বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তথ্য সংগ্রহ।

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তথ্য সংগ্রহ।

বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তথ্য সংগ্রহ। Do or Die.

30/06/2025
29/06/2025
নিজ বাড়িতে থেকে চাকরি করে তাদের যদি বেতন ১২০০০ টাকা  হয়, এবং বাড়ি ভাড়া এবং আরও অনেক রকম ভাতা মিলিয়ে ২৩০০০ টাকার বেশি বেত...
21/06/2025

নিজ বাড়িতে থেকে চাকরি করে তাদের যদি বেতন ১২০০০ টাকা হয়, এবং বাড়ি ভাড়া এবং আরও অনেক রকম ভাতা মিলিয়ে ২৩০০০ টাকার বেশি বেতন পায় চাকরির শুরু থেকে, এবং সরকারি সকল ছুটি ভোগ করে, সব মিলিয়ে বছরে ৩ মাস স্কুল ছুটি থাকে, সপ্তাহের ছুটি তো আছে, গরু, মুরগী,ছাগল,হাস পালন তো আছে ই। সাথে নিজের জমি নিজে চাষ করা। আলাদা ব্যবসায় করা। নিজ ইচ্ছে যখন মন চায় ছুটি যাওয়া। মন না চাইলে স্কুলে না যাওয়া।
এতে যদি তাদের না হয়,???
তাহলে যে সকল মানুষ সৈনিক এর চাকরি করে যেমন সেনা বাহিনী,বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি বাহিনী, পুলিশ বাহিনী,আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, এ চাকরি করে ১৭ তম গ্রেড তাদের বেতন ৯০০০ টাকা, সকল ভাতা মিলিয়ে তারা পায় ১৫০০০ টাকা, এবং তারা চাকরি করে অনেক দুরে তাদেরকে বাসা বাড়া নিয়ে থাকতে হয়। তাহলে তাদের অবস্থা কেমন হয়?
তারা কি ভাবে চলে?
নাকি তারা আইন অনুযায়ী আন্দলোন করতে পারে না --বলে তাদের কষ্টের কথা বলা যাবে না!!!
বিশেষ করে গ্রাউন্ড কর্মচারী এর চাকরি কথা বলি, এদের না আছে কোনো শুক্রবার, শনিবার, না আছে কোনো সরকারি ছুটির দিন---না আছে কোনো বড় দিবস এর বন্ধ, আবার ডিউটি তো ১২/১৬ ঘন্টা হয় যেখানে সরকারি অন্য কোনো চাকরি তে এতো লং টাইম ডিউটি নেই, এবং এই ৮ ঘন্টা সময় এর পারে অতিরিক্ত ডিউটি করার জন্য কোনো ওবার টাইম ভাতা ও নেই।
সরকারি ছুটির দিন এ ডিউটি তে ও কোনো ভাতা নেই, এবং ***-
যে কোন সময় একটি বুলেট বা বোমা কেড়ে নিতে পাড়ে নিজের প্রাণ।
শিক্ষক যদি হয় জাতি গড়ার কারিগর
তবে---
আমরা দেশ ও জাতি রক্ষার অকুতোভয় রক্ষক!!!
!
তাহলে তাদের কথা কেউ বলে না কেন???
শিক্ষক দের কথা আপনারা যে ভাবে বলছেন।
বাকি সবার কথা ও আপনাদের চিন্তা ভাবনা করা উচিৎ, কেউ আবার মনে কইরেন না আমি শিক্ষক দের বিরুদ্ধে বলছি,
আমি শুধু সবার কষ্ট টা তুলে ধরেছি!!!???

