08/07/2025
ছারছিনা মাদ্রসায় পির সাহেব চরমোনাই,
লিখেছেন ছারছিনার সাহেবজাদা।
চোখের পানি ধরে রাখতে পারলামনা।
বাংলাদেশের একজন সহি আকিদার বিখ্যাত পীর সাহেবের কথা বলছি।
তিনি হলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই
রাত তখন তিনটা,সফর করে আসলেন বহুদুর থেকে,শরীলটা অনেক অসুস্থ,বললাম আপনার পছন্দের অনেক খাবার ব্যাবস্থা করা হয়েছে,উত্তরে বললেন আমার ছোট ছেলে অনেক অসুস্থ হসপিটালে ভর্তি করা হয়েছে,আপনি আপনার ছাত্রদেরকে নিয়ে দোয়া করেন,আমি বললাম হুজুর আমাদের মাদরাসার শুরু লগ্ন থেকে প্রতিদিন ইনফেরাদি এবং বৃহস্পতিবার দিন গিয়ে ভোর রাতে ছাত্ররা এস্তেমায়ী তাহাজ্জুদ পড়ে,তাহাজ্জুদের পর দোয়া করার ব্যাবস্থা করবো,এ কথা বলে তাহাজ্জুদ পড়তে চলে আসলাম ছাত্রদের ক্লাস রুমে,আসতে দেখি হুজুরের গাড়ীর ড্রাইভার হেমায়েত সাহেব এক কোনে তাহাজ্জুদ পড়ছেন,আগে ভাবতাম আমাদের প্রয়োজন বেশী,চাহিদা বেশী, সার্থপরের মতো আমরাই বুুঝি বেশী তাহাজ্জুদ পড়ি,আমরা সবাই ১২ রাকাত তাহাজ্জুদ পরে ফজর পড়ার সময় যখন ঘনিয়ে আসছিল,আওয়াল ওয়াক্ত ফজর পড়ার পদ্ধতিটা দীর্ঘ দেড় যুগের,যেহেতু ছাত্ররা দীর্ঘ ১ ঘন্টা তাহাজ্জুদ পড়ে প্রতি বৃহস্পতিবারে,এই প্রচলন দীর্ঘ দেড় যুগ যাবত,ফজর নামাজে দাড়াতে হবে তাই পীর সাহেব হুজুরকে দরজার ফাক দিয়ে দেখার চেষ্টা করছিলাম,হুজুর জামাতে আসবে কিনা,যেহেতু অসুস্থ, সজাগ কিনা,পীর সাহেব হুজুর তাহাজ্জুদ শেষ করে বসে আছে ফজর জামাতে পড়ার জন্য,পীর সাহেব হজুর সফর অবস্থায় আছেন,ঐদিন পীর সাহেব হুজুর নিজেও পেটের সমস্যায় ভুগছিলেন,ছেলেও হসপিটালে ভর্তি,দীর্ঘ সফরের ক্লান্তি তবুও তাহাজ্জুদ পড়ে ফজর জামাতে পড়তে অপেক্ষার প্রহর গুনছেন,জামাত পড়লাম কিন্তু
টেনশন বাড়ছিলো,দীর্ঘ দেড়যুগ আমার মাদরাসার একটি নেজাম হল ফজরের পর সুরা ইয়াছিন পড়তে হয় এস্তেমায়ীভাবে এক সুরে,সবাই এক সাথে পড়া ও সুর সুন্দর হওয়ার জন্য এবং যাদের শাষ ছোট তাদের সুর ও শাষ যেন বড় হয়,সেই জন্য অনেক বেশী ধীরে এবং আরবী লেহাজায় পড়তে হয় একজন পড়ে সাথে সবাই পড়ে অনেক সময় লেগে যায়,দীর্ঘ দিনের এই আমলের ওয়াব্বাসটি আজকে তাহলে হচ্ছেনা(ইয়াসিন) পড়া হবেনা,কারন আমাদের একজন শিক্ষক নামাজের আগে এলান করেছে যে পীর সাহেব হুজুরের ছেলের জন্য দোয়া করা হবে, এত সময় হুজুর বসে থাকবে কিনা সেই টেনশনে ছিলাম সবাইকে অবাক করে দিয়ে সফর অবস্থায় অসুস্থ মানুষটি মাকামে নাহাওয়ান্দ
সুরে দীর্ঘ সময় বসে বসে ইয়াছিন শুনলেন আমি শুধু তাকিয়ে দেখছিলাম কত মনোযোগ দিয়ে কুরআন শুনছেন,আর আমার পাশে থাকা পীর সাহেব হুজুরের সফর সঙ্গী মনির সাহেব রাতে এক মিনিটের জন্য ও ঘুমান নি, দোয়া করা অবস্থায় কি পরিমান কাদলেন আমি অনেক বেশী অবাক হয়েছি, এমন সফর সঙ্গী হুজুর কথায় পেলেন,যারা কুরআন তিলাওয়াতকে এত পরিমানে ভালোবাসে,যারা সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়,আর ফজর নামাজের অপেক্ষায় নির্ঘুম রাত জাগে,এই জামাতকে মোকাবিলা করার সাধ্য কার আছে,খুব দ্রুতই এই জামাত ক্ষমতার আসনে আসবে ইনাশাআল্লাহ
আর এই জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ
আমাদের এই দেশটা শান্তিতে পরিনত হবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ
📖 আসুন কুরআনের আলোয় দেশ গড়ি, হাত পাখা মার্কায় ভোট করি।
কপি পোস্ট