16/08/2024
গল্পের নাম:অফুরন্ত ভালোবাসা
পর্ব :০১
*একটা মেয়ে যার নাম জারা।সে খুব শান্ত, ভদ্র স্বভাবের মেয়ে ছিল।সে তার পরিবার কে নিয়ে সুন্দর একটা জীবন কাটাচ্ছিল।সে যখন ক্লাস সেভেনে পরে তখন সে প্রথম প্রপোজাল পায়। কিন্তুু সে রাজি হয় নাই। খুব ভয় পেত। সে সব সময় ভাবতো যেন তার কোনো কাজের জন্য তার কোনো অসম্মান না হয়।এভাবে তার জীবন চলতে থাকলো। এরপর সে অনেক প্রপোজাল পেতে থাকলো কিন্তুু সে কোনো প্রপোজালই একসেপ্ট করলো না। সে যখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ে তখন সে প্রথম ফেইসবুক চালানো শুরু করে। এর পর সে তার মামা ভেবে একজনকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়।তার সেই মামার নাম ছিল নাহিদ। জারা আর নাহিদ ছোট থেকে একসাথে বড় হয়েছে। তারা বন্ধু ছিল।একটা সময় নাহিদ তার পরিবার ঢাকায় চলে যায় এরপর থেকে তাদের সাথে কোন যোগাযোগ নাই।যখন জারা ফেইসবুক চালায় তখন সে নাহিদ নাম দিয়ে সার্চ দেয় এরপর তার বন্ধুর মতো চেহারা দেখে সে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায় সে ও একসেপ্ট করে এর পর জারা এসএমএস দেয় মামা কেমন আছিস।সে ও এসএমএস এর রিপ্লাই দেয়।জারা খুব খুশি হয়ে ছিল যে সে তার বন্ধুর সাথে কথা বলতেছে।এরপর কিছুদিন পর....