09/12/2025
✅ ৪৯টি আন্তর্জাতিক প্রশ্ন ও উত্তর :
1. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর: ১৯৪৫
2. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
3. ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?
উত্তর: প্যারিস
4. WHO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড
5. IMF-এর পূর্ণরূপ কী?
উত্তর: International Monetary Fund
6. IMF-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডিসি
7. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডিসি
8. NATO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম
9. SAARC প্রতিষ্ঠিত হয় কয় সালে?
উত্তর: ১৯৮৫
10. SAARC-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: কাঠমান্ডু, নেপাল
11. ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম?
উত্তর: ইউরো
12. ASEAN-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
13. COP সম্মেলনের মূল বিষয় কী?
উত্তর: জলবায়ু পরিবর্তন
14. আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায়?
উত্তর: হেগ, নেদারল্যান্ডস
15. UNHCR কোন বিষয় নিয়ন্ত্রণ করে?
উত্তর: শরণার্থী বিষয়ক কাজ
16. ILO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
17. UNICEF-এর কাজ কী?
উত্তর: শিশু কল্যাণ
18. G-20 এ কয়টি দেশ আছে?
উত্তর: ২০টি সদস্য
19. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয় সাধারণত?
উত্তর: দাভোস, সুইজারল্যান্ড
20. আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি সংখ্যা কত?
উত্তর: ১৫ জন
21. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা কোন সংস্থা দেয়?
উত্তর: UNESCO
22. ইসরায়েলের রাজধানী কী?
উত্তর: জেরুজালেম (অনেক দেশ তেল আবিবকে ব্যবহার করে)
23. আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
উত্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া
24. ব্রিকস (BRICS)-এ প্রথম কোন দেশ যুক্ত হয়েছিল?
উত্তর: দক্ষিণ আফ্রিকা (২০১০)
25. বিশ্বের সবচেয়ে বড় মহাসমুদ্র কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর
26. ‘Human Development Report’ কে প্রকাশ করে?
উত্তর: UNDP
27. ‘Ease of Doing Business’ রিপোর্ট কোন সংস্থা দেয়?
উত্তর: বিশ্বব্যাংক
28. OIC-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদি আরব
29. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?
উত্তর: ৭ এপ্রিল
30. UN General Assembly-র প্রথম সভা কোথায় হয়েছিল?
উত্তর: লন্ডন
31. আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: ৮ মার্চ
32. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
উত্তর: ১০ ডিসেম্বর
33. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?
উত্তর: ৫ জুন
34. International Court of Justice-এর অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর: দুইটি (ইংরেজি ও ফরাসি)
35. ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: ১৯৪৬
36. WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৯৫
37. WTO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
38. সবচেয়ে বেশি দেশ কোন মহাদেশে?
উত্তর: আফ্রিকা
39. ISS (International Space Station) কোন সংস্থা পরিচালনা করে?
উত্তর: NASA + অন্যান্য আন্তর্জাতিক সংস্থা
40. বিশ্বময় শান্তি পদক কোন সংস্থা দেয়?
উত্তর: নোবেল কমিটি, নরওয়ে
41. UNESCO-র মোট সদস্য দেশ কত?
উত্তর: ১৯৩টি (পরিবর্তনশীল)
42. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯
43. WHO-এর প্রথম মহাপরিচালক কে ছিলেন?
উত্তর: ড. ব্রক চিশোলম
44. জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের একটি হলো—
উত্তর: নিরাপত্তা পরিষদ
45. G-7 কোন ধরণের সংগঠন?
উত্তর: উন্নত অর্থনীতির গ্রুপ
46. ‘Paris Agreement’ কোন বিষয়ে?
উত্তর: জলবায়ু পরিবর্তন মোকাবিলা
47. বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি?
উত্তর: ভারত
48. “Amnesty International” কী কাজ করে?
উত্তর: মানবাধিকার রক্ষা
49. “Arab League” এর সদর দপ্তর কোথায়?
উত্তর: কায়রো, মিশর