Muttakin Social Media Agency

Muttakin Social Media Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muttakin Social Media Agency, Digital creator, Barishal.

আলহামদুলিল্লাহ, আমাদের এজেন্সিতে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পাচ্ছেন। বিগত ৬-৭ বছর ধরে সততা এবং সুনামের সাথে সেবা দিচ্ছি। আমাদের এজেন্সির প্রতিনিধি দেশের সকল প্রান্তে আছে, আমাদের সাথে সরাসরি ডিল করতে পারবেন, ভয়কে জয় করুন।
wa.me/8801983030934

17/08/2025

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিভিউ 🌸🖤

11/08/2025

আলহামদুলিল্লাহ, সততা আপনাকে আপনার টার্গেটের থেকেও বেশিদূর নিয়ে যাবে৷
আমার এই ৬-৭ বছর কাজের লাইফে কেউ বলতে পারবে না আমার থেকে প্রতারণার স্বীকার হয়েছে! তবে কাজে কমবেশি ভুলত্রুটি হতে পারে, এটা ইচ্ছাকৃত না। সবসময়ই চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার।
সোশ্যাল মিডিয়ার যেকোনো সমস্যার জন্য ইনবক্স করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো। 🌸💙

29/07/2025

ফেসবুক আইডি হ্যাক হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। রিকভার করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন:

✅ ১. পাসওয়ার্ড রিসেট করুন

Facebook Login Page এ যান।

Forgotten password? এ ক্লিক করুন।

আপনার ইমেইল, ফোন নম্বর অথবা ইউজারনেম দিয়ে সার্চ করুন।

ইমেইল বা এসএমএসে আসা কোড দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

---

✅ ২. ইমেইল ও ফোন নম্বর চেক করুন

লগইন করতে পারলে Settings → Security and Login → Where you’re logged in থেকে অপরিচিত ডিভাইস লগআউট করুন।

Settings → Personal Information থেকে ইমেইল ও ফোন নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করুন।

যদি পরিবর্তন হয়ে থাকে, সেগুলো ঠিক করুন।

---

✅ ৩. Two-Factor Authentication (2FA) চালু করুন

Settings → Security and Login → Two-factor authentication থেকে 2FA অন করুন।

কোড পাওয়ার জন্য Authenticator App অথবা SMS ব্যবহার করুন।

---

✅ ৪. হ্যাকার যদি ইমেইল/পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে

Facebook Hacked Account Recovery পেজে যান।

"My Account is Compromised" নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করুন।

আপনার পরিচয় যাচাইয়ের জন্য আইডি কার্ড (NID, Passport) আপলোড করতে হতে পারে।

---

✅ ৫. রিকভার করতে না পারলে

Facebook Help Center থেকে Identity Verification Form পূরণ করুন।

ফেসবুক টিমের রেসপন্সের জন্য অপেক্ষা করুন।

---

💡 অতিরিক্ত সুরক্ষা টিপস:

অচেনা লিংকে ক্লিক করবেন না।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন (যেমন: বড়-ছোট হাতের অক্ষর, সংখ্যা, সিম্বল মিশ্রণ)।

অন্য ডিভাইসে লগইন করলে লগআউট করতে ভুলবেন না।

#মুত্তাকিনসোশ্যালমিডিয়াএজেন্সি

এডভান্স পেমেন্ট বা প্রতারিত হওয়ার ভয়কে জয় করার সময় এসেছে, আমাদের এজেন্সির প্রতিনিধির সাথে সরাসরি ডিল করার সুযোগ পাচ্ছেন,...
28/07/2025

এডভান্স পেমেন্ট বা প্রতারিত হওয়ার ভয়কে জয় করার সময় এসেছে, আমাদের এজেন্সির প্রতিনিধির সাথে সরাসরি ডিল করার সুযোগ পাচ্ছেন, এজন্য আপনাকে দূরে কোথাও যেতে হবেনা, আপনার শহরে বসেই আপনি ডিল করতে পারবেন।

