SornoB

SornoB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SornoB, Video Creator, Barishal.

29/04/2025

গল্পের নাম: "চায়ের কাপ আর তুমি"

সন্ধ্যা নামার কিছু আগের সময়, বারান্দায় বসে ছিলাম এক কাপ চা হাতে। হঠাৎ তোমার হাসির কথা মনে পড়ে গেল—যেটা আমার প্রতিদিনের ক্লান্তি মুছে দেয়। চায়ের ধোঁয়ার ভেতর তোমার মুখ ভেসে উঠলো। তখনই বুঝলাম, তুমি শুধু একজন মানুষ না, তুমি আমার প্রতিদিনের গল্পের সবচেয়ে সুন্দর অংশ।

তোমার সঙ্গে প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম “ভালোবাসি”—এই সবকিছু যেন এখনো আমার মনে খোদাই করা। মনে আছে, একদিন বৃষ্টিতে ভিজে তুমি বলেছিলে, “তোমার সঙ্গে হাঁটতে হাঁটতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।” সেই দিন থেকে আমি বুঝেছি, চা যেমন আমার সন্ধ্যার সঙ্গী, তেমনই তুমি আমার জীবনের সঙ্গী।

তুমি আছো বলেই আমার প্রতিটি দিন রঙিন, প্রতিটি রাত শান্ত। তুমি আমার গল্পের নায়িকা—সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য।

13/04/2025

ধরুন সাকিব-তামিম দুজনেই গেলো।
ফলাফল= প্রথম রাউন্ড থেকে বিদায়।
ধরুন তামিম গেলোনা।
ফলাফল= প্রথম রাউন্ড থেকে বিদায়।
ধরুন সাকিব গেলোনা।
ফলাফল= প্রথম রাউন্ড থেকে বিদায়।

যেহেতু কোনোভাবেই আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবো না, তাই আমার মনে'হয় আপনাদের দুজনকে ছাড়াই আমাদের বিশ্বকাপে যাওয়া উচিত।
এতে করে অন্তত একটা ফায়দা হবে,
আগামী জেনারেশনের কেউ ন্যাশনাল টিমে আপনাদের মতো এতোটা ভাব নেওয়ার সাহস দেখাবেনা।

ভাগ্যিস আপনাদের কারো নামের পাশে কোহলি শচীনের মতো এতোগুলা সেঞ্চুরি নাই। আপনারা এখন'ই আসমানে উড়তাছেন ভাব নিয়ে। আপনাদের ভিতর কেউ যদি দেশকে একটা ট্রফি জিতিয়ে দিতো, অথবা ৬০-৭০টা সেঞ্চুরি থাকতো, তখন না জানি কি করতেন।

13/04/2025

শান্তির সংসার"

সন্ধ্যার পরেই ব্যস্ত রাস্তাগুলো একটু একটু করে নিস্তব্ধ হতে শুরু করে। অফিস থেকে ফিরে, একটুও না বসেই রান্নাঘরে ঢুকে পড়ে মায়া। সারাদিনের ক্লান্তি তখনো কাঁধে, তবুও মুখে থাকে একরাশ প্রশান্তি—কারণ জানে, আজও রাতের শান্ত মুহূর্তগুলো ওদের দু’জনের অপেক্ষায়।

ওর প্রিয় মানুষটা ফিরবে দরজা খুলে হেসে, চোখে কাজের ক্লান্তি নিয়ে, কিন্তু মনে নিয়ে একরাশ ভালোবাসা।
ওর আসার আগেই ঘরটাকে গুছিয়ে ফেলে মায়া—যেন ক্লান্ত স্বামীটা ফিরেই বলে, "তোমাকে ছাড়া এই ঘরটা অসম্পূর্ণ।"

রাতের খাওয়া শেষে দু’জন বেরিয়ে পড়ে হাত ধরাধরি করে।
বিমানবন্দরের রানওয়ের কাছে একটা ছোট্ট জায়গা—সেখানেই তাদের “ডেট”।
আকাশে উড়ে যাওয়া বিমানের শব্দে যেন ওরা নিজেদের প্রতিচ্ছবিই খুঁজে পায়—স্বপ্ন, দূরত্ব, আর ফিরে আসার প্রতিশ্রুতি।
ফুচকা, ঝালমুড়ি, আর শেষে সেই প্রিয় চায়ের কাপ—সব মিলিয়ে যেন একেকটা রাত হয়ে ওঠে সিনেমার মতো।

এই ছিল তাদের শান্তির জীবন। না, বড় কিছু না।
শুধু দু’জন মানুষের পরিশ্রম আর ভালোবাসায় গড়া একটা ছোট্ট সংসার।
যেখানে দায়িত্ব ভাগ করা, বোঝাপড়া আর একসাথে থাকা—এটাই ছিল সুখের সংজ্ঞা।

মায়ার মনে হতো—
"আমি শুধু ওর স্ত্রী না, আমি ওর সঙ্গী, ওর বন্ধুও। ওর খুশির ভাগীদার যেমন, ওর কষ্টেরও আশ্রয়।"
আর ওর স্বামীও বলত,
"তুমি ছাড়া এই জীবনটা এত সুন্দর হতো না।"

এই ছোট্ট, শান্তির সংসারটা যেন চিরকাল এমনই থাকে—এটাই মায়ার একমাত্র চাওয়া।

16/07/2024

কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ছাত্রলীগের সাথে থাকতে পারে না
লজ্জা লজ্জা 😓

তুমি পাশে থাকলে আমার আর আলাদা করে ভালো থাকার কারণ খুঁজতে হয় না;🌸🖇️😌
17/04/2024

তুমি পাশে থাকলে আমার আর আলাদা করে ভালো থাকার কারণ খুঁজতে হয় না;🌸🖇️😌

02/04/2024

মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !

Books of Zunayed Evan

Post by KM Nabin

01/04/2024

প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষত-বিক্ষত করেছে তারা এই কাজ গুলো করার জন্য অনুশোচনা করুক।
জীবনের কোন একপর্যায়ে এসে তারা আমাকে বলুক তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি, আমি শুধু এটুকুই চাই আর কিচ্ছুনা..!!😔💔

জিততে কি পারবে...???
21/03/2024

জিততে কি পারবে...???

06/03/2024
কে জানতো বেইলি রোডের এই ভবনটা ছাই হয়ে যাবে 😢😢😢
01/03/2024

কে জানতো বেইলি রোডের এই ভবনটা
ছাই হয়ে যাবে 😢😢😢

29/02/2024

দূরত্ব যাই হোক, তবুও ভালোবাসা থাকুক। তুমি আমার ভালো লাগার এক অন্যরকম সুখ!'❤️✨

© KM Nabin

27/02/2024

আমি যদি জন্মের আগে ম*রতাম রে
তবে তোমার দেখা পাইতাম না...

Address

Barishal

Telephone

+8801568286663

Website

Alerts

Be the first to know and let us send you an email when SornoB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category