চরমোনাই হালচাল /Chormonai Halchal

চরমোনাই হালচাল /Chormonai Halchal Chormonai News All Time,চরমোনাই সম্পর্কে সবসময় জানত?

15/07/2025
তৃণমূল নেতৃবৃন্দের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এর আহ্বান।لا تقنطوا من رحم...
09/07/2025

তৃণমূল নেতৃবৃন্দের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এর আহ্বান।

لا تقنطوا من رحمة الله،،
বক্তব্য আর লিখনি নিয়ন্ত্রণে রাখি । নিরাশ না হয়ে দোয়া করতে থাকি। স্রোতের গতি পরিবর্তন হয়, ভাটার পর জোয়ারও আসে। চলে গেলে ফিরেও আসে।

যদি ---------------- তাহলে
১, গিবতের গোনাহ থেকে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে
২, বড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পাবে
৩, কোটি কোটি মানুষের হতাশা দূর হবে
৪, আল্লাহ তায়ালার রহমত প্রাপ্তির কারণ হবে
৫, ইসলামের দিকে গণজোয়ার সৃষ্টি হবে
৫, ইসলামী শক্তির উত্থানের পথ সুগম হবে
৬, সবার মধ্যে পারস্পরিক মহব্বত ও সৌহার্দ্যতা তৈরি হবে
৭, ইসলামের সৌন্দর্য প্রত্যক্ষভাবে দৃশ্যমান হবে
৮, বাতিলের অহমিকা দূর হবে

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهبلنا من لدنك رحمة انك انت الوهاب ، امين يا رب العالمين

ইউনুছ আহমাদ
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছারছিনা মাদ্রসায় পির সাহেব চরমোনাই, লিখেছেন ছারছিনার সাহেবজাদা।চোখের পানি ধরে রাখতে পারলামনা।বাংলাদেশের একজন সহি আকিদার ...
08/07/2025

