Saiful Islam Shakib

Saiful Islam Shakib প্রথম মিথ্যার পর সব সত্যিই সন্দেহ,
প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলে
তৃতীয় একজন কষ্ট পায়।

একটা বই কি আপনার জীবন পরিবর্তন করতে পারে? উত্তর হইলো যে না পারেনা, আবার পরেও, কেনো একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে...
16/02/2025

একটা বই কি আপনার জীবন পরিবর্তন করতে পারে? উত্তর হইলো যে না পারেনা, আবার পরেও, কেনো একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে, এবং কেনো একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে না।
কিছু Example সহ আমরা বুঝার চেষ্টা করি।

ধরুন আপনি একটা ৩০০শ পেইজের বই কিনছেন, ৩০০শ পেইজের বইটিতে তো আর সাদা কাগজ থাকেনা। কিছু লেখা থাকে, কিছু দিক দিকনির্দেশনা থাকে। কিছু Advice থাকে। এই ৩০০শ পেইজের বইটা আপনার জীবন তথনই পরিবর্তন করবে যখন আপনি এই ৩০০শ পেইজে বলা Advice আপনি আপনার জীবনে incorporate করতে পারেন, এবং মেনে চলতে পারেন,

আর যদি এর ঠিক উল্টা হয়, আপনি বইটা পরলেন কিন্তু আপনি আপনার জীবনে বইতে বলা কোনো Advice ই Add করলেন না, তাহলে ওই বই আপনার জীবন। কখনোই পরিবর্তন করবে না।
একটু লজিক্যালি চিন্তা করুন তো, একটা মানুষ বই লিখে কখন এবং কেনো লিখে!
আপনি হয়তো বলবেন টাকার জন্য, আমার প্রশ্ন হলো বই লিখলে কি টাকা আসে? এর সোজা উত্তর হল যে না বই লিখলেই টাকা আসে না। ওই বইয়ের মধ্যে বলা কথা লিখা যদি পছন্দ হয় তবে একজন মানুষ একটা বই কিনে এবং তখন টাকা আসে।
তাহলে একটু চিন্তা করুন একজন লেখক একজন পাঠককে এমন কিছু মূল্য দিতে হবে যাতে পাঠক বইটা কিনে, পাঠকতো বইটা টাকা দিয়ে কিনবে তাই না। আপনি যখন বাজারে সবজি কিনতে জান আপনি সবজিওয়ালা কে টাকা দেন বিনিময়ে আপনি সবজিওয়ালার কাছ থেকে সবজি পান।
এখানে আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন একজন লেখক তখনই একটা বই লিখে যখন সে মনে করে আমার লেখা বইটা যখন একজন পাঠক পড়বে সে কিছু মূল্য পাবে।
মূল্য কি হইতে পারে মূল্য অনেক রকম হইতে পারে একটা বই আপনাকে অনেক কিছু দিতে পারে আনন্দ দিতে পারে, কষ্ট দিতে পারে, সুন্দর একটা গল্প উপহার দিতে পারে, কোন একটা স্কেল শিখাইতে পারে, ইনফরমেশন, ইতিহাস, ভালোবাসা এবং একজন সফল ব্যক্তির ব্যক্তি জীবনের গল্প আপনাকে শুনাইতে পারে বা আপনাকে বুঝাতে পারে।

প্রতিটা বইয়ের মধ্যে আলাদা একটা মেসেজ থাকে যা আপনাকে ঠিক ওই বিষয়ে জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। একটা বই আপনার জীবন কতটা সেইভ করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না
আমি আমার জীবনে সর্বপ্রথম বই পড়া শুরু করি ২০২৪ সালে বইটা ছিল (জীবনে সফলতার জন্য মনের শক্তি)
এবং আমি আমার জীবনে সবচাইতে বাজে পরিস্থিতির ভিতরে যখন পড়েছিলাম তখন এই বইটা আমাকে মানসিকভাবে স্ট্রং থাকতে, শারীরিকভাবে স্ট্রং থাকতে অনেক হেল্প করছে। এবং এই বইটা পড়তে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার মনে হয় একটা বই তিনবার পড়া উচিত যদি আপনি ওই বই থেকে কিছু শিখতে চান।
প্রথমবার যখন আপনি বইটা পড়েন আপনি তেমন কিছু শিখতে পারবেন না সবকিছু

