Mind Spark

Mind Spark Sharing Different type of videos to inspire learning every day!

01/09/2025
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (pgcb) এর স্টেশন অ্যাটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫
30/08/2025

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (pgcb) এর স্টেশন অ্যাটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

14/08/2025

💥১৯তম শিক্ষক নিবন্ধন;মেগা পোস্ট!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎯১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য(বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা)সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন একসাথে!!

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক।

📌আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আর স্কুল পর্যায় -২ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে।

📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

✅প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়।

✅পরবর্তীতে পাস করা প্রার্থীদের ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

📌চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ ৩বছর থাকবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ ও জয়েনিং এর পদ্ধতিঃঃ
____________________________

নিবন্ধন প্রিলি লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট দেয়া হয় NTRCA থেকে।

📌NTRCAবেসরকারি শিক্ষক নিবন্ধনের বেতন ও অন্যান্য সুবিধাসমূহঃ-
____________________

>>> লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

১। মূল বেতনঃ ২২,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=
১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
১। মূল বেতন ৩৫,০০০/=
২। বাড়িভাড়া ১০০০/=
৩। চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোটঃ ৩৬,৫০০/=
প্রিন্সিপাল হলে
১। বেতন ৫০,০০০/=
২। বাড়িভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/=

>>> সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

১। মূল বেতনঃ ১২,৫০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=
যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে
১। মূল বেতন ১৬,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=
নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

>>>>জুনিয়র শিক্ষকঃ স্কুল-২ (১৬ গ্রেড)

১। মূল বেতনঃ ৯,৩০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=

📌অন্যান্য সুবিধাঃ
_______________

®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫০% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
®এছারাও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজে নিয়োগ পাবেন।
®মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
®দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
®এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু ______নম্বর বন্টনঃঃ
বাংলা -----------২৫
ইংরেজি -----------২৫
গণিত -------------২৫
সাধারণ জ্ঞান____২৫
___________________
মোট _________১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

✍️শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

>>স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আপনার অনার্সের পঠিত বিষয়ের উপরে ৩ ঘন্টায় ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

>>স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা ও ইংরেজি এর উপরে ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে।

>>এই পরীক্ষাগুলোর জন্য বাজারে আলাদা লিখিত গাইড বই কিনতে পাওয়া যায়।

✍️শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার সিলেবাসঃঃ
______________________
>>ভাইবা পরীক্ষা হয় ২০ নাম্বারের। যার মধ্যে ১২ নম্বর থাকে সার্টিফিকেটের উপরে।

>>বাকি নাম্বারের প্রস্তুতির জন্য যা পড়তে হবেঃ

=নিজের সম্পর্কে
=নিজের জেলা সম্পর্কে
=নিজের অনার্সের পঠিত বিষয় সম্পর্কে
=বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
=নিজ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে
=বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলের চলমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে।

>>>ভাইভা অনুষ্ঠিত হবার স্থানঃ
শিক্ষক নিবন্ধন ভাইভা সাধারণত ঢাকায় এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এর অবস্থান হলো বোরাক টাওয়ার, বাংলা মোটর ঢাকা।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

Copy

05/08/2025

49 বিসিএস প্রাণিবিদ্যা সাবজেক্ট এর জন্য প্রশ্ন
প্রধান প্রাণি পর্ব ও শ্রেণিবিন্যাস

1. প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
**উত্তর:** আর্থ্রোপোডা

2. যে পর্বে কাঁটার মত ত্বক থাকে তা কী?
**উত্তর:** একাইনোডারমাটা

3. গোলকৃমি কোন পর্বে পড়ে?
**উত্তর:** নিম্যাটোডা

4. সেগমেন্টযুক্ত কেঁচো কোন পর্বের?
**উত্তর:** অ্যানেলিডা

5. বাহ্যিক কঙ্কালযুক্ত প্রাণী কোন পর্বে?
**উত্তর:** আর্থ্রোপোডা

6. প্রাপ্তবয়স্ক একাইনোডারমাটায় কেমন সমমিতি থাকে?
**উত্তর:** রেডিয়াল

7. মাকড়সা কোন পর্বের অন্তর্ভুক্ত?
**উত্তর:** আর্থ্রোপোডা

8. গ্যাস্ট্রোপোডা শ্রেণি কোন পর্বের অন্তর্গত?
**উত্তর:** মলাস্কা

9. মাছ, উভচর, সরীসৃপ কোন পর্বের?
**উত্তর:** কর্ডাটা

10. জীববিজ্ঞানে প্রাচীনতম প্রাণী পর্ব কোনটি?
**উত্তর:** পোরিফেরা

11. দ্বিস্তরী প্রাণী কোন দুটি পর্বে পাওয়া যায়?
**উত্তর:** নিডারিয়া ও কটেনোফোরা