আমাদের থেকে যে সেবাগুলো পাচ্ছেন...
১/ ডলার ক্রয় এবং বিক্রয়
২/ বাংলাদেশ টু ইন্ডিয়া মানি ট্রান্সফার
৩/ ফেসবুক একাউন্ট রিকোভার
৪/ গুগল একাউন্ট রিকোভার
৫/ ইউটিউব মনিটাইজেশন সার্ভিস এবং মনিটাইজেশন চ্যানেল
৬/ গুগল এডসেন্স একাউন্ট
৭/ কনটেন্ট মনিটাইজেশন পেইজ এবং নন মনিটাইজেশন বড় পেইজ
৮/ ফেসবুক গ্রুপ
৯/ ফেসবুক মেটা ভেরিফাই

দীর্ঘ ৬-৭ বছর ধরে সততা এবং সুনামের সাথে সার্ভিস দিচ্ছি, আমাদের থেকে যেকোনো সার্ভিস নিশ্চিন্তে নির্ভয়ে সার্ভিস নিতে পারেন। আমরা লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

কন্টাক্ট নাম্বার & হোয়াটসঅ্যাপ নাম্বার- 01983030934

16/07/2025

আলহামদুলিল্লাহ, আমাদের এজেন্সি নিয়ে কিছু কথা। ইনশাআল্লাহ সবাই মিলে অনেকদূর এগিয়ে যাবো। 🌸🖤

09/07/2025

🎯 ইনবক্সে মেসেজের বন্যা, কিন্তু সেলস শুকনা!

আপনি হয়তো প্রতিদিন 30-80 জনের মেসেজ পাচ্ছেন, কিন্তু অর্ডার আসছে মাত্র 5-6টা। এমন হলে হতাশ হওয়াটাই স্বাভাবিক।

❌ সমস্যাগুলো কোথায় হচ্ছে?

1. সবাই মেসেজ দিলেও সবাই ক্রেতা নয়
• অনেকে জানতে চায়, দেখার জন্য আসে
• দাম জানে, আবার চলে যায়
• সিদ্ধান্ত নিতে পারে না

2. অফার স্পষ্ট নয় বা কনফিউজিং
• পণ্যের মূল সুবিধা বোঝে না
• কেন এখনি কিনবে, সেই কারণ খুঁজে পায় না

3. প্রথম মেসেজে ইম্প্যাক্ট নেই
• কপি robotic শোনায়
• কাস্টমারের আগ্রহ ধরে রাখতে ব্যর্থ

4. ফলোআপ নেই = ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে
• যারা “ভেবে দেখছে”, তাদের আর মনে করিয়ে দেওয়া হয় না
• এতে অনেক সম্ভাব্য অর্ডার মিস হয়

✅ Messenger-কে বানান আপনার সেলস মেশিন!

1. 🎯 স্মার্ট প্রশ্ন, দ্রুত অর্ডার!
• ডেলিভারি কোথায় নেবেন – বাসায় না অফিসে?
• কালার বা ডিজাইন পছন্দ আছে কিছু?
• আপনার জন্য র‍্যাপিং করে দেব, না এমনই রাখবো
👉 এতে করে ব্যক্তিগত কানেকশন তৈরি হয়।

2. 💥 Clear Offer + Limited Time Urgency দিন
• “আজ অর্ডার করলে পাচ্ছেন ১০% ছাড় + ফ্রি ডেলিভারি!”
• “স্টক কম, রাত ১২টার আগেই কনফার্ম করতে হবে।”
মানুষ শুধু তখনই কাজের সিদ্ধান্ত নেয়, যখন মনে হয় সুযোগটা হারিয়ে যাবে।

3. দ্রুত রিপ্লাই = দ্বিগুণ কনভার্সন!
• Messenger-এ দেরি = কাস্টমার অন্যদিকে চলে যাওয়া
• দ্রুত রিপ্লাই আপনার ব্র্যান্ডের প্রতি বিশ্বাস বাড়ায়


4. 🎯 Retargeting Ad চালান যারা মেসেজ করেও অর্ডার দেয়নি
• Custom Audience তৈরি করে, নতুন অফার দিন
• উদাহরণ: “আপনি আগ্রহ দেখিয়েছিলেন, আজ পাচ্ছেন ১৫% ছাড়!”