সর্তকবার্তা⛔Warning⚠️ যারা Ai এর অর্থ জানেন না, তাঁদের উদ্দেশ্যে বলছি...!Ai একটা App যার দ্বারা অনেক ভয়ংকর এডিট করা যায...
21/06/2025

সর্তকবার্তা⛔Warning⚠️ যারা Ai এর অর্থ জানেন না, তাঁদের উদ্দেশ্যে বলছি...!Ai একটা App যার দ্বারা অনেক ভয়ংকর এডিট করা যায়...!তাই মেয়েদের উচিত টিকটক ফেইসবুকে কোন রকম যায়গায় নিজের পিক পোস্ট না করা তাহলে মানুষ মেয়েদের পিক Ai দ্বারা অনেক খারাপ এডিট করতে পারে ফলে পরবর্তীতে এর প্রভাব তার জীবনে পরতে পারে আশা করি বুঝতে পারছেন...!😔
এই যুগের বড়ো ধরনের ফেতনা হলো এই ai কারণ নবী করিম (সা) বলে গেছেন সেষ জামানায় এমন এক ফেতনা আসবে যা দ্বারা এমন কিছু ঘটবে যে মানুষ বুঝতে পারবে না কোনটা আসল আর কোনটা নকল তাই সবার কাছে একটা অনুরোধ যারা এই ধরনের ভিডিও করে ছাড়ছেন তারা এসব বন্ধ করুন এই সব কারণ এ দারায় দজ্জাল আগমন করবে 🙏 যেমন একটা ভিডিও তে দেখলাম ai বলতাছে সে না কি মৃত মানুষের সাথে কথা বলে দিতে পারবে যেমন টা আমরা জানি যে দাজ্জাল বলবে। আমরা কিন্তু কোনো হাদিসে পইনি যে দাজ্জাল তার রুপে এসে এই কথা বলবে বা মানুষ রুপে এসে বলবে তাই সবাই সাবধানে থাকুন আর এইসব ছড়াবেন না 🙏সবাই ইমান ধরে রাখোন সামনে অনেক বেশি ভয়ংকর কিছু ঘটতে পারে 😔😔আল্লাহ আপনি আমাদের ইমানকে শক্ত করে দিন এবং সবাইকে বোঝার তউফিক দান করুন আমিন 🤲
এখন অনেকে বলবে Ai কি। Ai হইছে একটা এক ধরনের সফটওয়্যার যার মধ্যে মানুষের মতো ভাবার ক্ষমতা ইনস্টল করা আছে। ইমোশন বা আবেগ নাই এবং Ai এর মধ্যে সিনদু জাতি থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে যত তথ্য আছে প্রায় সব আছে। এবং সে বর্তমানেও নির্ভর করে ভবিষ্যতে কি হতে পারে তা বলতে পারে। এখন আপনি ভাবতে পারন যে কিভাবে সে ভবিষ্যতে বলতে পারবে। এখন আমি বলি আপনার কাছে যদি সিনদু জগৎ থেকে প্রায় পৃথিবীর সব তথ্য থাকে তাহলে আপনিও ভবিষ্যৎতে কি হবে তা বলতে পারবেন।আপনি অবশ্যই বুঝতে পেরেছেন।

19/06/2025
🪖 “চাকরি শখের হতে পারে, কিন্তু সুখের নয়।”এটাই ডিফেন্স লাইফের বাস্তবতা। অনেকে দেখে বাহিরটা—ইউনিফর্ম, সালাম, গর্ব, গাড়ি, ...
12/06/2025

🪖 “চাকরি শখের হতে পারে, কিন্তু সুখের নয়।”এটাই ডিফেন্স লাইফের বাস্তবতা। অনেকে দেখে বাহিরটা—
ইউনিফর্ম, সালাম, গর্ব, গাড়ি, রেসপেক্ট।
কিন্তু ভেতরের জীবনটা?
সেটা শুধু আমরা জানি—ডিফেন্সের মানুষরা।
এই পেশায় একবার ঢুকলে—
নিজের চাওয়া-পাওয়া, সময়, আবেগ, পরিবার, স্বপ্ন—
সবই চলে যায় ‘ডিউটির পেছনে’।

⚖️ এখানে সবাই সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু কেউ দোষি নয়।

কারণ...

সময়মতো বাড়ি ফিরতে না পারাও একপ্রকার “অপরাধ”

পরিবারের আবদার রাখতে না পারাও “দোষ”

সন্তানের স্কুল প্রোগ্রামে না যাওয়া, ঈদে পাশে না থাকা—সবই “ভুল”

আর যদি কোনোদিন ভুল না করেও পরিস্থিতির শিকার হন—তাও দোষ আপনার!

