
06/12/2024
প্রকৃত নারী অর্থ নয়,
সম্মান চায়।
ভালোবাসার পাশাপাশি বিশ্বাস ও চায়।
নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে। নারী চাইলেই একজন পুরুষকে দুনিয়ায় জান্নাতের সুখ দিতে পারে। আবার চাইলেই একজন পুরুষের জীবন নরক করে দিতে পারে।
নারীকে তুমি যতবেশি ভালোবাসবে নারী তার চেয়ে দিগুণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিবে। আর নারীকে অবহেলা করলে, নারী পাথরের চেয়ে ও কঠিন রুপ ধারণ করবে।
ভালো থাকুক পৃথিবীর সব নারী❤️❤️