কাজিরহাট মাল্টিমিডিয়া

কাজিরহাট মাল্টিমিডিয়া Welcome To Page.
(2)

۞❤️█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀█❤️۞💚 ༒︎অহংকার আর হিংসা ত্যাগ করো.༒︎💚☘︎ ︵কারণ︵ ☘︎꧁ তুমি এই পৃথিবীর অতিথি মাত্র.꧂☞︎︎︎ মালিক নয়.☜︎︎︎...
14/07/2025

۞❤️█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀█❤️۞💚 ༒︎অহংকার আর হিংসা ত্যাগ করো.༒︎💚☘︎ ︵কারণ︵ ☘︎꧁ তুমি এই পৃথিবীর অতিথি মাত্র.꧂☞︎︎︎ মালিক নয়.☜︎︎︎❥━──➸➽❥❥━──➸➽۞💙█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄█💙۞

আমি কেমন তা আমি যানি না / কিন্তু মানুষ কে আমি হাসাতে ভালো বাসি / তাই আর নিজে কখনো হাসতে পারলাম  না/  ক্যাপশন দিয়ে মনের অ...
11/07/2025

আমি কেমন তা আমি যানি না / কিন্তু মানুষ কে আমি হাসাতে ভালো বাসি / তাই আর নিজে কখনো হাসতে পারলাম না/ ক্যাপশন দিয়ে মনের অনুভূতি প্রকাশ করা যায় না / কারন যার বিবেক নাই সে কি বুজবে লুকিয়ে থাকা যন্ত্রণা.! 😅😓🥹 ('আহা জীবন আমার ')

11/07/2025
“সাব্বির আর সেই মেয়েটি”সাব্বির কখনো ভাবেনি, তার জীবনে হঠাৎ করে এমন কেউ আসবে, যার হাসিতে তার সমস্ত ক্লান্তি ভেসে যাবে। দো...
01/07/2025

“সাব্বির আর সেই মেয়েটি”

সাব্বির কখনো ভাবেনি, তার জীবনে হঠাৎ করে এমন কেউ আসবে, যার হাসিতে তার সমস্ত ক্লান্তি ভেসে যাবে। দোকানের ব্যস্ত দিন শেষে এক সন্ধ্যায়, যখন আকাশে মেঘের ভাঁজে সূর্যটা একটু একটু করে হারিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি প্রথমবার তার দোকানে এসেছিল — একজোড়া বড় চোখ, মুখে হালকা লাজুক হাসি, আর হাতে একটা পুরনো বই।

মেয়েটি বলেছিল, “ভাইয়া, এই বইটার কভারটা একটু মেরামত করা যাবে?”

সাব্বির হেসে বলেছিল, “ভাইয়া না, আমাকে ‘সাব্বিজ’ বললেই চলবে। আর হ্যাঁ, বইটা তো নতুন করে জীবন পাবে!”

তারপর শুরু হয় গল্প — বইয়ের পাতা বদলের মতো, একদিন দুদিন করে কেটে যায় সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। কখন যে মেয়েটার বইয়ের কথা, সাব্বিরের হৃদয়ের পাতায় ছাপা হয়ে গেলো — টেরই পায়নি।

একদিন মেয়েটি জিজ্ঞেস করল, “সাব্বির ভালোবাসা কি শুধুই গল্পে থাকে?”

সাব্বির তাকিয়ে বলল, “না… ভালোবাসা তুমিই, যাকে দেখে আমি আমার প্রতিদিনের ক্লান্তিকে ভুলে যাই।”

সেই দিন থেকেই, “সাব্বিজ আর সেই মেয়েটি” আর আলাদা হয়নি। তারা একসাথে গল্প লেখে, বৃষ্টি দেখে, আর প্রতিদিন ভালোবাসাকে নতুনভাবে অনুভব করে।

কেমন লাগলো গল্পটা?

অবশ্যই ভাই Sabbij! নিচে তোমাকে নিয়ে একটা সুন্দর, আবেগী আর অনুপ্রেরণামূলক গল্প লিখে দিলাম, যেটা তুমি ফেসবুকে পোস্ট করতে প...
29/06/2025

অবশ্যই ভাই Sabbij! নিচে তোমাকে নিয়ে একটা সুন্দর, আবেগী আর অনুপ্রেরণামূলক গল্প লিখে দিলাম, যেটা তুমি ফেসবুকে পোস্ট করতে পারো ❤️👇

📝 শিরোনাম: "আমি Sabbij, যার স্বপ্ন হাসির মাঝেই লুকানো"

আমি সেই ছেলে, যে শহরের কোলাহল থেকে একটু দূরে বসে—বৃষ্টির রাত, কিছু মিউজিক আর নিজের মনের কথা নিয়ে ভিডিও বানায়।
বন্ধুরা ভাবে আমি খুব হাসিখুশি, কিন্তু আমার হাসির আড়ালেও আছে একটা নীরব যুদ্ধ।

ছোট ভাই পড়াশোনায় আগ্রহ হারিয়েছে, ওর জন্যও চিন্তা করি। বড় ভাই, শাকিল ভাই—সারাক্ষণ বিয়ে নিয়ে মজা করে। আর আমি? আমি দিনশেষে নিজের কনটেন্ট নিয়ে ভাবি,
“আজকে যে হাসালাম, তার ভেতর দিয়ে কাউকে হয়তো মন ভালো করে দিলাম!”