ডিফেন্সে একটাই নিয়ম—
অপরের ভুলও নিজের ঘাড়ে তুলে নিতে হয়।
কারণ আপনি দায়িত্বে আছেন।
এই কষ্টটা বাহিরের কেউ বোঝে না।

একজন সৈনিক, পুলিশ, আনসার, বিজিবি কিংবা কোস্টগার্ডের সদস্য—
সকালে কোথায় পাঠানো হবে, কখন ফিরবেন, ফিরবেনও কিনা—
এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সেও জানে না।

বাড়িতে মা অপেক্ষায়, রান্না করে রেখেছে,
বাচ্চা মুখ তুলে বলেছে "বাবা কখন আসবে?"
আর তখনই মোবাইলে একটা কল—
"সোজা পোস্টে চলে আসেন, রিকল এসেছে।"

কথা ফুরায় না, শুধু দায়িত্ব বাড়ে।
ভালোবাসা কমে না, শুধু দূরত্ব বাড়ে।

🛡️ **ডিফেন্সে চাকরি একটা গর্বের বিষয় কিন্তু এর পেছনে প্রতিটি মুহূর্তে আত্মত্যাগের গল্প লুকিয়ে থাকে।**

তবুও আমরা করি।
কারণ এটা শুধু চাকরি নয়—
এটা দায়িত্ব, এটা দেশপ্রেম, এটা সওয়াবের পথ।

আমরা আছি বলে দেশের নিরাপত্তা নিশ্চিত হয়।
আমরা আছি বলে লাখো মানুষ নিশ্চিন্ত ঘুমায়।
কিন্তু আমরাই ঘুমাই পোস্টে, অস্ত্র হাতে,
নির্জন পাহাড়ে বা উত্তপ্ত সীমান্তে।
**এই জীবন বাহির থেকে হয়তো সম্মানের,

কিন্তু ভিতরে পোড়া কষ্টের দীর্ঘ ইতিহাস।**

তবুও আমরা বলি না কিছু।
কারণ আমরা শিখেছি—
“কঠিন থাকো, কারণ তুমি পাহারাদার।”

যারা ইউনিফর্মের পেছনের গল্পটা জানে।
যারা নিজের পরিবারকে পিছনে রেখে
একটি বড় পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে—
"জাতির জন্য, দেশের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য।" 🇧🇩

আবার করোনার ঢেউ! এবার জ্বর নেই, কাশি নেই, সরাসরি ফুসফুসে আঘাত করছে XBB! নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।নতুন রূপ ...
11/06/2025

আবার করোনার ঢেউ!
এবার জ্বর নেই, কাশি নেই, সরাসরি ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
* মাথা ব্যথা
* গলা ও জয়েন্টে ব্যথা
* পিঠে চাপ
* ক্ষুধা হ্রাস
* ক্লান্তি
* এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
* মাস্ক ব্যবহার করা
* জনসমাগম এড়িয়ে চলা
* ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
* নিয়মিত হাত ধোয়া
* উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

জাতির প্রত্যাশা পূরণে জন্য, সর্বোচ্চ দিয়ে চেষ্টা বাংলাদেশ জাতীয় ফুটবল টিম টাইগার, অভিনন্দন💥
11/06/2025

জাতির প্রত্যাশা পূরণে জন্য, সর্বোচ্চ দিয়ে চেষ্টা বাংলাদেশ জাতীয় ফুটবল টিম টাইগার, অভিনন্দন💥

এই ঈদে শুধু কোরবানি নয়, হিংসা, অহংকার ও বিরাগকেও কোরবানি করি একে অপরের জন্য। ঈদ মোবারক!
06/06/2025

এই ঈদে শুধু কোরবানি নয়, হিংসা, অহংকার ও বিরাগকেও কোরবানি করি একে অপরের জন্য। ঈদ মোবারক!

Address

Barisal, Barguna
Barishal
8700

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তথ্য সংগ্রহ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share