
29/05/2023
যখন কোন মানুষের উপর তীব্র অত্যাচার করা হয় বা ব্যাক্তি অত্যাচারিত হয়। তখন অবশ্যই সেখানে নতুন কিছু ঘটে। সময় বলে দেয়। যে অত্যাচার করে সে বুঝতে পারে, লজ্জিত অনুভব করে। আবার যখন অত্যাচারিত ব্যাক্তির নিকট পুণরায় ব্যক্ত করা হয়,তখন সে এক অনাবিল আনন্দ লাভ করে। সে পরিণত হয় মহৎ মানুষে। কেননা তার হৃদয়ে করুণা বিরাজমান।
অপর দিকে যে পীড়া দেয় সেও ঐ করুনার সংস্পর্শে এসে নিজের জীবনকে সার্থক করার সুযোগ পায়। তারা সার্থক এবং মহান মানুষে পরিণত হয়।