5. Auto Reply = কাস্টমার হারানো ❌
1. 🤖 Auto reply দিলে সবাই একই বার্তা পায়—কে আসলেই সিরিয়াস সেটা বোঝা যায় না।
👉 এতে আগ্রহহীন, ভুল ক্লিক করা কাস্টমারও ইনবক্সে পড়ে যায়, সময় নষ্ট হয়।
2. ⏳ Auto reply পেয়ে অনেকেই ভাবেন—“এটা রোবট, মানুষ না।”
👉 তখনই তারা রিপ্লাই না দিয়ে চলে যায়।
3. 🧠 Auto reply বন্ধ রাখলে আপনি বুঝতে পারবেন—কারা নিজে থেকেই প্রশ্ন করছে।
👉 যারা effort নিচ্ছে, তারাই আসলে quality lead.
4. 📊 যারা ম্যানুয়ালি রিপ্লাই দেয়, তারা intent-driven হয়।
👉 মানে তারা আগ্রহী, বুঝে শুনে জানতে চায়—তাদের কনভার্ট করা সহজ।
5. 🔍 Auto reply ছাড়লে আপনি audience behaviour আরও পরিষ্কার বুঝতে পারবেন।
👉 কী জানতে চায়, কোন অফার পছন্দ করে, কতদূর আগ্রহী – সবকিছু বোঝা যায়।


6. 🧠 Audience Research + Buyer Persona তৈরি করুন
• আপনি কী ধরনের মানুষের কাছে অ্যাড দেখাচ্ছেন?
• তারা আসলেই আপনার পণ্য কিনতে আগ্রহী কিনা?
👉 ভুল অডিয়েন্স = বাজেট নষ্ট

7. ✍ Copywriting + Visuals = Conversion Combo
• CTA (Call To Action) স্পষ্ট করতে হবে: “অর্ডার করতে ইনবক্স করুন”, “আজই মেসেজ দিন”
• Image/video যেন কাস্টমারের সমস্যা ও সমাধান একসাথে বোঝায়

আপনার লক্ষ্য হওয়া উচিত:
👉 Qualified Message ➝ Conversation ➝ Conversion

07/07/2025

মনিটাইজেশন চ্যানেল 🔥
এপ্রুভ এডসেন্স একাউন্ট 🔥
কনটেন্ট মনিটাইজেশন পেইজ 🔥
নন মনিটাইজেশন পেইজ 🔥
ফেসবুক গ্রুপ 🔥
এগুলো সবসময়ই পাবেন, যেটাই দরকার হোক সরাসরি ইনবক্স করবেন 🌸

05/07/2025

আলহামদুলিল্লাহ, দেশের সকল প্রান্তে থাকবে আমাদের প্রতিনিধি, সামনাসামনি সরাসরি ডিল করার সুযোগ পাচ্ছেন। নিজে সবকিছু দেখেশুনে বুঝে সার্ভিস নিতে পারতিছেন, ভয় বা সংশয়ের কিছুই থাকলো না। প্রতারিত হওয়ার দিন শেষ, এখুনি সময় ভয়কে জয় করে নতুন কিছু করার।
আমার জানামতে এই সুযোগ টা অন্য কোন এজেন্সির নেই!
আমাদের সার্ভিস সমূহ:-
✅ ইউটিউব রিলেটিভ সকল সার্ভিস ✅
✅ মনিটাইজেশন চ্যানেল ✅
✅ ইউটিউব এডসেন্স একাউন্ট ✅
☑️ ফেসবুক রিলেটিভ সকল সার্ভিস ☑️
☑️ কনটেন্ট মনিটাইজেশন পেইজ ☑️
☑️ ভালো এক্টিভিটির নন মনিটাইজেশন পেইজ ☑️
☑️ ফেসবুক গ্রুপ ☑️
🔥 এছাড়াও সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পাচ্ছেন আমাদের কাছে, যেকোনো সার্ভিস নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারেন 🔥
🌸 আমাদের এখানে কথাকাজে মিল পাবেন, সার্ভিস ও ভালো পাবেন ইনশাআল্লাহ 🌸
কন্টাক্ট নাম্বার & হোয়াটসঅ্যাপ নাম্বার: 01983030934, 01750522067

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muttakin Social Media Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share