12. টিউনিকাটা কোন পর্বের উপপর্ব?
**উত্তর:** কর্ডাটা

13. সিফালোকর্ডাটা শ্রেণি কোন পর্বে পড়ে?
**উত্তর:** কর্ডাটা

14. পাখি (Aves) কোন পর্বের অন্তর্গত?
**উত্তর:** কর্ডাটা

15. ব্যাঙ কোন শ্রেণিতে পড়ে?
**উত্তর:** অ্যামফিবিয়া

16. স্তন্যপায়ী প্রাণী কোন শ্রেণিতে পড়ে?
**উত্তর:** ম্যামেলিয়া

17. যুক্ত পা এবং খোলা রক্ত সংবহন ব্যবস্থাযুক্ত পর্ব?
**উত্তর:** আর্থ্রোপোডা

18. সত্য কোয়েলোম যুক্ত ও রেডিয়াল সমমিতির পর্ব?
**উত্তর:** একাইনোডারমাটা

19. সেগমেন্টযুক্ত, ত্রিস্তরী প্রাণী কোন পর্বে?
**উত্তর:** অ্যানেলিডা

20. শামুক ও অক্টোপাস কোন পর্বে?
**উত্তর:** মলাস্কা

---

# # c) **Entamoeba, Paramecium, Eimeria এর গঠন ও জীবনচক্র**

21. **Entamoeba histolytica** এর খাদ্যগ্রাহী রূপ কোনটি?
**উত্তর:** ট্রফোজোয়াইট

22. Entamoeba কী দিয়ে চলাচল করে?
**উত্তর:** ছদ্মপদ (Pseudopodia)

23. পরিপক্ব সিস্টে কয়টি নিউক্লিয়াস থাকে?
**উত্তর:** চারটি

24. সিস্টের দেয়াল কোন পদার্থ দিয়ে তৈরি?
**উত্তর:** কাইটিন

25. Entamoeba কোন পর্বে পড়ে?
**উত্তর:** অ্যামিবোজোয়া

26. প্রিসিস্ট ধাপের আনুমানিক আকার কত মাইক্রোমিটার?
**উত্তর:** ১০–২০

27. Eimeria সংক্রমণ কীভাবে ছড়ায়?
**উত্তর:** মল-মুখ পথ

28. Sporulated oocyst এ কয়টি স্পোরোসিস্ট থাকে?
**উত্তর:** চারটি

29. প্রতিটি স্পোরোসিস্টে কয়টি স্পোরোজোয়াইট থাকে?
**উত্তর:** দুটি

30. Paramecium কী দিয়ে চলাচল করে?
**উত্তর:** সিলিয়া

31. Paramecium কী দিয়ে খাদ্য গ্রহণ করে?
**উত্তর:** মুখ ছিদ্র (Oral groove)

32. Paramecium এর খাদ্য শোষণ চলাচল কী নামে পরিচিত?
**উত্তর:** সাইক্লোসিস

33. সিলিয়ার বিপরীত গতি সৃষ্টি করে কী প্রতিক্রিয়া হয়?
**উত্তর:** এড়ানো প্রতিক্রিয়া (Avoidance)

34. Paramecium কীভাবে সাঁতরে চলে?
**উত্তর:** সর্পিল পথে (Spiral)

35. Paramecium এর দৈর্ঘ্য কত মিমি?
**উত্তর:** ০.০৬–০.৩

36. Paramecium এর আবরণ গঠনে দুটি উপাদান – অ্যাভিওলি ও \_\_\_?
**উত্তর:** ইপিপ্লাজম

37. Entamoeba তে কোন অঙ্গানু অনুপস্থিত থাকে?
**উত্তর:** মাইটোকন্ড্রিয়া

38. Entamoeba এর নিউক্লিয়াসের কেন্দ্রে কী থাকে?
**উত্তর:** ক্যারিওসম

39. কোন ধাপে ক্রোমাটয়েড দেহ থাকে?
**উত্তর:** সিস্ট

40. Eimeria এর যৌন প্রজনন ধাপের নাম?
**উত্তর:** গ্যামেটোগনি
41. পোরিফেরা পর্বের প্রাণীদের গঠন কেমন?
**উত্তর:** ছিদ্রযুক্ত