আমি জানি, সাফল্য রাতারাতি আসে না। তাই আমি ধৈর্য রাখি।
কারণ আমি শুধু ভাইরাল হতে চাই না—আমি চাই, আমার ভিডিও দেখে কেউ একটুখানি হাসুক।

আর এখন, আমার জীবনে এসেছে একজন "চ্যাটজিপিটি আপু"। যিনি বোনের মতো পাশে থেকে বলেছে:
"তুমি পারবে Sabbij, কারণ তোমার হাসির পেছনে একটা হৃদয় আছে।"

যারা এই লেখাটা পড়ছে—তোমরা পাশে থাকো, কারণ একদিন Sabbij নামটা মানুষ মনে রাখবে... হাসির জন্য, ভালোবাসার জন্য, আর নিজের মতো পথচলার জন্য।

📌 শেষে একটা ছোট ক্যাপশন দিতে পারো:

"তোমার হাসি একদিন তোমার পরিচয় হবে!" —

তুমি চাইলে আমি এই গল্পের উপর একটা ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারি, অথবা চাইলে এই স্টাইলেই আরও কিছু পোস্টের সিরিজ তৈরি করে দিতে পারি।

সবার জন্য আবার নতুন কিছু নিয়ে আসতে আছি
28/06/2025

সবার জন্য আবার নতুন কিছু নিয়ে আসতে আছি

কিছু কথা:786 মানে আমি জানি৭/ সাত আসমান৮/ আটটি জান্নতের দরজা৬/ ছয় দিনে মহান আল্লাহতালা পুরো পৃথিবী টা সৃষ্টি করেছেনসোবহান...
26/06/2025

কিছু কথা:786 মানে আমি জানি
৭/ সাত আসমান
৮/ আটটি জান্নতের দরজা
৬/ ছয় দিনে মহান আল্লাহতালা পুরো পৃথিবী টা সৃষ্টি করেছেন
সোবহানআল্লাহ

নতুন করে কাজির হাট মাল্টিমিডিয়া আবার নতুন রূপে আসবে.! 🤗 ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন.! 😍🖤🥀
23/06/2025

নতুন করে কাজির হাট মাল্টিমিডিয়া আবার নতুন রূপে আসবে.! 🤗 ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন.! 😍🖤🥀

22/06/2025

কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়.! অনুষ্ঠান

হ্যালো.. হ্যালো....হ্যালো.... কি হলো...শুনতে পাচ্ছো না তুমি?ওরা আজ আমাকে দেখতে আসবে..অনেক কষ্ট করে নীতার ফোন থেকে ফোন কর...
22/06/2025

হ্যালো.. হ্যালো....হ্যালো.... কি হলো...শুনতে পাচ্ছো না তুমি?ওরা আজ আমাকে দেখতে আসবে..অনেক কষ্ট করে নীতার ফোন থেকে ফোন করেছি..কি হলো শুনতে পাচ্ছো না...তুমি...কিছু একটা তো বলো...
ওপাশ থেকে কোন কথা নেই। কলটি কেটে আবার কল দিলাম। রিং বেজেই চলেছে অথচ দিপ্ত কল ধরলো না।এরই মাঝে নীতা চলে এলো। আমার অশ্রু তে ভিজে গেলো ও কাঁধ।
ছেলে পক্ষ দেখতে এলো প্রায় ৭২০০সেকেন্ড পর। পড়নে লাল শাড়ী, হাতে লাল চুরি, কপালে লাল টিপ,চোখে কাজল ঠিক দিপ্ত'র যেমন পছন্দ, আজ সেভাবেই সাজলাম অথচ আমায় দেখবে অন্য কেউ।অশ্রু যেন থামে না,দুবার কাজল নষ্ট করার পর তৃতীয় বার দিলাম।
এখন ওদের সামনে যেতে হবে। হাতে আমায় একটা ট্রে তে ৬টা কাপে চা দেওয়া হলো,ওদের সামনে দিয়ে নমস্কার দিয়ে বসতে বললে বসতে হবে,নয়তো দাড়িয়ে থাকতে হবে-এমনি কথা বড় মা শিখিয়ে দিলেন।
মাথায় আমার বড় ঘোমটা দেওয়া। ওদের সামনে ট্রে টা রেখে,নমস্কার দিয়ে বসলাম,কোন ইচ্ছেবিন্দু ছিলো না ছেলেকে দেখার।ছেলের পরিবারের বয়স্ক এক নারীই বললেন ঘোমটা টা তুলতে।ঘোমটা মাথার ওপর তুলে মাটির দিকেই তাকিয়ে রইলাম,দিপ্ত'র চোখের খোঁজে। অনেকে অনেক প্রশ্ন করছিলো,নাম, ঠিকানা,রান্না করতে পারি কিনা,গান পারি কিনা। আমি উত্তর দিয়ে যাচ্ছিলাম,যেমনটি বাড়ি থেকে শিখিয়ে দেওয়া হয়েছে।
এরই মাঝে এক কন্ঠ &আমায় এক গ্লাস জল দিবেন? কন্ঠটি যেন হৃদয় কম্পন থামিয়ে দিলো। র্নিলজ্জে হয়েই যেন আমি চোখ তুলে তাকিয়ে দেখি এ আমার দিপ্ত।ভালোলাগায় যেন আবার আমার চোখের কাজল ডিঙিয়ে অশ্রু গড়িয়ে পরছিলো.....
অবশেষে আমাদের বিয়ে হলো পহেলা ফাল্গুন,১৪২৫।

আমাদের মাল্টিমিডিয়া এর অভিনেতা সাব্বির বিনোদন.! অসুস্থ সবাই দোয়া করবেন যেন তারা তারি সুস্থ হয়ে যায়.! 😓😭
15/06/2025

আমাদের মাল্টিমিডিয়া এর অভিনেতা সাব্বির বিনোদন.! অসুস্থ সবাই দোয়া করবেন যেন তারা তারি সুস্থ হয়ে যায়.! 😓😭

Address

Barishal

Telephone

+8801733093291

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজিরহাট মাল্টিমিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share