Gazi Bhai

Gazi Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazi Bhai, Digital creator, .

”আপনি কী ভাবছেন, সেটা নিয়েই আমার ভাবনা।”


কালো রাতের গল্প শুনছি। আর বাস্তবে দেখছি কালো দিন।৭১ Vs ২৪
01/09/2024

কালো রাতের গল্প শুনছি। আর বাস্তবে দেখছি কালো দিন।
৭১ Vs ২৪

প্রতিদিনই বড় হচ্ছি;যন্ত্রণা বুঝি! তবে বোঝাতে পারিনা!
20/05/2024

প্রতিদিনই বড় হচ্ছি;
যন্ত্রণা বুঝি!
তবে বোঝাতে পারিনা!

"কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য হল ভাগ্য!"আপনি চাইলেন যা আর ভাগ্য আপনাকে দিল ঠিক তার উল্টোটা।
25/12/2023

"কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য হল ভাগ্য!"
আপনি চাইলেন যা আর ভাগ্য আপনাকে দিল ঠিক তার উল্টোটা।

25/12/2023

একবার বাড়ি ছাড়লে; এই বাড়িতে মেহমান হয়েও আসা হবে না!
#পুরুষ

25/12/2023

সময় আপনাকে আটকাতে পারবেনা, তবে আপনি মাঝে মধ্যে ঠিকি সময়ের জন্য আটকে যাবেন!

25/12/2023

"কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য ভাগ্য!"
আপনি চাইলেন একটা; ভাগ্য দিল উল্টোটা!

02/11/2023
Core of Heart !!
25/10/2023

Core of Heart !!

সময়ের ভাবনা!
21/10/2023

সময়ের ভাবনা!

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর ব...
27/08/2023

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--

১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।

নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।

২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।

৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।

আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!

৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।

সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ,জয় বাংলা নিয়ে আমাদের কত গর্ব !

©

"লেখার প্রয়োজনে অনেক কিছুই বলি। তবে আমি একজন; একজনারি।"
18/08/2023

"লেখার প্রয়োজনে অনেক কিছুই বলি। তবে আমি একজন; একজনারি।"

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gazi Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi Bhai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share