকাশে মেঘের ভিড়🌹🌿

24/05/2023

🥀🥀বই মানুষের জীবনের শ্রেষ্ঠ সঙ্গী, বই হাসায়, কাঁদায়, তবে কখনো একা ফেলে রেখে যায় না। নিয়মিত বই পড়ার অভ্যাস খুবই ভালো। বই আপনার চিন্তার জগৎকে প্রসারিত করে। অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে আপনার জ্ঞান। বই হচ্ছে মানুষের সেই বন্ধু যে কখনো ক্ষতি করে না। আপনার বিভিন্ন সমস্যায় বইয়ের জ্ঞান আপনাকে অনেক কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

24/05/2023

"কী মধুর একটি বাক্য"♥️

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

23/05/2023

কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?

করা উচিত নয় এমন কাজ কোনো ১০ টির মধ্যে সিমাবদ্ধ হতে পারে না। এমন অনেক কাজ আছে যা আমাদের জীবনে কখনোই করা উচিত নয়। কিন্তু আপনি যেহেতু এমন ১০ টি কাজের কথাই বলেছেন সেহেতু ১০ টি পয়েন্ট ই তুলে ধরা হলো:

১.আমাদের জীবনে কখনোই সময় অপচয় করা উচিত নয়। কোনো এক মূহুর্ত আমাদের জীবনে ২য় বার আসে না তাই সময়ের কাজ সময়ে করুন।

২. আপনি যদি ছেলে হয়ে থাকেন কখনোই হস্তমৈথুন এ আসক্ত হবেন না। এটা আপনার জীবনকে শেষ করে দেবে। এটা আপনার ভেতরের অর্ধেক মানুষকে মেরে ফেলবে।

৩.আবেগ পরিহার করুন। আবেগের সাগরে কখনোই ডুপ দেবেন না। আমাদের চিন্তার বাইরে আবেগের কোনো অস্তিত্ব নেই। আবেগের বশে সিদ্ধান্ত নিলে আপনি ঠকে যেতে পারেন।

৪.নিরীহ /দরিদ্র মানুষকে কখনোই ঠকাবেন না। এটা আপনাকে সুখী হতে দেবে না। একসময় নিজের কাছে নিজেকে ছোট মনে হবে।পারলে তাদের সাহায্য করুন।

৫.কোনো মেয়েকে বিয়ে (মেয়ে হলে ছেলেকে)করার ইচ্ছা না থাকলে তার সাথে কোনোরকম অবৈধ সম্পর্কে জড়াবেন না।

৬.নিজের গোপন কথা কোনো কাছের বন্ধুকে শেয়ার করবেন না। ঐ গোপন কথাটির জন্যই আপনার আর আপনার বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।

৭.আপনার সাথে সামান্য অন্যায় হলেও এড়িয়ে যাবেন না।সাথে সাথে তার প্রতিবাদ করুন। নয়তো প্রতিপক্ষ আপনাকে পেয়ে বসবে। আপনার সাথে একই অন্যায় বার বার হতে পারে।

৮.অলস জীবনযাপন করবেন না। অলসতাও মানুষকে একটু একটু করে শেষ করে দেয়। পরিশ্রমী হয়ে উঠুন।

৯. পরিবারের সদস্যদের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করবেন না। পৃথিবীতে তারাই আপনার সবথেকে কাছের। আপনার চাহিদা অনুযায়ী আপনাকে না দিলেও সম্পর্ক হারাবেন না।

১০.স্মার্টফোন, ফেসবুক, ইউটিউব — এসব ব্যবহার এ সতর্ক হোন ,আসক্ত হবেন না। মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে। সবকিছুতে পিছিয়ে পড়বেন।

23/05/2023

আসসালামুয়ালাইকুম। এমন অনেক কাজ আছে, আমরা ইচ্ছাকৃতভাবে করতে চাইনা. পরিস্থিতির কারনে আমাদেরকে করতে হয়।. আবার এমন অনেক কাজ আছে, যা আমরা ভুলবশত করে ফেলি।

মানুষের জীবনে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু কিছু ভুল করাটা আমাদের উচিত নয়। আর আমি ভুল করেও যে কাজগুলো করতে চাই নাঃ

১। অকারণে কাউকে কষ্ট দিতে চাইনা।

২। বাবা-মাকে অসম্মান করতে চাই না, কখনো কষ্ট দিতে চাইনা।

৩। পরনিন্দা ও গীবত করতে চাইনা।

৪। কখনো খুন করতে চাই না।

৫। কাউকে অপমান করতে চাই না।

৬। দুশ্চিন্তা করতে চাইনা।

৭। পরিবার থেকে দূরে থাকতে চাই না।

৮। বিলাসবহুল জীবনযাপন করতে চাই না।

৯। শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করতে চাইনা।

১০। ঘুষ দিতে চাইনা এবং নিতেও চাইনা।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পোস্ট টি শেয়ার করবেন ধন্যবাদ ❤️🥀

02/05/2023

ভালোবেসে ছেড়ে যাওয়ার যুগেও কিছু মানুষ থেকে গিয়ে বুঝিয়ে দেয় ভালোবেসে ছেড়ে যেতে নেই। থেকে যেতে হয় প্রিয় মানুষটার হাতটা শ'ক্ত করে ধরে রেখে।

আসলে এই মানুষ গুলোর কাছে ভালোবাসার আরেক নাম সম্মান,বিশ্বাস আর ভরসা। আর তাই তো প্রিয় মানুষটাকে তারা সম্মানের সাথেই নিজের কাছে বেঁ'ধে রেখে দেয়, আজীবন থেকে যায় মানুষটার বিশ্ব'স্ততায়, বাড়িয়ে দেয় ভরসার দুটো হাত।

আর এটাই তো তাদের ভালোবাসার আসল সৌন্দর্য।
যে সৌন্দর্য আ'ক্ষেপ দিয়ে নয়, ভালোবাসায় পরিপূর্ণ..!!!
যে ভালোবাসা মানুষটাকে আগলে রাখার ক্ষমতা যোগায়।
যে ক্ষমতার জোরে জন্ম নেয় মানুষটার উপর সারাজীবনের অধিকার বোধের..!!!

12/04/2023

°
'অবশ্যই তুমি পাবে যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
.হযরত মুহাম্মদ (সাঃ)🤲

01/01/2023

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা,,,
Happy new year❤️
সকল প্রিয় মানুষগুলো ভালো থাকুক 🥀🥀

16/12/2022

আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোটবেলার ভুলগুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর আর তা যায় না!

13/12/2022

মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে।

13/12/2022

বন্ধু তাকেই বলে, যে তোমার প্রতি তখনও বিশ্বাস রাখে যখন তোমার নিজেরও নিজের প্রতি পুরো বিশ্বাস থাকে
না। একমত?

13/12/2022

ভালবাসার চেয়েও বড় ব্যাপার ক্ষমা করতে শিখা। ভালবাসতে অনেকেই পারে, কিন্তু ক্ষমা করার মানসিকতা সবার থাকে না। ক্ষমা করার মধ্যেই আত্মতৃপ্তি বেশি, ক্ষমা পাওয়ার মাঝেই ভুল শুধরে নেবার সুযোগটুকু বেশি।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Surayea khanum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share