
14/06/2025
🎬 তান্ডব পাইরেসি: আমরা নিজেরাই শত্রু? 😞
ফেসবুকে স্ক্রল করলেই চোখে পড়ছে — "তান্ডব" মুভি নাকি পাইরেটেড হয়ে গেছে!
এই খবরটা কেবল হতাশাজনক না, এটা একটা লজ্জাজনক বাস্তবতাও বটে।
একদিকে আমরা বলি, বাংলা সিনেমা কেন উন্নতি করে না। আবার অন্যদিকে নতুন, সাহসী উদ্যোগ নিয়ে যখন কেউ ভালো কিছু করতে আসে, তখন তার স্বপ্নকে পাইরেসির ছুরি দিয়ে কেটে ফেলা হয়।
এটাই কি আমাদের সংস্কৃতি? এটাই কি আমাদের ভালবাসা?
একটা সিনেমা বানাতে কত শ্রম, কষ্ট আর অর্থ লাগে — সেটা কেউ ভাবি না।
আমরা সিনেমা হল পর্যন্ত যাই না, ওটিটি সাবস্ক্রিপশন দিই না, আবার ফ্রি পাইরেটেড কনটেন্ট দেখেই হাততালি দিই।
এই দ্বিচারিতা নিয়ে ইন্ডাস্ট্রি এগোবে কীভাবে?
👉 পাইরেসি বন্ধ করতে হলে প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে।
👉 যারা পাইরেটেড কনটেন্ট শেয়ার করছে, তারা অপরাধ করছে — এটাও আমাদের বুঝতে হবে।
👉 ভালো কাজকে উৎসাহ দিতে হলে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখুন, ওটিটিতে সাবস্ক্রিপশন দিন।
"তান্ডব" শুধু একটা সিনেমা না, এটা ছিল বাংলা সিনেমার এক নতুন অধ্যায়ের সম্ভাবনা।
আমরা কি সেই সম্ভাবনাকে গলাটিপে মারছি?
📢 আসুন, চুপ না থেকে প্রতিবাদ করি।
📌 পাইরেসিকে না বলি।
📌 বাংলা সিনেমাকে ভালবাসি।
#তান্ডব #বাংলাচলচ্চিত্র #পাইরেসিনাবন্ধ_হোক