Rk Rakib

Rk Rakib আসসালামু আলাইকুম
(14)

🤔🤔
27/10/2023

🤔🤔

পাঁচু রাত ১২ টায় নাচুকে ফোন করেছে ---পাঁচুঃ নাচু, একটু আমার বাড়িতে আয় না, জরুরী কাজআছে।নাচুঃ আমি এখন আসতে পারবো না, ঘ...
23/10/2023

পাঁচু রাত ১২ টায় নাচুকে ফোন করেছে ---

পাঁচুঃ নাচু, একটু আমার বাড়িতে আয় না, জরুরী কাজ
আছে।
নাচুঃ আমি এখন আসতে পারবো না, ঘুম পাচ্ছে।

পাঁচুঃ প্লিজ আয় না, জরুরী কাজ আছে।
নাচুঃ বললাম তো আসতে পারবো না, ঘুমাবো। গুড নাইট।
(ফোন বন্ধ)

কিছুক্ষন পর নাচু ভাবলো খুব জরুরী কাজ হবে হয়তো,
এইসব ভাবতে ভাবতে নাচু পাঁচুর বাড়ি গেলো।

নাচুঃ কিরে, কি জরুরী কাজ তোর, এতো রাতে ...??
পাঁচুঃ বোস, চা-কফি কিছু খাবি??
(পাঁচু মনে মনে বললো,"যদি তুই কিছু খাস তোকেই বানাতে হবে, এই শীতে আমি আর উঠছি না।)

নাচুঃ নাহ, এতো রাতে অত ফর্ম্যালিটি করতে হবে না। কি
কাজ করতে হবে তাড়াতাড়ি বল...।
আমাকে বাড়ি ফিরতে হবে।

পাঁচুঃ টিভি আর লাইটের সুইচটা একটু বন্ধ করে দিয়ে
যা, খুব শীত লাগছে, লেপ ছেড়ে উঠতে পারছি না,
তাই তোকে ফোন করে ডাকলাম।

নাচু টিভি আর লাইটের সুইচটা বন্ধ করে ফ্যানের সুইচটা চালু করে দিয়ে চলে গেলো।
দেখ, কেমন লাগে??

©

20/10/2023

ইনশা-আল্লাহ রকদিন সব ঠিক হয়ে যাবে, এই আশাই আছি🖤🖤🖤

সবাইকে পড়ার অনুরোধ করছি।১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।২.তোর মুখে ফুল চন্দন পড়...
15/10/2023

সবাইকে পড়ার অনুরোধ করছি।
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
২.তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)
৩.কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)
৪.মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)
৫.মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)
৬.লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)
৭.কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা। (জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)
৮.দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)
৯.নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা। (এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)
১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। (এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)

১১.ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা
( মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)
১২.বিসমিল্লায় গলদ বলা।
(এটি সরাসরি কুফরি)
১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা।
(কুফরি বাক্য, তাই সাবধান)
১৪. মধ্যযুগ বর্বরতা বলা।
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)
১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না
( ইসলাম ধংশকারি মতাবদ)
১৬. নামাজ না পরলে ঈমান ঠিক আছে বলা
( ইসলাম থেকে বের করার মূলনীতি)

তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন

আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝদান করুন ।
(আমীন )।

11/10/2023
09/10/2023

"Good Night"

এটা না বলে আসুন আরবিতে বলি "তুসবিহুন আলা খায়ের" যার অর্থ হলো:

আপনি একটি ভালো খবর পেয়ে জেগে উঠুন🤍🤍🤍

08/10/2023

একটি ডিমের মধ্যে কিভাবে মুরগির বাচ্চা বেড়ে ওঠে দেখে নিন🧡🧡🧡🧡💚💚💚💚

আমি যখন কাজে বের হই, আমার স্ত্রী প্রতিদিন সকালে তখন মনে করিয়ে দেয়, আমি কিছু একটা ভুলে গেছি..কখনও গাড়ির চাবি, কখনও বা ...
07/10/2023

আমি যখন কাজে বের হই, আমার স্ত্রী প্রতিদিন সকালে তখন মনে করিয়ে দেয়, আমি কিছু একটা ভুলে গেছি..
কখনও গাড়ির চাবি, কখনও বা বাড়ির চাবি।
এবং বেশিরভাগ সময় সে আমাকে আমার মোবাইল ফোন, বা গাড়ির নথির কথা মনে করিয়ে দেয়.. এবং বলে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি এবং স্মৃতিশক্তি হ্রাসে ভু-গছি!
আমি এই উপহাসের অবসান করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি যা ভুলে যাই তা লিখে রাখলাম।
সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হওয়ার আগে কাগজটা হাতে নিয়ে সব চেক করতে লাগলাম।
মনে মনে খুশি হয়ে বাসা থেকে বের হলাম.. মনে হলো- আজকে আমি বিজয়ী!
আমি গাড়ির ইঞ্জিন চালু করে রওনা হয়ে গেলাম। মাত্র কয়েক সেকেন্ড পরেই বউয়ের ফোন বেজে উঠলো।
বললাম:
"আজ আমি ব্যর্থ হইনি যে তোমার কাছে লজ্জা পেতে হবে। আমি আজ কিছুই ভুলিনি !
বউ বলে উঠলো: "বাড়ি ফিরে এসো, আজ শুক্রবার!

#সংগ্রহীত

Address

Bamrail, Wazirpur
Barishal
8224

Telephone

+8801623872510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rk Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rk Rakib:

Share

Category