16/08/2025
আমাদের আর কখনো দেখা না হোক। 😌
দেখা হলে, তোমার হয়তো "আমার সাথে করা অন্যায়ের জন্য অনুসুচনা হবে।"
আমি চাই না তোমার অপরাধ বোধ তোমাকে ঘুমাতে না দিক। আমি চাই না আমাকে তোমার কখনো মনে পরুক। আমি চাই যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে গেলে সে সুখ তোমার হোক। আমি চাই যে আশায় তুমি আমাকে ছেড়ে গেলে, সে তোমাকে নিরাশ না করুক। আমি চাই সর্বপুরি তুমি ভালো থাকো।
— আমাকে কখনো মনে না রাখো। 🍁🌸