31/10/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর থেকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান (আল-আমিন) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরান ও সদস্য সচিব আরাফাত মৃধা-এর নেতৃত্বে উপজেলার দেহেরগতি, কেদারপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গ্রাম এলাকায় ব্যাপক জনসংযোগ চালানো হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা স্থানীয় জনগণের মধ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আহম্মেদ, বিপ্লব মিস্ত্রি, রাকিব কবিরাজ, সদস্য বেলাল সরদার, শিবু দাস, সরকারি কৃষি কলেজ ছাত্রদল সভাপতি সালমান মাহমুদ, আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হৃদয়, বর্তমান সভাপতি মো. সাকিব মল্লিক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আসিফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী, কাউনিয়া সরকারি কলেজ ছাত্রদল সাধারন-সম্পাদক মিজানুর রহমান।
চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন হাওলাদার, বুলবুল হাওলাদার, কাওসার, জিসান, রোমান, রাতুল, সিয়াম, প্রেম হাওলাদার, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস, রবিউল, নিবিড় হাওলাদার, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ইমরান সজিব, সাধারণ সম্পাদক রুমন সিকদার, আগরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত, পলাশ, আতিক, এমদাদুল, নবাব,সাগর, রাসেল, জালাল, কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির দুয়ারী,সানি মীর, শাহাদাত হোসেন, সাইদ, মশিউর সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাবেন।