
14/05/2025
এই তীব্র তাপদাহে
মুরগীর খামারে কিছু করণীয়।
১। যদি ঝর্ণার ব্যবস্থা থাকে তাহলে দিনের বেলা চালু রাখুন।
২। মুরগীর পানিতে ভিটামিন সি সরবরাহ করুন।
৩। মুরগীর পানিতে সেলাইন ও ইলেক্ট্রোলাইট সরবরাহ করুন।
৪। মুরগীর শরীর পানি স্প্রে করুন।
৫। প্রয়োজনে (বিশেষ করে ব্রয়লার এবং লেয়ার) মুরগীকে গোসল করিয়ে দিন।
পোল্ট্রি ও গবাদিপশু পালন পরামর্শ....
পরিবেশক:- এ আর এগ্রো