তুমি নামক একটি বই,বইমেলায় ১কপি, প্রকাশ হবেআগে থেকে জানলে, প্রকাশ হওয়ার আগেই কিনে নিতাম।আমি ছারা কাউকে এই বই পড়তে দিতাম ন...
16/02/2025

তুমি নামক একটি বই,
বইমেলায় ১কপি, প্রকাশ হবে
আগে থেকে জানলে,
প্রকাশ হওয়ার আগেই কিনে নিতাম।
আমি ছারা কাউকে এই বই পড়তে দিতাম না।

পরিশেষে যে বইটি ভালোবেসে নিলো,
সে যেনো সারাজীবন যত্ন করে রাখে...
যত্ন সহকারে পড়ে বইয়ের প্রতিটি পেইজ, প্রতিটি লাইন....
প্রায়োরিটির এক নাম্বার লিস্টে যেনো না আসে
অন্য কোনো বই......
আমি নাহয় তুমি নামক বইকে খুঁজে নিবো
অন্য বইয়ের কবিতায় ও গল্পে।

15/02/2025

একটা বই কি আপনার জীবন পরিবর্তন করতে পারে?? #বাংলাদেশ #বই

তারে বলা শেষের দুইটা লাইন কথা এমন ছিলো।একটা কথা বলি, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, ভালো না বাসে,  তবে তখনও মনে ...
12/02/2025

তারে বলা শেষের দুইটা লাইন কথা এমন ছিলো।
একটা কথা বলি, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, ভালো না বাসে, তবে তখনও মনে রাইখেন দুনিয়ার এককোনায় একটা মানুষ আপনাকে অনেক অনেক ভালোবাসে।
দুইটা লাইন কথা কিন্তু এর পরিধি ছিলো অনেক বেশি। মানুষটা হয়তো জীবনের কোনো একটা সময় কারো দ্বারা খুব কষ্ট পেতে পারে, কষ্ট পেয়ে হয়তো কোনো একদিন আমার কথা মনে করবে। মনে মনে ভাববে সবাই কষ্ট দিলেও, আমাকে একটা মানুষ খুব ভালোবাসবে সে বলেছিলো। কথা গুলো লিখতে গিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। মানুষটা কষ্ট পেয়ে হয়তো আমার কথা মনে করবে ঠিকই, কিন্তু ততদিনে যদি আমি তারে ভুলে যাই, যদি মনে না থাকে তার কথা। যে কথা বলবার পরে কথার দাম আমি রাখিবার পারিবো না। সে কথা না বলাই উত্তম নয় কি? চেয়ারে বসে চোখ বন্ধ করে বসে ছিলাম কয়েক মিনিট, একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে ছিলাম তাও কয়েক মিনিট।
নিজেকে প্রশ্ন করলাম, দুইটা লাইন কথা লিখতে আমার কেনো এতো কষ্ট হচ্ছে?? কেনো আমি দুইটা লাইন কথা লিখতে পারছিনা??
পরক্ষনেই নিজের প্রতি নিজের সন্দেহ হলো, আমি কি আসলেই তাকে ভালোবাসি? নাকি নাহ্? যদি তাকে আসলেই ভালোবাসি, তাহলে তাকে কেনো বলতে পারবোনা তুমি আমার না হলেও আমি তোমায় সারাজীবন ভালোবাসবো, সারাজীবন মনে রাখবো। মানুষটাকে বলা প্রতিটা লাইনেই এইরকম বিশাল গল্প জুড়ে আছে, যা লিখতে গিয়ে আমাকে ভাবিয়েছে ঘন্টার পর ঘন্টা।
#কবিতা #গল্প #ভালোবাসা #প্রেম #ভালোবাসার #আমি #তোমাকে #ভালোবাসি

আমার এই ছোট্ট জীবনে প্রথম তোমার প্রেমে পরেছি। আর ভালোবেসেছি সেই তোমাকে যেই তুমি আমায় কখনো ভালোবাসোনি। যাকে ভালোবাসা যায় ...
11/02/2025

