বরিশালের রাজু ভাই

  • Home
  • বরিশালের রাজু ভাই

বরিশালের রাজু ভাই পেশা: একজন আদর্শ শিক্ষক। থানা: বাকের গঞ্জ, জেলা: বরিশাল ❤️🇧🇩❤️

05/04/2025

⭐ এস এস সি/দাখিল পরীক্ষার্থীরা কমেন্টে সালাম দিয়ে নগদ নম্বর দেও সালামি বুঝে নেও।

24/02/2025

🖊️ কাউকে উদেশ্য করে দুঃখের স্টাটাস দিয়ে কি লাভ 💔💔💔
যে তোমার আবেগ বোঝেনি, যে তোমার মন বোঝেনি 🔥🔥🔥
দুই চার লাইন লেখায় সে কি করে তোমার অনুভূতি বুঝবে!
🖊️ কাউকে হাজারবার বুঝানোর চেয়ে নিজেকে একবার বুঝানো ভালো 🤔
দাবানলের আলোর চেয়ে অমাবস্যার অন্ধকার ভালো।
🖊️ অন্ধকারে চাঁদের আলো চৈত্রে মেঘের ছায়া 🥰 আপন চেয়ে পর-ই ভালো যদি না হয় আপন মায়া!

07/02/2025

Winning Moment BPL 2025 আলহামদুলিল্লাহ ❤️

03/02/2025

Congratulations....Fortune Barishal 🇧🇩❤️❤️❤️❤️❤️🇧🇩

03/02/2025

হ্যালো রংপুর হ্যালো হ্যালো...
হ্যালো সোহান হ্যালো...
লাইন বিছিন্ন 😭😭😁

শুভ সকাল
02/02/2025

শুভ সকাল

আহ ভাতিজা আহ, খেলা হবে।
01/02/2025

আহ ভাতিজা আহ, খেলা হবে।

রংপুরের রং চিটাগং গেছে মনে হয়।
30/01/2025

রংপুরের রং চিটাগং গেছে মনে হয়।

30/01/2025

কপি পোস্ট : সবাই একটু সময় নিয়ে পড়ুন, সবাই কেয়ারফুল থাকবেন প্লিজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Ferdousi Dola আপুর সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা!!

আসসালামুআলাইকুম। একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করি।🚫 একটু সময় নিয়ে পড়ার চেষ্টা কইরেন সবাই।
গত সোমবার (27.01.2025) রাতে রুপাতলি মেইন রোড থেকে আমাকে অপ*হরণ/ অজ্ঞান করার চেষ্টা করা হয়।🚯

টিউশন শেষ করে রাত ১০ টার দিকে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। রুপাতলি ওয়াহেদ স্কুলের একটু সামনে বসে আমার পিছন থেকে বাইকে একজন লোক আসে। আমার পাশে বাইক স্লো করে জিজ্ঞেস করে,, "আপু লুৎফর রহমান সড়ক কোন দিকে"? আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়ে হাঁটা শুরু করি। উনি বাইক টেনে আবারও আমার কাছে এসে হাত উঁচু করে জিজ্ঞেস করে "আপু সোজা গিয়ে বাম দিকে যাবো নাকি ডান দিকে যাবো"? আমি আবারও তাকে বলি। কথা বলার সময় তার আর আমার মাঝে দূরত্ব ছিলো ২-৩ হাত।

কথা শেষ হতে না হতেই হঠাৎ করে আমার পা অবশ হয়ে আসে।। তৎক্ষনাৎ আমি বুঝতে পারি আমি ট্রাপে পড়ে গেছি। বুঝতে পেরে আমি আর কোনোদিকে না তাকিয়ে দ্রুত হাঁটা শুরু করি। এরমধ্যে আমার পায়ের দিক থেকে সারা শরীর অবশ হয়ে আসে। আমার মাথা ঘোরা শুরু হয়। আমি বুঝতে পারি এই মুহুর্তে কোনোভাবেই এই লোকের সামনে সেন্সলেস হওয়া যাবে না। যেভাবেই হোক আমাকে নিরদপদ স্থানে যেতে হবে। আমার হঠাৎ মনে পড়ে,, এরকম সিচুয়েশনে পড়লে কাছাকাছি হাসপাতাল, শপিংমল, সুপার শপ, ফার্মেসী বা বড় কোনো দোকানে ঢুকতে হয়। আমি দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে রোড ডিভাইডার থেকে রোড ক্রস করে দূরে একটা ফার্মেসি দেখতে পাই। দৌড়ে ফার্মেসিতে গিয়ে আঙ্কেলকে বলি,, আঙ্কেল আমাকে একটু বসতে দিন। কেউ একজন আমাকে ঠিকানা জিজ্ঞেস করছে তারপর থেকে আমার মাথা ঘোরাচ্ছে। আঙ্কেল আমাকে টুল দেয়,, আমি বসার সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাবো,,, ঐসময় বুদ্ধি করে আঙ্কেলের হাতে আমার ফোন টা দিয়ে নোট প্যাডে ফোনের পাসওয়ার্ড টা লিখে দেই। তাকে বলি আমার ডায়াল লিস্টে মেহেদী নামে কল দিতে। আমার পরিচয় দেই আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে টুলসহ ফ্লোরে পড়ে যাই। তারপর যখন সেন্স আসে তখন নিজেকে হাসপাতালের বেডে দেখি। আশেপাশে অনেক মানুষসহ। আমাকে ভার্সিটির এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি।🌼
উল্লেখ্য,, আমার মুখে মাস্ক ছিলো। এবং ঐ লোকের কাছে কোনো প্রকার কাগজ, চিরকুট কিছুই ছিলো না। সবাই সাবধানে থাকুন, কপি পোস্ট।

29/01/2025

জৈনপুরী হুজুরের মাহফিলে জনসমুদ্র....❤️

28/01/2025

মোগো বরিশালের লঞ্চঘাট... 🚢⛴️🛳️

Congratulations FB Team ❤️❤️❤️
27/01/2025

Congratulations FB Team ❤️❤️❤️

Address


Telephone

+8801782974933

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশালের রাজু ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share