
09/08/2025
ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩(তিন) দিন ব্যাপী অ্যাসেসমেন্ট-এ অংশগ্রহনের নিমিত্তে Graphic Design (Level-03) আগ্রহী প্রার্থীদের রেজিষ্ট্রেশন চলছে।
> ওরিয়েন্টেশনঃ ২৮ ও ২৯ আগস্ট ২০২৫ ইং
> অ্যাসেসমেন্টঃ ৩০ আগস্ট ২০২৫ ইং
> অ্যাসেসমেন্ট এর সময়ঃ সকাল ৮:০০টা থেকে শুরু
📌 শর্ত/সুযোগ সুবিধাসমূহঃ
👉 মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)কর্তৃক এসেসমেন্ট পরিচালিত হবে।
👉 প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট কাজের (০১) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
👉 বিনামূল্যে ট্রেনিং সামগ্রী সরবরাহ করা হবে।
👉 অ্যাসেসমেন্ট সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রকল্প ও বাস্তবায়ন কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
👉 প্রার্থী তিন দিনে মোট ২৪০০/= (দুই হাজার চারশত) টাকা ভাতা প্রাপ্ত হবে। (বাজেট প্রাপ্তি এবং কম্পিটেন্ট হওয়া স্বাপেক্ষে)
✅ রেজিষ্ট্রেশন লিংকঃ
🔗 Graphic Design (Level-03) :
https://forms.gle/SAhw6FWKv9PY8WaL9
❌বিঃদ্রঃ আমাদের আসন সংখ্যা সীমিত। তাই দেরী না করে আজই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে করুন❌
🚩রেজিস্ট্রেশনের জন্য ১০২০/- টাকা অনলাইনে whatsapp এ যোগাযোগ করে জমা দিতে হবে। এসেসমেন্টের দিন উপস্থিত থাকা সাপেক্ষে এই টাকা ফেরতযোগ্য।
ঠিকানা:
আইডিইবি ভবন (লেভেল-৮) ১৬০/এ, কাকরাইল, ঢাকা-১০০০।
Phone: 01830-727386
01912464747 (WhatsApp)
゚viralシ