03/11/2025
সুনীল নারাইনের স্পিন বোলার থেকে আগ্রাসী ওপেনার হয়ে উঠার ট্রানজিশন সবারই জানা। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর সুনীল নারাইনের আত্মবিশ্বাস ও প্রয়াসকে রূপ দিয়েছেন বিধ্বংসী রূপে। প্রতিটি ট্রানজিশনের শুরুতে একজন মেন্টর প্রয়োজন, সুনীল নারাইনের বেলায় অনুপ্রেরণা যুগিয়েছিলেন গৌতম গম্ভীর।
ব্যাট হাতে নাসুম আহমেদও বেশ পটেনশিয়ালটি দেখাচ্ছে। স্লগ শটে ব্যাটে বল ভালো সাউন্ড কানেক্টে হয় । নাসুমকে যদি ক্যাপ্টেন কিংবা কোচ ভালো প্রেরণা দেন তাহলে সেও হয়ে উঠতে পারে সুনীল নারাইনের মতো কেউ। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে একটু আগে সুযোগ দিয়েছিলো তার বিগ শট ক্যাপাবিলিটির জন্য। আমার মনে হয় নাসুমকে টি টুয়েন্টিতে ওপেন করতে দিলে পাওয়ার প্লের সময়টা ভালো কাজে লাগাতে পারবে।