আমার এই ছোট্ট জীবনে প্রথম তোমার প্রেমে পরেছি। আর ভালোবেসেছি সেই তোমাকে যেই তুমি আমায় কখনো ভালোবাসোনি। যাকে ভালোবাসা যায় কিন্তু পাওয়ার থাকেনা আশা, ওই আরকি এক তরফা ভালোবাসা,🙂 ONE SIDE LOVE❤️

কি সুন্দর কন্ঠ তোমার, কি সুন্দর চোখের চাহনি, প্রেমের জালে বাধবে আমায় হয়তো তুমিও কখনো ভাবোনি।
ভালোবাসি বলার আগে হারিয়ে ফেলার ছিলো অনেক ভয়, দেখা হওয়ার আগেই যে হারিয়ে ফেলেছি এমন দুর্ভাগ্য কি আর কারো হয়?😔

তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য।
জানি কখনো পূর্ণজন্ম হবেনা...তবুও এমন হাজার কোটি বার জন্মাতে চাই শুধু তোমার ভালোবাসা পাওয়ার আশায়। একটিবার তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবার আশায়।

যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি বা আসে যায়। তোমাকে না পাওয়ার আক্ষেপ আমাকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু ভালো থাকতে শেখায়, ভালোবাসতে শেখায়। জীবনের অপূর্ণতাতে ভালোবাসাটা সব থেকে গভীর, তোমাকে না পাওয়ার আক্ষেপ টা আমার সারাজীবন থেকে যাবে। তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেই তাহলে ভালোবাসলাম আর কই।

রবি ঠাকুর ঠিকই একটা কথা বলেছেন।
যখন সত্যিকারে কাউকে ভালোবাসবে, তুমি চেয়েও তার মন্দ চাইতে পারবেনা, সে যাই করুক না কেনো তুমি চাইবে সে যেন চির সুখটাই পায়।

সত্যিই তুমি ভাগ্যবতী, ভালোবাসার মানুষ পাইলা, এবং সবসময় তোমার ভালো চেয়ে দোয়া করে এমন একটাও মানুষ পাইলা। You are the luckiest girl in the world, and I feel so happy for you!
ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা অন্যের হয়ে। সে তোমায় ভালোবাসুক ঠিক তোমার মতো করে।
#কবিতা #কবি #গল্প

07/02/2025
05/02/2025
 #আমি: আচ্ছা নদী মানুষ তোমায় এতো পছন্দ করে কেনো?? তুমি তো মানুষকে কষ্ট দেও, তারপরও মানুষ তোমায় এতো ভালোবাসে কেনো? মানুষ ...
01/02/2025

