Bhola Tv

Bhola Tv সকল ধরনের ফানি নিউজ পেতে আমাদের পেইজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন।

30/06/2025
12/03/2024

রমজানে লেবু ক্ষেতে কেউ লেবু তুলতে যেতে পারে না। লেবুর দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করব এখন থেকে লেবু কিনে রোদে শুকিয়ে রাখেন, রমজানে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। একটু পানি লাগলেই শুকানো লেবু তাজা হয়ে যায়, শরবত করে খাওয়া যায়, সহজ বুদ্ধি। আমরা রাখি, আমরা খাই।

- মহারাণী বিকল্পবতী

লালমোহন পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ এলাকায় অভিযান চালিয়ে লালমোহন থানা পুলিশ দাগী চোর মোঃ তানজিল ইসলাম সুমন (৩২), পিতা-মোঃ আবুল...
10/03/2024

লালমোহন পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ এলাকায় অভিযান চালিয়ে লালমোহন থানা পুলিশ দাগী চোর মোঃ তানজিল ইসলাম সুমন (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-লালমোহন পৌরসভা, ০৫নং ওয়ার্ড, গ্রেফতার করা হয়।
তাহার বিরুদ্ধে একাধীক সম্পত্তি সংক্রান্ত মামলা রহিয়াছে। উক্ত দাগী চোরকেগ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আজকাল খেয়াল করলে দেখবেন- পাবলিক বাসে এখন আর আগেরমত নারীদেরকে ছেলেরা সিট ছেড়ে দেয়না। অথচ আগে অলমোস্ট বেশিরভাগ ছেলেরাই সিট...
28/02/2024

আজকাল খেয়াল করলে দেখবেন- পাবলিক বাসে এখন আর আগেরমত নারীদেরকে ছেলেরা সিট ছেড়ে দেয়না। অথচ আগে অলমোস্ট বেশিরভাগ ছেলেরাই সিট ছেড়ে বসতে দিত। এর কারন কি?? এমনকি নারীরা বিপদে পরলেও তেমন এগিয়ে যায়না। আশেপাশে দাড়িয়ে দেখে কিন্তু সাহায্যের হাত বাড়ায় না। কেন এমন চেঞ্জ??

আসেন উত্তর দেখি-

গতকাল মেট্রোতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভীড় হইছিল। লেট করে আসে ট্রেন। মাইকে ঘোষণা হয় এই ট্রেন যাবেনা। অন্যপাশে বিপরীতমুখি প্লাটফর্ম থেকে ট্রেনে উঠুন।

প্রচুর মানুষের চাপে (ছবি দেখলেই বুঝবেন) যে যেই বগিতে সুযোগ পাইছে উঠছে।এরমধ্যে ঘোষণা আসে ফিমেলদের জন্য পেছনের বগি বরাদ্দ ।সাধারণত প্রথমবগি ফিমেলদের জন্য থাকে। কিন্তু এত্ত ভীড়ে হঠাৎ এই ঘোষণায় অনেক ছেলেরাই ফিমেল বগিতে রয়ে যায়। যেহেতু অলরেডি অনেক লেট আর এখন বের হলেও অন্য বগিতে জায়গা পাবেনা তাই।

অতঃপর উক্ত বগির কতিপয় ফিমেলরা সেইসব ছেলেদেরকে কোনো ষ্টেশনেই নামতে দেয়নি। গেট ব্লক করে রেখেছিল। এটা নিয়ে প্রাউড ফিল করে পোস্ট ও দেয় তারা। ব্যাপক শেয়ার রিচ পায় পোস্টটি।

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন ফিমেল ও নাই যে এই প্রচন্ড উল্টাপাল্টা সিচুয়েশনে পরা পুরুষদের পক্ষ নিয়ে অথবা সৎ অবস্থানে দাড়িয়ে কিছু বলবে। প্রত্যেকেই আপুদেরকে সমর্থন দিছে।

কেউ একবারও বললো না এখানে পুরুষরা হেনস্তা হয়েছে।তাদের সাথে বাজে আচারন করা হয়েছে।

কতিপয় নারীর এসব আচারনের কারনেই ধিরে ধিরে এখন আর নারীদের জন্য রাস্তাঘাটে মানুষ মায়া দয়া দেখায় না। সিট ছেড়ে দেয়া হেল্প করা এসব ত বাদ ই।

©

30/11/2022

একটি নিখোঁজ সংবাদ
৩নং দারিয়াল ইউনিয়ন
৬ নং ওয়াড কাজলাকাঠী আকন বাড়ির
মোঃ বসার আকন /মোঃ বসার খলিফা
২৫-১১-২০২২ তারিক সকালে চরমোনাই মাহফিলে গিয়েছিলেন
২৭-১১-২২তারিখ দুপুরের পর থেকে নিখোঁজ
কেউ যদি তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন তার নিজ সন্তান
মোঃ সোহান আকন
মোবাইলঃ01936340713

30/11/2022
07/10/2022

জামায়াত ও বিএনপিকে দমনের জন্য দূর্গা দেবির কাছে কামনা বাসনা জানাইতাছে।

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি।
02/10/2022

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি।

28/08/2022

স্বামী রেখে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

ভোলার লালমোহন উপজেলায় প্রেমিকের বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রী এসে হাজির হয়েছেন। এ সময় প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান।

রোববার (২৮ আগস্ট) বিকেলে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নেছার ডোবাইয়ের ছেলে পিয়াস।

জানা গেছে, পিয়াসের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে প্রেম হয় ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা চলতে থাকে। ইতোমধ্যে ছাত্রীর বাবা-মা ঢাকায় জীবন নামের এক ছেলের সঙ্গে বাল্যবিয়ে দিয়েছেন। তবে বিয়ের পর স্বামীর বাড়িতে অবস্থান করলেও ১৭ দিনের মাথায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলায় প্রেমিক পিয়াসের বাড়ি চলে আসে ওই ছাত্রী। এ সময় সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক।

এদিকে ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের মেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসায় তাকে নিতে চাইছেন না। স্বামী জীবনও তার স্ত্রী পালিয়ে প্রেমিকের বাড়িতে আসায় ফের ঘরে তুলতে অনীহা প্রকাশ করেন।

এ বিষয়ে ছাত্রী বলেন, পিয়াসের সঙ্গে আমার সম্পর্ক আছে। তবে ১৭ দিন আগে তারা বাবা-মা জোর করে তাকে বিয়ে দেন। আমি বিয়েতে রাজি ছিলাম না। বিয়ের পরও পিয়াসের সঙ্গে যোগাযোগ ও ইমোতে প্রতিদিন কথা হতো। ইমোতে পিয়াস তার বাড়ির ঠিকানা দিলে, ঢাকা থেকে একাই চলে আসি এখানে।

পিয়াসের খালাতো ভাই রাফিজ জানান, যে মেয়েটি এসেছেন। তার এখনও বিয়ের বয়স হয়নি। যদি মেয়েটির বয়স হতো ও বিয়ে না হতো তাহলে আমরা পিয়াসের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতাম। এখন তা আর সম্ভব না। পুলিশ ও মেয়ের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

21/08/2022

ভোলা প্রতিদিন সর্বাধিক জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম তাই সব খবর জানতে এখনই ভিজিট করুন -

Address

Lalmohan, Bhola
Barishal
8330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share