Siddk khan

Siddk khan Md. Siddikur Rahman
Home Town Barisal
current city. Dhaka

কথা কিন্তু খারাপ বলেনি।  কোরআন হাদিসের অগাধ জ্ঞান থেকে বলছে।
12/07/2025

কথা কিন্তু খারাপ বলেনি।
কোরআন হাদিসের অগাধ জ্ঞান থেকে বলছে।

12/07/2025

আমার ভাইয়ের রক্তে লাল
যুবদল কোন চ্যাটের বাল।
সোহাগ হত্যায় উত্তাল ঢাকা।

24/06/2025
18/06/2025

তারুণ্যের প্রথম ভোট হোক দাঁড়িপাল্লায় 🖐️

30/05/2025

বৃষ্টির কারণে অসহায় বিড়াল।

এদেরকে কেন যে রাস্তায় নামতে দেয় আমার বুজে আসে না..
16/05/2025

এদেরকে কেন যে রাস্তায় নামতে দেয় আমার বুজে আসে না..

11/05/2025

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন।
প্রেস ব্রিফিং আসিফ নজরুল

ঝগড়া অভিমান হতে পারে,আমরা কিন্তু ভাই ভাই ভারত যতোটুকু করেছে,এতোটুকু না করলে জনগণের কাছে নরেন্দ্র মোদির মুখ থাকেনা। ভারতে...
07/05/2025

ঝগড়া অভিমান হতে পারে,আমরা কিন্তু ভাই ভাই ভারত যতোটুকু করেছে,এতোটুকু না করলে জনগণের কাছে নরেন্দ্র মোদির মুখ থাকেনা। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী নরেন্দ্র মোদি বা বিজেপির উপর আস্থা হারাতে বসেছিলো। সেই আস্থা ফিরিয়ে আনতেই 'অপারেশন সিঁদুর' নাম দিয়ে বেছে বেছে মসজিদে হামলা করেছে ভারত। এটা মোদি সরকারের সাম্প্রদায়িক টার্মকার্ড। প্রকৃতপক্ষে ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেভেন সিস্টার্সসহ বিভিন্ন প্রদেশে স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠীরা তৎপর হবে। এতে ভারতের অখন্ডতা নষ্ট হবে। ভারত সেটি ভাল করেই বোঝে। সুতরাং যতো গর্জে, ততো বর্ষে না।

শয়তান শয়তানের সাথে মিলে..
07/05/2025

শয়তান শয়তানের সাথে মিলে..

আমি 👍
04/05/2025

আমি 👍

06/04/2023

চলতি রামাদানের ১৫ তারিখ (আগামীকাল জুমাবার) কি ৭০ হাজার লোক মারা যাবে?!

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাদীস ব্যাপকভাবে আলোচিত হচ্ছে৷ যেই হাদীসের সারমর্ম হল এই যে: কোনো এক জুমাবার হবে ১৫ রমজানে। সেদিন আকাশে বিকট আওয়াজ হবে।

যেহেতু এই রামাদানের পনেরো তারিখ জুমাবার, তাই এটি নিয়ে অনেকেই বিচলিত৷ তাই নীচে প্রথমে হাদিসটি হুবহু দেয়া হলো৷ তারপর মুহাদ্দিসদের (হাদীসবিশারদদের) উদৃতিতে উক্ত হাদীসের মান তুলে ধরা হল:

রাসুলুল্লাহ (স.) বলেছেন: 'কোনো এক রমজানে আওয়াজ আসবে’। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?’ নবীজি (স.) বললেন: ‘না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।’ হাদীসটি দায়লামি রহ: বর্ণনা করেছেন৷

প্রশ্ন হল, এই বর্ননাটি কোন মানের? এটি নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়েছে কিনা? এককথায় এর উত্তর হচ্ছে, এই বর্ননাটির নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই। এই হাদীস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্যগুলো দেখলেই তা পরিষ্কার হয়ে যায়৷

1- ইমাম উকাইলি বলেন, এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই। সূত্র: আদ্দুআফাউল কাবীর 3/52

2- ইবনুল জাওযী এটাকে জাল বর্ননা বলেছেন। সূত্র: আল-মাউযুআত; 3/191 তাছাড়া ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন এবং ইমাম দারাকুতনী এটাকে মুনকার (আপত্তিযোগ্য) হাদীস বলেছেন৷

3- আলবানী রহিমাহুল্লাহ এ জাতীয় বর্ননা কে জাল বলেছেন৷ সূত্র: সিলসিলাতুল আহাদিসিদ দাইফাহ; হাদীস নং-6178, 6179

আলোচ্য হাদীস সম্পর্কে মুহাদ্দিসদের এমন আপত্তি ও মন্তব্যের পর তা নিয়ে আর মতামাতির সুযোগ থাকে না৷ আল্লাহ তায়ালা আমাদেরকে সহীহ দীনের উপর চলার তাওফীক দান করুন৷ আমীন৷

Address

Barishal

Telephone

+8801865830471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddk khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share