Abdullah Al Jinan

Abdullah Al Jinan IS THE FACEBOOK PAGE CREATED ESPECIALLY FOR TECH LOVER.HERE YOU WILL FIND THE LATEST TECH VEDIO,

03/02/2025

ধাঁধা
জল পাহাড়ের জন্ম তার লোকালয়ে বাস
জলের ছোঁয়ায় মিলিয়ে যায় একি সর্বনাশ
পারলে উত্তর দেন

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)
13/02/2024

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া।
-ইমাম শাফেয়ী (রাহিঃ)

11/02/2024
18/09/2023

“যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়।” [সহীহ বুখারী]
– হযরত মুহাম্মদ (সাঃ)

18/09/2023

“পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)

18/09/2023

“হযরত রাসুল (স.) দেখলেন মসজিদে দু’টি দল বসে আছে; একট দল ইসলামি জ্ঞানচর্চায় ব্যস্ত এবং অপরটি আল্লাহর নিকট প্রার্থনা ও মুনাজাতে ব্যস্ত। আল্লাহর নবী (স.) বললেন : উভয় দলই আমার পছন্দের, কিন্তু জ্ঞানচর্চাকারী দলটি প্রার্থনায়রত দলটি অপেক্ষা শ্রেষ্ঠ। আর আমি মহান আল্লাহর পক্ষ হতে মানুষকে শিক্ষা দানের লক্ষ্যে প্রেরিত হয়েছি। অতঃপর মহানবী (স.) জ্ঞানচর্চাকারী দলটিতে যেয়ে বসলেন।” [বিহারুল আনওয়ার, খণ্ড ১, পৃ. ২০৬]
– হযরত মুহাম্মদ (সাঃ)

18/09/2023

“আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।” [সহীহ বুখারী]
– হযরত মুহাম্মদ (সাঃ)

13/09/2023

“সালাত জান্নাতের চাবি।”
শব্দার্থ : সালাত– নামায। জান্নাত– বেহেশত।
– হযরত মুহাম্মদ (সাঃ)

13/09/2023

“শ্রেষ্ঠ কথা চারটি :
ক) সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র।
খ) আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর।
গ) লা–ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।
ঘ) আল্লাহু আকবর – আল্লাহ মহান।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)

13/09/2023

“আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)

13/09/2023

“জান্নাতের চাবি হলো– ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’ এ সাক্ষ্য দেয়া।”
শব্দার্থ : ‘ইলাহ’ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।
– হযরত মুহাম্মদ (সাঃ)

29/04/2023

🌸🦋🌸আকাশের দিকে তাকিয়ে নিজের
কষ্টগুলো আল্লাহর কাছে বলা সুন্নত-🌸
😊😊

Address

Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Jinan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Jinan:

Share