06/04/2023
চলতি রামাদানের ১৫ তারিখ (আগামীকাল জুমাবার) কি ৭০ হাজার লোক মারা যাবে?!
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাদীস ব্যাপকভাবে আলোচিত হচ্ছে৷ যেই হাদীসের সারমর্ম হল এই যে: কোনো এক জুমাবার হবে ১৫ রমজানে। সেদিন আকাশে বিকট আওয়াজ হবে।
যেহেতু এই রামাদানের পনেরো তারিখ জুমাবার, তাই এটি নিয়ে অনেকেই বিচলিত৷ তাই নীচে প্রথমে হাদিসটি হুবহু দেয়া হলো৷ তারপর মুহাদ্দিসদের (হাদীসবিশারদদের) উদৃতিতে উক্ত হাদীসের মান তুলে ধরা হল:
রাসুলুল্লাহ (স.) বলেছেন: 'কোনো এক রমজানে আওয়াজ আসবে’। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?’ নবীজি (স.) বললেন: ‘না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।’ হাদীসটি দায়লামি রহ: বর্ণনা করেছেন৷
প্রশ্ন হল, এই বর্ননাটি কোন মানের? এটি নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়েছে কিনা? এককথায় এর উত্তর হচ্ছে, এই বর্ননাটির নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই। এই হাদীস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্যগুলো দেখলেই তা পরিষ্কার হয়ে যায়৷
1- ইমাম উকাইলি বলেন, এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই। সূত্র: আদ্দুআফাউল কাবীর 3/52
2- ইবনুল জাওযী এটাকে জাল বর্ননা বলেছেন। সূত্র: আল-মাউযুআত; 3/191 তাছাড়া ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন এবং ইমাম দারাকুতনী এটাকে মুনকার (আপত্তিযোগ্য) হাদীস বলেছেন৷
3- আলবানী রহিমাহুল্লাহ এ জাতীয় বর্ননা কে জাল বলেছেন৷ সূত্র: সিলসিলাতুল আহাদিসিদ দাইফাহ; হাদীস নং-6178, 6179
আলোচ্য হাদীস সম্পর্কে মুহাদ্দিসদের এমন আপত্তি ও মন্তব্যের পর তা নিয়ে আর মতামাতির সুযোগ থাকে না৷ আল্লাহ তায়ালা আমাদেরকে সহীহ দীনের উপর চলার তাওফীক দান করুন৷ আমীন৷