ঠেলাযোগ

ঠেলাযোগ Just for Entertainment.

সুনীল নারাইনের স্পিন বোলার থেকে আগ্রাসী ওপেনার হয়ে উঠার ট্রানজিশন সবারই জানা। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভ...
03/11/2025

সুনীল নারাইনের স্পিন বোলার থেকে আগ্রাসী ওপেনার হয়ে উঠার ট্রানজিশন সবারই জানা। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর সুনীল নারাইনের আত্মবিশ্বাস ও প্রয়াসকে রূপ দিয়েছেন বিধ্বংসী রূপে। প্রতিটি ট্রানজিশনের শুরুতে একজন মেন্টর প্রয়োজন, সুনীল নারাইনের বেলায় অনুপ্রেরণা যুগিয়েছিলেন গৌতম গম্ভীর।

ব্যাট হাতে নাসুম আহমেদও বেশ পটেনশিয়ালটি দেখাচ্ছে। স্লগ শটে ব্যাটে বল ভালো সাউন্ড কানেক্টে হয় । নাসুমকে যদি ক্যাপ্টেন কিংবা কোচ ভালো প্রেরণা দেন তাহলে সেও হয়ে উঠতে পারে সুনীল নারাইনের মতো কেউ। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে একটু আগে সুযোগ দিয়েছিলো তার বিগ শট ক্যাপাবিলিটির জন্য। আমার মনে হয় নাসুমকে টি টুয়েন্টিতে ওপেন করতে দিলে পাওয়ার প্লের সময়টা ভালো কাজে লাগাতে পারবে।

 #বিসিবির_কাছে_অনুরোধ এরপরেও কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘুম ভাঙবে না? শামীম, জাকির,হৃদয় বার বার ব্যার্থ হওয়ার পরও তাদের...
02/11/2025

#বিসিবির_কাছে_অনুরোধ এরপরেও কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘুম ভাঙবে না? শামীম, জাকির,হৃদয় বার বার ব্যার্থ হওয়ার পরও তাদের সুযোগ মিলে,, এইদিকে আর একটা সুযোগের অপেক্ষায় বাংলাদেশের একমাত্র বিগ হিটার সাব্বির রহমানের বয়স পার হয়ে যাচ্ছে,৷ বিসিবির কাছে আমরা সাব্বির ভক্তদের অনুরোধ সাব্বির রহমানকে একটা সিরিজ সুযোগ দেওয়া হোক🙏🙏

খালেদ মাহমুদ সুজনের কোচিং পরামর্শ নিয়ে আজও জাতীয় দলের বাইরে সাব্বির রহমান রুম্মান!
31/10/2025

খালেদ মাহমুদ সুজনের কোচিং পরামর্শ নিয়ে আজও
জাতীয় দলের বাইরে সাব্বির রহমান রুম্মান!

ধরবো না আমি ক্যাচ, করবি কি আমায় আছো কোনো বস?আমি কিন্তু ঢাবির পোলা,হলো আমার ১৮০ টাকা তোলা!🖋️ কাজী তাওহীদুল ইসলাম
31/10/2025

ধরবো না আমি ক্যাচ,
করবি কি আমায় আছো কোনো বস?
আমি কিন্তু ঢাবির পোলা,
হলো আমার ১৮০ টাকা তোলা!
🖋️ কাজী তাওহীদুল ইসলাম

প্রায় ১৮ বছরে সাকিব ম্যাচ খেলেছে ১২৯ টি অন্যদিকে প্রায় বছরেই শামীম ম্যাচ খেলেছে ৪৪ টি, আফিফ ৭০টি ।।  সাকিবের সাথে অন্যায়...
31/10/2025

প্রায় ১৮ বছরে সাকিব ম্যাচ খেলেছে ১২৯ টি অন্যদিকে প্রায় বছরেই শামীম ম্যাচ খেলেছে ৪৪ টি, আফিফ ৭০টি ।। সাকিবের সাথে অন্যায় হয়েছে, আন্দোলন হবে 😅

না, সাকিবের সাথে অন্যায় হয়নি। ২০২০ পূর্ববর্তী সময়ে অনেক কম টি-টোয়েন্টি খেলতো বাংলাদেশ, এখন অনেক বেশি টি-টোয়েন্টি খেলে। এজন্যই সাকিবের ম্যাচ সংখ্যা ১২৯ হলেও মাত্র কয়েকবছরে আফিফের ম্যাচ সংখ্যা ৭০+ ; কারণ এরা এখনকার ক্রিকেটার, সাব্বিররা ১৫-১৮ সালের ক্রিকেটার তখন বাংলাদেশ টি-টোয়েন্টি কম খেলতো। আর পজিশনের কথা বললে এক পজিশনে ফ্লপ করলেই অন্য পজিশনে ট্রাই করা হয়, সেটা সৌম্য বা সাব্বির উভয়ের ক্ষেত্রে হয়েছে। আপনাদের গোল্ডফিস মেমোরি, মনে থাকবে কিভাবে?

Happy 27th Birthday, Saif Hassan! 😍✨🇧🇩
30/10/2025

Happy 27th Birthday, Saif Hassan! 😍✨🇧🇩

30/10/2025
যে পরামর্শ  শুনে আজও জাতীয় দলের বাহিরে শামসুর রহমান শুভ।
30/10/2025

যে পরামর্শ শুনে আজও জাতীয় দলের বাহিরে শামসুর রহমান শুভ।

শুভ জন্মদিন শিশু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ!
25/10/2025

শুভ জন্মদিন শিশু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ!

আজকের প্রেস কনফারেন্সে নিজের বিব্রিতি জানিয়েছেন দলের অধিনায়ক মেহেদী মিরাজ।
19/10/2025

আজকের প্রেস কনফারেন্সে নিজের বিব্রিতি জানিয়েছেন দলের অধিনায়ক মেহেদী মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দুইটা পেস বোলার সহ যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাপ্পারাজ।        ...
16/10/2025

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দুইটা পেস বোলার সহ যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাপ্পারাজ।

Address

Jhalokathi Sadar
Barishal

Telephone

+8801715425412

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঠেলাযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share