#আমি: আচ্ছা নদী মানুষ তোমায় এতো পছন্দ করে কেনো?? তুমি তো মানুষকে কষ্ট দেও, তারপরও মানুষ তোমায় এতো ভালোবাসে কেনো? মানুষ কেনো কষ্ট পেলে তোমার কাছেই আসে, একটু শান্তির জন্য?? তুমিতো মানুষের জায়গা, জমি, ঘর, বাড়ি নিয়ে যাও তোমার ক্ষুধা নিবারণ করার জন্য। তারপরও তোমায় মানুষ এতো ভালোবাসে কেনো?? জানো, আমার খুব হিংসা হয় তোমায় দেখে। মানুষকে এতো কষ্ট দেওয়ার পরেও মানুষ তোমায় কতোটা পছন্দ করে।
#নদী: এইটা দুনিয়ার আজব একটা নিয়ম, তুমি যাকে কষ্ট দিবে বেশি, সে তোমায় ভালোবাসবেও বেশি, আবার এভাবেও বলা যায়। তুমি যাকে ভালোবাসবে বেশি সে তোমাকে কষ্ট দিবেও বেশি। হিংসে করোনা হিংসে ভালো নায়।
#আমি: নাহ্ তোমায় দেখে আমার খুব হিংসেই হয়।
#নদী: জানো সাকিব মানুষের দুঃখ গুলো আমি নদীর ঢেউয়ের মতো। গভীর সাগর থেকে ঢেউ কতো উচু হয়ে আমি নদীর বুকের উপর দিয়ে পারে এসে যেমন বিলিন হয়ে যায়, মানুষের দুঃখ কষ্টগুলো ঠিক এমনই, ঢেউ সমান উঁচু হয়ে এসে ঠিক একদিন বিলিন হয়ে যায়, তবে ক্ষতটা ঠিক থেকেই যায়। ছোট ছোট ঢেউ যেমন নদীর বিশালতা বাড়ায়, ছোট ছোট কষ্টগুলো মানুষের মনে বিশাল ক্ষত তৈরি করে। তাই মানুষ আমাকে দেখে শান্তি পায়। যখন সে আমার কাছে এসে দাঁড়ায়, আমি নদীর ঢেউ, আমি নদীর শব্দ শুনে তারা একটু মানসিক শান্তি পায়।
#নদী: জানো সাকিব মানুষ আমার কাছে আরো একটা কারণে আসে??
#আমি: জানি না, কেনো আসে বলো।
#নদী: মানুষ তাদের দুঃখ,কষ্ট আমার কাছে জমা রাখতে আসে। যাতে তারা একটু মানসিক শান্তি পায়, মনটা হালকা হয়।
#আমি: আচ্ছা নদী আমার প্রিয় মানুষটি কি তোমার কাছে কোনো দুঃখ জমা রেখেছে??
#নদী: হ্যা, রেখেছে তো।
#আমি: বলতে পারবে আমাকে? আচ্ছা আমার কথা কি কিছু বলেছে তোমাকে?? বলনা প্লিজ।
#নদী: একজনের জমা রাখা দুঃখ অন্যজনের কাছে বলার অধিকার আমার নেই। আমি তোমাকে বলতে পারবো না। কষ্ট পরেওনা সাকিব, এটা আমার অধিকারের বাইরে।
#আমি: নাহ্ কষ্ট পাবো না, পেলেও তোমায় বলবো না, আচ্ছা নদী, মানুষের দুঃখ কষ্টগুলো জমা রাখতে রাখতে কি কখনো তোমার স্টোরেজ ফুল হয়ে যাবে??
#নদী: কেনো বলোতো সাকিব, এই প্রশ্ন কেনো করলা??
#আমি: প্লিজ নদী আমার পছন্দের মানুষটার দুঃখ কষ্টগুলো সবসময় সংরক্ষণ কইরো, তারে কখনো স্টোরেজের লিমিট দেখাইও না। যদি কখনো স্টোরেজের কমতি হয় প্রয়োজনে আমার জমা রাখা দুঃখ গুলো আমায় ফিরিয়ে দিও, তবুও তার কষ্টগুলো জমা নিও।
#নদী: ও আচ্ছা এই ব্যাপার। এতটা পছন্দ তারে?
#আমি: হুম, আচ্ছা নদী তুমি তো তাকে দেখছো খুব কাছ থেকে, তোমায় তো সে ছুয়ে দেখেছে, বলতে পারবে সে কেমন??
#নদী: সাকিব তুমিও তো দেখছো, তার প্রেমে পরছো, ভালোবাসিও বলছো, যদি তোমার প্রশ্ন আমি তোমাকেই করি, তোমার উওর কি হবে??
#আমি: প্রশ্নের পাল্টা উত্তর প্রশ্ন হয় না, তবুও আমি সবসময় বলি আমার আল্লাহর সৃষ্টি বলে কথা অসুন্দর হতে পারে না, তার কন্ঠ এতোটাই সুন্দর যে সে যদি আমাকে সারাজীবন গালি ও দিতো তাহলে আমার খুব বেশি খারাপ লাগতোনা। এর বেশি আর ব্যাখ্যা করতে বইলো না, প্লিজ।
#নদী : তুমি কি তাকে ভালোবাসো??
#আমি: হুম বাসি তো।
#নদী : এটা কেমন ভালোবাসা, যেই ভালোবাসায় তোমার নিজের স্বার্থ থাকে??
#আমি: কি বলো আমার ভালোবাসায় স্বার্থ ছিলো
#নদী : ছিলো।
#আমি: যেমন???