ছারছিনা মাদ্রসায় পির সাহেব চরমোনাই,
লিখেছেন ছারছিনার সাহেবজাদা।
চোখের পানি ধরে রাখতে পারলামনা।
বাংলাদেশের একজন সহি আকিদার বিখ্যাত পীর সাহেবের কথা বলছি।
তিনি হলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই
রাত তখন তিনটা,সফর করে আসলেন বহুদুর থেকে,শরীলটা অনেক অসুস্থ,বললাম আপনার পছন্দের অনেক খাবার ব্যাবস্থা করা হয়েছে,উত্তরে বললেন আমার ছোট ছেলে অনেক অসুস্থ হসপিটালে ভর্তি করা হয়েছে,আপনি আপনার ছাত্রদেরকে নিয়ে দোয়া করেন,আমি বললাম হুজুর আমাদের মাদরাসার শুরু লগ্ন থেকে প্রতিদিন ইনফেরাদি এবং বৃহস্পতিবার দিন গিয়ে ভোর রাতে ছাত্ররা এস্তেমায়ী তাহাজ্জুদ পড়ে,তাহাজ্জুদের পর দোয়া করার ব্যাবস্থা করবো,এ কথা বলে তাহাজ্জুদ পড়তে চলে আসলাম ছাত্রদের ক্লাস রুমে,আসতে দেখি হুজুরের গাড়ীর ড্রাইভার হেমায়েত সাহেব এক কোনে তাহাজ্জুদ পড়ছেন,আগে ভাবতাম আমাদের প্রয়োজন বেশী,চাহিদা বেশী, সার্থপরের মতো আমরাই বুুঝি বেশী তাহাজ্জুদ পড়ি,আমরা সবাই ১২ রাকাত তাহাজ্জুদ পরে ফজর পড়ার সময় যখন ঘনিয়ে আসছিল,আওয়াল ওয়াক্ত ফজর পড়ার পদ্ধতিটা দীর্ঘ দেড় যুগের,যেহেতু ছাত্ররা দীর্ঘ ১ ঘন্টা তাহাজ্জুদ পড়ে প্রতি বৃহস্পতিবারে,এই প্রচলন দীর্ঘ দেড় যুগ যাবত,ফজর নামাজে দাড়াতে হবে তাই পীর সাহেব হুজুরকে দরজার ফাক দিয়ে দেখার চেষ্টা করছিলাম,হুজুর জামাতে আসবে কিনা,যেহেতু অসুস্থ, সজাগ কিনা,পীর সাহেব হুজুর তাহাজ্জুদ শেষ করে বসে আছে ফজর জামাতে পড়ার জন্য,পীর সাহেব হজুর সফর অবস্থায় আছেন,ঐদিন পীর সাহেব হুজুর নিজেও পেটের সমস্যায় ভুগছিলেন,ছেলেও হসপিটালে ভর্তি,দীর্ঘ সফরের ক্লান্তি তবুও তাহাজ্জুদ পড়ে ফজর জামাতে পড়তে অপেক্ষার প্রহর গুনছেন,জামাত পড়লাম কিন্তু
টেনশন বাড়ছিলো,দীর্ঘ দেড়যুগ আমার মাদরাসার একটি নেজাম হল ফজরের পর সুরা ইয়াছিন পড়তে হয় এস্তেমায়ীভাবে এক সুরে,সবাই এক সাথে পড়া ও সুর সুন্দর হওয়ার জন্য এবং যাদের শাষ ছোট তাদের সুর ও শাষ যেন বড় হয়,সেই জন্য অনেক বেশী ধীরে এবং আরবী লেহাজায় পড়তে হয় একজন পড়ে সাথে সবাই পড়ে অনেক সময় লেগে যায়,দীর্ঘ দিনের এই আমলের ওয়াব্বাসটি আজকে তাহলে হচ্ছেনা(ইয়াসিন) পড়া হবেনা,কারন আমাদের একজন শিক্ষক নামাজের আগে এলান করেছে যে পীর সাহেব হুজুরের ছেলের জন্য দোয়া করা হবে, এত সময় হুজুর বসে থাকবে কিনা সেই টেনশনে ছিলাম সবাইকে অবাক করে দিয়ে সফর অবস্থায় অসুস্থ মানুষটি মাকামে নাহাওয়ান্দ
সুরে দীর্ঘ সময় বসে বসে ইয়াছিন শুনলেন আমি শুধু তাকিয়ে দেখছিলাম কত মনোযোগ দিয়ে কুরআন শুনছেন,আর আমার পাশে থাকা পীর সাহেব হুজুরের সফর সঙ্গী মনির সাহেব রাতে এক মিনিটের জন্য ও ঘুমান নি, দোয়া করা অবস্থায় কি পরিমান কাদলেন আমি অনেক বেশী অবাক হয়েছি, এমন সফর সঙ্গী হুজুর কথায় পেলেন,যারা কুরআন তিলাওয়াতকে এত পরিমানে ভালোবাসে,যারা সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়,আর ফজর নামাজের অপেক্ষায় নির্ঘুম রাত জাগে,এই জামাতকে মোকাবিলা করার সাধ্য কার আছে,খুব দ্রুতই এই জামাত ক্ষমতার আসনে আসবে ইনাশাআল্লাহ
আর এই জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ
আমাদের এই দেশটা শান্তিতে পরিনত হবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ
📖 আসুন কুরআনের আলোয় দেশ গড়ি, হাত পাখা মার্কায় ভোট করি।
কপি পোস্ট

২৮ই জুন জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে দাওয়াতি সফর। বক্সগঞ্জ,নাংগলকোট কুমিল্লা।
26/06/2025

২৮ই জুন জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে দাওয়াতি সফর। বক্সগঞ্জ,নাংগলকোট কুমিল্লা।

06/05/2025

#এদেশ_থেকে_দূর্নীতি_দূর_করার_উপায় #শায়খে_চরমোনাই

আগামীকাল ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশআগামীকাল ০৭ মে বুধবার বিকাল ০৩:০০ টায় জাতীয় ঐকমত্য কমিশন...
06/05/2025

