Voice of Ruhul

Voice of Ruhul সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।।
আসুন সবাই মিলে ভালো থাকি।।

02/12/2025

জীবন কত বৈচিত্রময় তাইনা?
কেউবা কুড়েঘরে থেকে সুখি,
আবার কেউ অট্টালিকায় অসুখি।
কেউ পিয়নের চাকরি পেয়ে খুশি,
আবারও কেউবা বড় পজিশনেও অখুশি।

দিনশেষে কিন্তু সবারই একটু ভালো থাকার আশা।
তবে এটা বাস্তব যে......
যার চাহিদা যত বেশি, সে তত অসুখি।

আল্লাহ যার জন্য যা বরাদ্দ রাখবেন
সেটা দেরিতে হলেও পাবেন,
এই ভরসা যারা ভেতরে লালন করে তারাই জয়ি হয়।

ফি আমানিল্লাহ।

01/12/2025

একটা টি-শার্ট বানাতে কত কাপড় লাগে?

স্যার ক্লাসে ঢুকেই বললেন, আজকে তোমরা ডিজাইনার না, তোমরা কারখানার মের্চেন্ডাইজার।
একটা ছোট ভুল মানে পুরো অর্ডারের ক্ষতি।

আবির একটু নার্ভাস। কারণ T-shirt consumption নাকি শুনলেই মাথা ঘুরে।

স্যার হাসলেন,
কোনো টেনশন নাই। গল্প শুনো সব পরিষ্কার।

এক সকালে আবিরকে ফোন দিলো এক বিদেশি ব্র্যান্ড। Hey Abir, we need 5000 pieces of basic T-shirt. Tell us the fabric consumption per piece.

আবির ভয় পেয়ে গেল। ৫ হাজার পিসের কাজ… আর সে এখনো consumption হিসাব ঠিকমতো জানে না!

স্যার বললেন, ধরো আবির, তোমাকে একটি basic round neck T-shirt বানাতে হবে। এটা তিনটা জিনিস দিয়ে তৈরি— Body (Front + Back), Sleeves, Neck Rib । এখন এগুলার fabric কত লাগবে, সে হিসাবটাই হলো Consumption Calculation।

★ Step–1: Body fabric measurement

স্যার বোর্ডে T-shirt এর একটা রাফ স্কেচ আঁকলেন।

Front Length = 28 inch (L)
Chest Width = 20 inch (W)

দুইপাশ মিলিয়ে chest = 20 × 2 = 40 inch।

স্যার বললেন, Body part হলো ফ্যাব্রিকের সবচেয়ে বড় খরচ। Chest আর Length জানলেই এর consumption বের হয়ে যায়।

★ Step–2: Sleeve measurement

Sleeve Length = 8 inch
Sleeve Opening = 6 inch

স্যার বললেন, দুইটা sleeve, মানে fabric double যাবে। স্লিভের ঘের আর লম্বা হিসাব করে একে body-তে যোগ করবে।

★ Step–3: Rib (Neck) measurement

Rib Height = 1 inch
Neck Circumference = 18 inch

স্যার মুচকি হেসে বললেন, Neck rib যদিও ছোট, কিন্তু ভুল করলে buyer neck টান দিলে ছিঁড়ে যাবে। তাই এটাও অবশ্যই যোগ করতে হবে।

স্যার, সব তো বুঝলাম… কিন্তু আসল calculation কেমন?

স্যার বললেন, ধৈর্য ধরো আবির, আসল বাজিমাত হচ্ছে এখন!

