29/04/2025
গল্পের নাম: "চায়ের কাপ আর তুমি"
সন্ধ্যা নামার কিছু আগের সময়, বারান্দায় বসে ছিলাম এক কাপ চা হাতে। হঠাৎ তোমার হাসির কথা মনে পড়ে গেল—যেটা আমার প্রতিদিনের ক্লান্তি মুছে দেয়। চায়ের ধোঁয়ার ভেতর তোমার মুখ ভেসে উঠলো। তখনই বুঝলাম, তুমি শুধু একজন মানুষ না, তুমি আমার প্রতিদিনের গল্পের সবচেয়ে সুন্দর অংশ।
তোমার সঙ্গে প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম “ভালোবাসি”—এই সবকিছু যেন এখনো আমার মনে খোদাই করা। মনে আছে, একদিন বৃষ্টিতে ভিজে তুমি বলেছিলে, “তোমার সঙ্গে হাঁটতে হাঁটতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।” সেই দিন থেকে আমি বুঝেছি, চা যেমন আমার সন্ধ্যার সঙ্গী, তেমনই তুমি আমার জীবনের সঙ্গী।
তুমি আছো বলেই আমার প্রতিটি দিন রঙিন, প্রতিটি রাত শান্ত। তুমি আমার গল্পের নায়িকা—সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য।