01/12/2025
একটা টি-শার্ট বানাতে কত কাপড় লাগে?
স্যার ক্লাসে ঢুকেই বললেন, আজকে তোমরা ডিজাইনার না, তোমরা কারখানার মের্চেন্ডাইজার।
একটা ছোট ভুল মানে পুরো অর্ডারের ক্ষতি।
আবির একটু নার্ভাস। কারণ T-shirt consumption নাকি শুনলেই মাথা ঘুরে।
স্যার হাসলেন,
কোনো টেনশন নাই। গল্প শুনো সব পরিষ্কার।
এক সকালে আবিরকে ফোন দিলো এক বিদেশি ব্র্যান্ড। Hey Abir, we need 5000 pieces of basic T-shirt. Tell us the fabric consumption per piece.
আবির ভয় পেয়ে গেল। ৫ হাজার পিসের কাজ… আর সে এখনো consumption হিসাব ঠিকমতো জানে না!
স্যার বললেন, ধরো আবির, তোমাকে একটি basic round neck T-shirt বানাতে হবে। এটা তিনটা জিনিস দিয়ে তৈরি— Body (Front + Back), Sleeves, Neck Rib । এখন এগুলার fabric কত লাগবে, সে হিসাবটাই হলো Consumption Calculation।
★ Step–1: Body fabric measurement
স্যার বোর্ডে T-shirt এর একটা রাফ স্কেচ আঁকলেন।
Front Length = 28 inch (L)
Chest Width = 20 inch (W)
দুইপাশ মিলিয়ে chest = 20 × 2 = 40 inch।
স্যার বললেন, Body part হলো ফ্যাব্রিকের সবচেয়ে বড় খরচ। Chest আর Length জানলেই এর consumption বের হয়ে যায়।
★ Step–2: Sleeve measurement
Sleeve Length = 8 inch
Sleeve Opening = 6 inch
স্যার বললেন, দুইটা sleeve, মানে fabric double যাবে। স্লিভের ঘের আর লম্বা হিসাব করে একে body-তে যোগ করবে।
★ Step–3: Rib (Neck) measurement
Rib Height = 1 inch
Neck Circumference = 18 inch
স্যার মুচকি হেসে বললেন, Neck rib যদিও ছোট, কিন্তু ভুল করলে buyer neck টান দিলে ছিঁড়ে যাবে। তাই এটাও অবশ্যই যোগ করতে হবে।
স্যার, সব তো বুঝলাম… কিন্তু আসল calculation কেমন?
স্যার বললেন, ধৈর্য ধরো আবির, আসল বাজিমাত হচ্ছে এখন!
★ Main Formula (Fabric GSM ভিত্তিক)
স্যার লিখলেন—
Fabric Consumption (kg/pc) =
{Total fabric area (sq.in) / 1550} × GSM / 1000
এখন সংখ্যা বসাই গল্পের মতো।
★ Final Calculation (Simple Story Version)
✔ Body fabric area
= Length × Chest
= 28 × 40
= 1120 sq.in
✔ Sleeve area
= 8 × 12 (2 sleeves together)
= 96 sq.in
✔ Neck rib area
= 1 × 18 × 2 (folded)
= 36 sq.in
✔ Total area
= 1120 + 96 + 36
= 1252 sq.in
★ এবার GSM ধরি = 160
(একটি Basic T-shirt এর সাধারণ fabric)
★ Formula:
1252 ÷ 1550 = 0.807
0.807 × 160 = 129.12
129.12 ÷ 1000 = 0.129 kg
★ তাই আবিরের প্রতিটি টি-শার্টে ফ্যাব্রিক লাগবে:
★ 0.13 kg (approx)
★ মানে 130 grams per piece
স্যার আবিরকে বললেন, এখন buyer যখন জিজ্ঞেস করবে ‘Consumption?’ তুমি confident voice এ বলবে, One Basic T-shirt fabric consumption is around 0.13 kg.
আবিরের মুখ আনন্দে ভরে উঠলো। স্যার, মনে হচ্ছে আজ আমি সত্যিকারের merchandiser হয়ে গেলাম!
(আবির ছদ্মনাম)