Asfie

Asfie সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন

27/02/2024

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা কিপ্টে হয় না ভাই ওরা ওদের সাধ্য অনুযায়ী খরচ করে 😊

23/02/2024

হে স্বপ্নকন্যা, আমার স্বপ্নরাজ্যে তোমায় স্বাগতম।
রোজ রোজ ঘুমের ঘোরে যে স্বপ্নগুলো দেখি
সেই স্বপ্নগুলোতে থাকো শুধুই তুমি।
তোমাকে কাছে পাবার ক্ষণগুলো আমি হারাতে চাই না।
তাই আমি ঘুমাতে ভালোবাসি
আর রোজ রোজ ভোর হোক - তা আমি চাই না।
ভোর হলেই তো তুমি চলে যাবে
আর আমি আবার সেই রাত্রীর অপেক্ষায়......
আচ্ছা, বাস্তবে তুমি কি আমায় দেখা দিতে পারো না?
পারো না আমার সেই স্বপ্নগুলো সত্যি করে দিতে?
আমি তো তোমায় ছুঁতে চাই;
হাত বুলাতে চাই তোমার চুলে-গালে-ঠোঁটে।
যখন তোমার গায়ে সুড়সুড়ি লাগবে,
যখন তুমি হাসবে প্রাণখোলা সেই হাসি
হৃদয় ফ্রেমে বাঁধিয়ে রাখবো সেই ছবি।
তোমার হাসিটা যে আমি বড্ড ভালোবাসি।
কিন্তু তুমি তো সেই অধরা, ধরা-ছোঁয়ার বাইরে
আর আমি তোমায় ছোঁয়ার অপেক্ষায়......
আচ্ছা, তুমি স্বপ্ন না হয়ে সত্যি হতে পারো না?
পারো না একবার আমায় ধরা দিতে?
আমি তো তোমাকেই খুঁজে যাই
এখানে-ওখানে, অলিতে-গলিতে, শহর-গঞ্জ-ঘাটে।
যখন আমার চোখে তোমার চোখ পড়বে
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আমার পানে
হৃদয়ের ক্যানভাসে এঁকে রাখবো সেই ছবি।
মায়াবী সেই চাহনি আমি বড্ড ভালোবাসি।
কিন্তু তুমি তো সেই আলেয়া, অদৃশ্য মরিচীকা
আর আমি তোমায় দেখার অপেক্ষায়.......
আচ্ছা, তুমি কি আমার হাত ধরতে পারো না?
পারো না কাছে এসে আমায় ছুঁয়ে দিতে?
আমি তো তোমাকেই পেতে চাই
হৃদয়ে আপন করে; আনন্দ-বেদনা-সংকটে।
যখন তুমি আমার হাতে হাত রাখবে
যখন গায়ে গা লাগিয়ে হাঁটবে পাশাপাশি
হৃদয়ের মণিকোঠায় লুকিয়ে রাখবো সেই ছবি।
বন্য সেই অনুভুতি আমি বড্ড ভালোবাসি।
কিন্তু তুমি তো সেই কল্পনা, বাস্তবতার আড়াল
আর আমি তোমায় পাবার অপেক্ষায়......
না হয় ছেড়েই দিলাম ওসব চাওয়া-পাওয়া
বাস্তবতায় না হোক, কল্পনায় তো তুমি আছো!
আর তা নিয়েই আমাকে আমার মতোই থাকতে দাও।
দুঃস্বপ্ন হয়ে সেই স্বপ্নগুলো ভেঙ্গে দিও না।
সবকিছু আমি সইতে রাজি আছি
কিন্তু স্বপ্ন ভাঙ্গার কষ্ট আমি সইতে পারব না।
আমি তো তোমারই ভাবনায় মগ্ন থাকি নিশিদিন
আর থাকব শুধু তোমারই অপেক্ষায়......

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
28/12/2023

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আঠারো বছর বয়স– সুকান্ত ভট্টাচার্যআঠারো বছর বয়স কী দুঃসহস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,আঠারো বছর বয়সেই অহরহবিরাট দুঃসাহসে...
25/10/2023

আঠারো বছর বয়স
– সুকান্ত ভট্টাচার্য
আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়−
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠারো বছর বয়স ভয়ংকর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়−
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

16/10/2023

পর্দাশীল ছেলে'দে'র Profile LOCK থাকে🙂

13/10/2023

" দরকার হলে বিষ খাবি 🙂🤧

গলায় দরি দিবি " 🥹

* ছাঁদ থেকে লাফ দিবি * 🙃😎

তবুও আত্মহত্যা করবি না.!😡😡

অভাব কাকে বলে ? 😢😢😥অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে ?...
13/10/2023

অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !
Follow my pace https://www.facebook.com/mdasfiebd?mibextid=ZbWKwL

গান গাচ্ছিলাম🤗আমিঃ আহারে আহারে!!কোথায় পামু তাহারে?? 🤔আম্মুঃ গান গায় কেডারে?? 🙄বোনঃ ভাল্লাগছে তার এক মেয়েরে। 🤓🙋ভাইঃ ভাবি ...
13/10/2023

গান গাচ্ছিলাম🤗

আমিঃ আহারে আহারে!!

কোথায় পামু তাহারে?? 🤔

আম্মুঃ গান গায় কেডারে?? 🙄

বোনঃ ভাল্লাগছে তার এক মেয়েরে। 🤓🙋

ভাইঃ ভাবি পামু তাইলে এইবারে। 🤑

আব্বুঃ চিনো নাতো আমারে!!

ঝু*লা*ই রাখুম উপরে। 😠

আমিঃ কি দিন আইলরে,, গান গাইলেও বিপদ রে..!! 😬😱

নতুন গল্পের পেজ টা ফলো করুন গল্প গুলা আপনাদের কে মুগ্ধ করবে 👉 https://www.facebook.com/mdasfiebd?mibextid=ZbWKwL

06/10/2023
26/09/2023

Instagram চালাই কিন্তু Password জানি না 🙂

🤔🤔🤔🤔🤔
19/08/2023

🤔🤔🤔🤔🤔

Address

Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Asfie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share