★ Main Formula (Fabric GSM ভিত্তিক)

স্যার লিখলেন—

Fabric Consumption (kg/pc) =
{Total fabric area (sq.in) / 1550} × GSM / 1000

এখন সংখ্যা বসাই গল্পের মতো।

★ Final Calculation (Simple Story Version)

✔ Body fabric area

= Length × Chest
= 28 × 40
= 1120 sq.in

✔ Sleeve area

= 8 × 12 (2 sleeves together)
= 96 sq.in

✔ Neck rib area

= 1 × 18 × 2 (folded)
= 36 sq.in

✔ Total area

= 1120 + 96 + 36
= 1252 sq.in

★ এবার GSM ধরি = 160

(একটি Basic T-shirt এর সাধারণ fabric)

★ Formula:

1252 ÷ 1550 = 0.807
0.807 × 160 = 129.12
129.12 ÷ 1000 = 0.129 kg

★ তাই আবিরের প্রতিটি টি-শার্টে ফ্যাব্রিক লাগবে:
★ 0.13 kg (approx)
★ মানে 130 grams per piece

স্যার আবিরকে বললেন, এখন buyer যখন জিজ্ঞেস করবে ‘Consumption?’ তুমি confident voice এ বলবে, One Basic T-shirt fabric consumption is around 0.13 kg.

আবিরের মুখ আনন্দে ভরে উঠলো। স্যার, মনে হচ্ছে আজ আমি সত্যিকারের merchandiser হয়ে গেলাম!

(আবির ছদ্মনাম)

01/12/2025

বিচিত্র রকমের চরিত্রে সকলেই অভিনয় করে।
যখন যেটার সুযোগ হয় সেই অভিনয়ই করেন৷
কিছু মানুষ অনেক আশা দিয়েও কথা রাখেনা,
আর কিছু মানুষ না বলেই অনেক কিছু করে।

17/11/2025

মানুষ কত বিচিত্র রুপের হয়। বাস্তবতা খুবই কঠিন, কখনো কখনো সহজ হয় আল্লাহ যদি চায়। অনেকে খুব সহজেই অনেক কিছু পেয়ে যায় আবার কেউ শত চেষ্টা করেও পায়না৷ এসব কমন ডায়লগ হলেও এটাই কিন্তু বাস্তব৷ সাইকেল চালানো বইতে শেখা খুবই সহজ৷ ১ মিনিটে শেখা হয়ে যায়৷ কিন্তু বাস্তবে চালাতে গেলে বোঝা যায় আসলেই সহজ কিনা৷

২০১২ সালের পর কিভাবে যে ২০২৫ সাল এসে গেল টেরই পেলাম না, চোখের সামনে ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেল, এদিকে আমার বয়সিরা অনেকেই ...
13/09/2025

২০১২ সালের পর কিভাবে যে ২০২৫ সাল এসে গেল টেরই পেলাম না, চোখের সামনে ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেল, এদিকে আমার বয়সিরা অনেকেই বাবা মা হয়েছে সাথে আমিও। বয়স বাড়ছে কিন্তু মনের বয়স বাড়তেই চায়না। চোখের সামনে বাবার কাচা দাড়ি পেকে গেল মায়ের সেই আগের মত চলাফেরা নেই তবুও নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের ভালো রাখার জন্য। বাবা মায়ের প্রতিদান কোনভাবেই দেওয়া সম্বব না তবে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন আমি ও আমার ভাই বোন সকলে মিলেমিশে যেন থাকতে পারি আল্লাহ বাবা মা কে আমাদের সামনে হাজার বছর বাচিয়ে রাখুক এই দোয়া করি।
বাবা মা কে প্রচন্ড রকম ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারছিনা।

21/05/2025

দৈনন্দিন জীবনে কত কি নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি তা বলা বাহুল্য। কোন এক বিদ্বান ব্যক্তির লেখা পড়ার সৌভাগ্য হয়েছিল সেখানে লেখা ছিল আজকে যা জানেন আগামীকাল তার থেকে বেশি কিছু জানতে ও শিখতে হবে নাহলে আপনি পিছিয়ে পড়লেন৷ সেই থেকে জানার আগ্রহ ও শেখার আগ্রহ আমাকে উৎসাহ দেয়। যত কষ্টই হোক আমি নতুনত্ব খুজি সেটা যেখানেই থাকুক যে সেক্টরেই থাকুক৷ নতুন কিছু জানতে গিয়ে অনেক অগোছালো এবং অবুঝ মানুষের অনেক কটুবাক্য শুনতে হয়েছিল যা যদিও বেদনাদায়ক তবে সেটা আমার শেখার আগ্রহের কাছে হার মানিয়েছিল তাই আমি টিকে থকার আপ্রান চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। এখনো শিখতেছি। আল্লাহ ভরসা।

