30/10/2025
আপনি যদি ভাবেন,
মাকে মানসিকভাবে ভেঙে দিয়ে সন্তানকে সুখে রাখবেন,
তাহলে ভুল করছেন আপনি।
মা শান্ত না থাকলে ঘর কখনো শান্ত হয় না,
মা যদি ক্লান্ত হয়—সন্তানও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে।
মাকে একটু বোঝুন, একটু শুনুন,
মাকে ভালো রাখুন—
কারণ একজন সুখী মা-ই পারে
একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে।
সংগৃহীত পোস্ট।
゚viralシalシ