#নদী : স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসা নিতান্তই অন্যায়, কাউকে ভালোবাসাতে হলে স্বার্থহীন ভাবে বাসতে হয়। কেউ তোমার মানসিক শান্তির কারণ হতে পারে, কিন্তু তুমি তো কারো মানসিক শান্তির কারণ নাও হতে পারো?? কারো সাথে এক কাপ চায়ের আড্ডার ইচ্ছে তেমার হতেই পারে, তাঁরা দেখা গল্প করা ইত্যাদি ইত্যাদি
যদি এরপরে কাউকে ভালোবাসতেই হয়, ভালোবাসি না বলে ভালো রাখবো বলিও, আপনি কি আমার মানসিক শান্তির কারণ হবেন না বলে, আমি কি আপনার মানসিক শান্তির কারণ হতে পারি?? এটা বলিও,
#আমি: oh🙂
#নদী: চুপ কেনো
আমি: জানি না
#নদী: আমার কথায় মন খারাপ হলো
#আমি: মন খারাপ হইলেই কি না হইলেই কি সে তো কখনো আমার হবে না। স্বার্থ থাকলেই কি না থাকলেই কি??
#নদী: রাগ... একজনকে খুঁজে নিলেই তো হয়।
#আমি: যদি আবার কষ্ট পাই, হারিয়ে ফেলি তখন?? ভয় হয়।
#নদী: চেষ্টা করলেই পারবা, আর একবার চেষ্টা করে দেখো।
#আমি: কাউকে ভালোবাসি কথাটা বলার একটাই লিমিট ছিলো!!
#নদী: আল্লাহর কাছে চেয়ে আরো একটা নাও??
#আমি: দিবে??
#নদী: দিবে, চেয়ে দেখো।
#আমি: যদি না দেয়?
#নদী: তুমি এমন কেনো
#আমি: আমি এমনই, তোমার কোনো সমস্যা??
#নদী: দূরের মানুষ দূরেই সুন্দর, তাকে দূরেই থাকতে দাও। কিছু জিনিস কখনো কাছে পেতে নেই। সঠিক মূল্য দিতে পারবা না। যেমন তোমরা তো চাঁদকে ভালোবাসো, চাঁদের নাগাল কি কখনো পাও? আকাশকে ভালোবাসো আকাশ কি কখনো ছুঁতে পারো? পারোনা তো। তবে মানুষকে ভালোবাসলে কেনোই-বা পেতে হবে এবং ছুঁতে হবে? দূর থেকেও তো ভালোবাসা যায়??
#আমি: চাইলে হয়তোবা পারা যায়।
#আমি: আচ্ছা নদী আমি যদি তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার হবে?? তাহলে কি তুমি খুব বেশি অবাক হবে? রাগ করবেনা তো??
#নদী: নাহ্ আমি খুব বেশি অবাক হবো না, রাগও করবো না। তবে আমি তোমার একার হতে পারবো না। আমি সবার, কারো একার হওয়া আমার পক্ষে সম্ভব নয়।
#আমি: কেনো?????
#নদী: সাকিব এই যে তুমি কতটা সময় ধরে আমার সামনে এসে চোখ বন্ধ করে দাড়িয়ে আছো, তুমি কি সারাদিন সারাজীবন এভাবে আমার সামনে এসে দাড়িয়ে থাকবে?? উত্তর দাও, থাকবে না, চলে যাবে। তখন আমি হয়ে যাবো খুবই একা। তাই আমি কারো একার হতে পারিনা, আমি সবার।
#আমি: আজ পর্যন্ত আমি ছাড়া আমাকে কউ বুঝলোনা, শেষমেশ তুমিও, ভালো। অনেক্ষন তো হলো এবার নাহয় চলে যা-ই?? তুমি তোমার নতুন বন্ধু খুঁজে নিও, কেমন।
#নদী: রাগ কর.......Typing

বোম্বাই মরিচ খেতে কে কে ভালোবাসেন??
10/12/2024

বোম্বাই মরিচ খেতে কে কে ভালোবাসেন??

যদি শান্তি পেতে চাও, তবে প্রকৃতিতে হারিয়ে যাও।
09/12/2024

যদি শান্তি পেতে চাও, তবে প্রকৃতিতে হারিয়ে যাও।

শুভ সকাল
09/12/2024

শুভ সকাল

20/01/2024

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 12

01/01/2024

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 11

31/12/2023

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 10

27/12/2023

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 09

26/12/2023

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 08

24/12/2023

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 07

22/12/2023

ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবেই। Part 06

Address

Bhola
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Islam Shakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Islam Shakib:

Share

Category