17/05/2025

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না।
ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না।
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো। অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি '

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূ"ষণ। তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অন্যরকম হয়ে যায়। ভ"য়ঙ্ক"র কথা বলার ইচ্ছেরা গ"লাকে আঁকড়ে ধরে না।

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যা"নঘেনে ভাবটা চলে যাবে।

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মা'থাব্য'থা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জা"নুক, সম"স্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁ"পিয়ে গিয়েও হাল ছাড়েনা।

নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নে"গেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রা'গেল বেশি।
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগ'ড়াঝা'টির স্কি"লটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খা"রাপগুলো থিঁতিয়ে যায়।

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁ"টেফোঁ'টা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চু'পচা'প সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁ"ড়ে ফেলুন।

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন। যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয়।"

যেখানে আপনার মূল্যায়ন নেই,সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে। অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেচে থাকতে হবে।

জীবনকে বদলে দেয়ার মত অনেক গল্পই আপনি শুনবেন কিন্তু...

12/03/2025

নিস্তব্ধতা যখন সঙ্গী হয়,
সুপ্ত ইচ্ছে তখন নিশ্চুপ রয়।
কেউ জেগে রয় অর্থের অপেক্ষায়,
আর কেহবা খাবারের।
___ রুহুল আমিন___

10/03/2025

দ্বায়িত্ব নিজ থেকে নিতে না চাইলে,
তাকে জোর করে দেওয়া যায়না।

____ Ruhul Amin _____

10/03/2025

সবকিছুই সুন্দর যদি আপনার চিন্তা সুন্দর হয়।

____Ruhul Amin_____

08/03/2025

কথায় আছে,মানুষ শক্তের ভক্ত নরমের জম। যাদের অনেক কিছু আছে মানুষ তাদেরকে খুশি করার জন্য অনেক কিছু করে কিন্তু যাদের কিছু নেই তাদের খোজ কেউ রাখেনা৷ ব্যস্ত শহরে ফুটপাতে, ফুট ওভার ব্রিজে অনেক অসহায় মানুষ আছে যাদের দেখেই বোঝা যায় তারা অসহায়, তাদেরকে অনেকে সাহায্য করে।
কিন্তু অনেক অসহায় মানুষ আছে যারা অন্যকে বলতেও পারেনা তাদের সমস্যার কথা৷ নিরবে নিভৃতে সয়ে যায় কষ্ট। অযোগ্য কেউ কেউ অল্পতেই অনেক কিছু পেয়ে যায় তারা যোগ্যোদের নিয়ে হাসিঠাট্টা করে। যারা অবৈধ উপায়ে টাকা উপার্জন করে তারা অন্যদের উস্কানিমূলক কথা বলে সে কেন করতে পারেনি৷ আসল কথা তো এই ক্ষনিকালয়ে তো চিরস্থায়ী কেউই থাকবে না৷ পরপারে হিসাব নেওয়ার সময় কি জবাব দিবে সেই ভয়ে ভালো মানুষ গুলো মানুষের সাথে খারাপ আচরণ পর্যন্ত করেনা৷ কিন্তু পৃথিবীর এই কি নির্মম পরিহাস যারা ভালো মানুষ তাদেরকে কেউ দাম দেয়না৷ সৎ উপায়ে উপার্জন বেশি হয়না।

07/03/2025

একটা মানুষ কতটা গোছালো তার পায়ের দিকে তাকিয়ে বলা যায়। কথায় বোঝায় তার ব্যক্তিত্ব, কাজে বোঝায় তার দক্ষতা।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Ruhul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Ruhul:

Share

Category