আগামীকাল ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আগামীকাল ০৭ মে বুধবার বিকাল ০৩:০০ টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংস্কার বিষয়ে সংলাপে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন প্রেসিডিয়াম সদস্য জনাব আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান,যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা হাসিবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র বদল থেকে শুরু করে সংবিধান, রাষ্ট্রকাঠামো, জনপ্রশাসন, পুলিশসহ প্রতিটি কমিশনের প্রস্তাবের ওপরে মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে। বিশেষ করে ক্ষমতার ভারসাম্য তৈরি, নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন করা, জনপ্রশাসনকে উপনিবেশিক ধারাবাহিকতা থেকে বের করে আনার প্রস্তাব করা হয়েছে।

ফেস দ্যা পিপলস-এ আজ রাত ১০:৪৫ মিনিটে সাইফুর ভাইয়ের সাথে লাইভে আলোচনায় আসবেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনা...
21/04/2025

ফেস দ্যা পিপলস-এ আজ রাত ১০:৪৫ মিনিটে সাইফুর ভাইয়ের সাথে লাইভে আলোচনায় আসবেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ।

এরকম একজন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার
21/04/2025

এরকম একজন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার

১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচনদিলেই সমস্যার সমাধান হবে না-ইসলামী আন্দোলন বাংলাদেশইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ...
21/04/2025

১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন
দিলেই সমস্যার সমাধান হবে না
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, শুধুমাত্র একটি নির্বাচনই সব সমস্যার সমাধান নয়। বিগত স্বাধীনতার ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। কিন্তু জনসমস্যার সমাধান হয়নি, মানুষ তাদের অধিকার ফিরে পায়নি। কাজেই যেনতেন নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে না। এ জন্য একটি কার্যকরী সংস্কার প্রয়োজন। যাতে করে মানুষ নির্বিঘ্নে বসবাস, ব্যবসা-বাণিজ্য, নাগরিক সকল অধিকার ভোগ করতে পারেন। বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার, এ সরকারের কোন মেয়াদ নেই। কার্যকরী একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এ সরকারের মেয়াদ। কাজেই নির্বাচন নির্বাচন বলে যারা খুব আগ্রহ দেখাচ্ছেন, তাদের অতীত দেশের জনগণ জানেন। এখন একটি বড় দলের চাঁদাবাজি, দখলবাজি, জুলুম নির্যাতনে অতিষ্ঠ। এমতাবস্থায় কেবলমাত্র একটি নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে না বর দীর্ঘায়িত হবে। জনগণও কাঙ্খিত মুক্তি পাবে না।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিমের উদ্যোগে তিতাসস্থ একটি মাদরাসা মিলনায়তনে দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। জেলা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মাহমুদির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা, থানা, উপজেলা ও পৌরসভা শাখা নেতৃবৃন্দ দায়িত্বশীল কর্মশালায় অংশ নেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে বর্তমান উপদেষ্টা সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর উদ্যোগ নিতে হবে।

13/03/2025

চরমোনাই নিয়ে নতুন উর্দু গজল Monirul Islam MD Nazmul Islam Hafez Md Rasel Mst Mahmuda Mim Md Saddam Hossain Muhammad Tarek Shikder Abdul Kader Ukhiya Md Ashikul Elah Fazlur Rahaman এম.ডি. দৌলত করীম Kazi S Jaman Md Zakir Hossain Md Jamil Hasan মোঃ সহিদুল ইসলাম মমিন আকন্দ Md Masum MD Ruhul Amin Khandokar Voice Of Barisal Sadikur Rahman MD Foysaal Patwary

Address

Chomonai Barishal
Barishal
01642622008

Alerts

Be the first to know and let us send you an email when চরমোনাই হালচাল /Chormonai Halchal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চরমোনাই হালচাল /Chormonai Halchal:

Share

Category