HM.Sanaullah

HM.Sanaullah HM.Sanaullah

02/10/2022

দুশো বছর আগে কেরালা অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে ‘স্তনকর’ বা ‘Breast Tax’ প্রচলিত ছিলো। এর আরেকটি নাম মুলাক্কারাম।

ঐ সময় নিয়ম ছিলো যে, শুধু ব্রাহ্মণ নারী ব্যতিত অন্য কোন হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না(পুরোনো ব্রাহ্মণ্যবাদ)। শুধুমাত্র ব্রাহ্মণদের নারীরা তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবে, বাকি হিন্দু নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত করে রাখতে হবে। তবে যদি কোন নারী তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে চায়, তবে তাকে স্তনের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। বড় স্তন হলে বেশি কর আর ছোট স্তন হলে কম কর দিতে হতো।

১৮০৩ সালে নাঙ্গেলী নামে এক নারী তার স্তনকে আবৃত করে রাখে। যখন গ্রামের ট্যাক্স কালেকটর তার থেকে স্তনকর চাইতে আসে, তখন নালেঙ্গী স্তনকরের বদলে নিজের দুটি স্তনকে ধারালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়িয়ে ট্যাক্স কালেকটরের হাতে ধরিয়ে দেয়।

স্তন কেটে ফেলার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাঙ্গেলীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু শোকে নালেঙ্গীর স্বামীও আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকেই স্তনকর বন্ধ হয়।

তখন সমগ্র নারীরা এই নোংরা প্রথা বন্ধের জন্য ১৮৫৯ সালে আন্দোলন শুরু করে এবং দক্ষিণ ভারতে এটিকে কেন্দ্র করে একটি রক্তক্ষয়ী দাঙ্গা সংগঠিত হয়। এই দাঙ্গার উদ্দেশ্যই ছিলো নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা। সেই দাঙ্গায় অনেক নারী মারা যায় এবং আহত হয়।

নারীরা আন্দোলনে নেমেছিলো কি কারণে? যাতে শাড়ী পড়তে পারে, স্তন ঢেকে রাখতে পারে, সেই কারণে।

এই আন্দোলন এবং হিন্দুদের এই নগ্ন প্রথা টিপু সুলতান (মুসলমান) মোটেও পছন্দ করেননি। তিনি চেয়েছিলেন এই নগ্নতা বন্ধ হোক। কিন্তু তিনি মুসলিম সম্প্রদায়ের হওয়ার কারণে জবরদস্তি কিছু করতে পারেননি। তাই তিনি হিন্দু নারীদেরকে আহবান করেছিলেন, “যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে কাপড় পরার অধিকার পাবে। ইসলামে নগ্নতার কোনো স্থান নেই"। টিপু সুলতানের ঐ কথা শুনে হাজার হাজার নীচু বর্ণের হিন্দু নারীরা ইসলাম ধর্ম গ্রহণ করে।

কেন নীচু বর্ণের হিন্দু নারীরা ইসলাম ধর্ম গ্রহণ করলো? কেবলমাত্র নিজের শরীরকে আবৃত করার অধিকার পাবার জন্য।

নাঙ্গেলীসহ শতশত নারী স্তনকে ঢেকে রাখার জন্য জীবন উৎসর্গ করলো আর বাংলাদেশের নারীরা সেই স্তনকে উন্মুক্ত করে রাখার জন্য আন্দোলন করছে! জঘন্য তাদের রুচিবোধ।

✍️ঝুমুর রায় (কোলকাতা) এর কলাম থেকে ।

25/09/2022
25/09/2022

জাতিসংঘের সাধারণ পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ।

23/09/2022

ইসলামি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।

22/09/2022
22/09/2022

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে আবারো বাংলাদেশের বিশ্বজয়।

সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১১১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম।ভাইটাকে আল্লাহ তা'য়ালা যেন আ'লীমে বা'আমল হিসাবে ক্ববূল করেন!

আল হামদুলিল্লাহ।
তাকরীম হাদিয়া পেয়েছে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা।
মা শা আল্লাহ। বারাকাল্লাহু ফীহ। অভিনন্দন!

22/09/2022

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে আবারো বাংলাদেশের বিশ্বজয়।

সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১১১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম।ভাইটাকে আল্লাহ তা'য়ালা যেন আ'লীমে বা'আমল হিসাবে ক্ববূল করেন!

আল হামদুলিল্লাহ।
তাকরীম হাদিয়া পেয়েছে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা।
মা শা আল্লাহ। বারাকাল্লাহু ফীহ। অভিনন্দন!

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে আবারো বাংলাদেশের বিশ্বজয়।সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্...
22/09/2022

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে আবারো বাংলাদেশের বিশ্বজয়।

সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১১১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম।ভাইটাকে আল্লাহ তা'য়ালা যেন আ'লীমে বা'আমল হিসাবে ক্ববূল করেন!

আল হামদুলিল্লাহ।
তাকরীম হাদিয়া পেয়েছে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা।
মা শা আল্লাহ। বারাকাল্লাহু ফীহ। অভিনন্দন!

Address

Barishal

Telephone

+8801961063966

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM.Sanaullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM.Sanaullah:

Share

Category