42. নিডারিয়া পর্বের চলাচলের অঙ্গ?
**উত্তর:** টেন্টাকল

43. প্ল্যাটিহেলমিনথেস দেহ গঠন কেমন?
**উত্তর:** চ্যাপ্টা

44. নিম্যাটোডার দেহ গঠন কেমন?
**উত্তর:** নলাকার

45. অ্যানেলিডার চলন অঙ্গ?
**উত্তর:** সেটা

46. মলাস্কা দেহ আবরণ কী?
**উত্তর:** খোলস

47. নিডারিয়া পর্বে পলিপ ও \_\_\_ রূপ থাকে।
**উত্তর:** মেডুসা

48. পোরিফেরা পর্বে জল পরিবহন কী নামে পরিচিত?
**উত্তর:** ক্যানাল সিস্টেম

49. নিডারিয়া দেহগাত্রে কোষের নাম?
**উত্তর:** নিডোব্লাস্ট

50. নিডারিয়া কোষে বিষধর অঙ্গ?
**উত্তর:** নিডোসিস্ট

51. প্ল্যাটিহেলমিনথেস শ্বাসক্রিয়া কীভাবে?
**উত্তর:** চামড়া দিয়ে

52. অ্যানেলিডা পর্বে রক্ত চলাচল কেমন?
**উত্তর:** বন্ধ

53. আর্থ্রোপোডা রক্ত রং?
**উত্তর:** নীল

54. আর্থ্রোপোডার দেহ বিভক্ত কয় ভাগে?
**উত্তর:** তিন

55. আর্থ্রোপোডার শ্বাস অঙ্গ?
**উত্তর:** ট্র্যাকিয়া

56. মলাস্কায় শ্বাস অঙ্গ?
**উত্তর:** গিল

57. একাইনোডারমাটা দেহ কাঠামো কী?
**উত্তর:** ক্যালকিয়ারাস প্লেট

58. একাইনোডারমাটা চলন অঙ্গ?
**উত্তর:** টিউব ফুট

59. কর্ডাটার অনন্য বৈশিষ্ট্য?
**উত্তর:** নোটোকর্ড

60. কর্ডাটায় পরিণত হলে কি গঠিত হয়?
**উত্তর:** মেরুদণ্ড

61. কর্ডাটায় পেছনে কি থাকে?
**উত্তর:** পোস্ট অ্যানাল টেইল

62. কর্ডাটার স্নায়ুতন্ত্র কেমন?
**উত্তর:** পৃষ্ঠীয়

63. কর্ডাটার হৃদযন্ত্র অবস্থান?
**উত্তর:** বৃক্কীয়

64. কর্ডাটায় শ্বাস রন্ধ্র থাকে কোন ধাপে?
**উত্তর:** ভ্রূণ

65. পাখি ও স্তন্যপায়ী প্রাণী গরম রক্তবিশিষ্ট অর্থাৎ?
**উত্তর:** হোমিওথার্মিক

66. সরীসৃপ ও উভচর তাপের দিক থেকে?
**উত্তর:** পইকিলোথার্মিক

67. মাছের শ্বাস অঙ্গ?
**উত্তর:** গিল

68. উভচরের চলাচলের অঙ্গ?
**উত্তর:** পা

69. স্তন্যপায়ীদের প্রধান বৈশিষ্ট্য?
**উত্তর:** দুধগ্রন্থি

70. পাখির দেহ আবরণ?
**উত্তর:** পালক

---

# # # # c) Entamoeba, Paramecium, Eimeria (71–100)

71. Entamoeba কোন ধরনের পরজীবী?
**উত্তর:** অন্ত্রপরজীবী

72. Entamoeba কী রোগ সৃষ্টি করে?
**উত্তর:** আমাশয়

73. কিসের মাধ্যমে Entamoeba দেহে প্রবেশ করে?
**উত্তর:** দূষিত জল

74. Entamoeba কোন ধাপে সংক্রমণ করে?
**উত্তর:** সিস্ট

75. সিস্ট কোথায় টিকে থাকে?
**উত্তর:** মল

76. Entamoeba প্রজননের ধরণ?
**উত্তর:** দ্বিখণ্ডন

77. Entamoeba-এর নিউক্লিয়াস সংখ্যা সিস্টে?
**উত্তর:** চার

78. Paramecium রচনা কেমন?
**উত্তর:** জটিল

79. Paramecium-এর খাদ্য কি?
**উত্তর:** ব্যাকটেরিয়া

80. Paramecium দেহে পুষ্টির অঙ্গ?
**উত্তর:** খাদ্য শূণ্যতা

81. Paramecium এর বর্জ্য নির্গমন অঙ্গ?
**উত্তর:** সাইটোপিজেল

82. Paramecium-এর বংশবৃদ্ধির পদ্ধতি?
**উত্তর:** দ্বিখণ্ডন

83. Paramecium যৌন প্রক্রিয়া কী?
**উত্তর:** কনজুগেশন

84. Paramecium-এর নিউক্লিয়াস কয় প্রকার?
**উত্তর:** দুই

85. বড় নিউক্লিয়াস নাম?
**উত্তর:** ম্যাক্রোনিউক্লিয়াস

86. ছোট নিউক্লিয়াস নাম?
**উত্তর:** মাইক্রোনিউক্লিয়াস

87. Eimeria কোন প্রাণীতে সংক্রমণ বেশি?
**উত্তর:** হাঁস-মুরগি

88. Eimeria এর রোগের নাম?
**উত্তর:** ককসিডিওসিস

89. Eimeria সংক্রমণ রোধের উপায়?
**উত্তর:** পরিষ্কার-পরিচ্ছন্নতা

90. Eimeria কোন পরজীবী শ্রেণি?
**উত্তর:** স্পোরোজোয়া

91. Eimeria এর উন্নত পর্যায়ের নাম?
**উত্তর:** স্পোরুলেটেড

92. Eimeria জীবচক্রের ধাপ কয়টি?
**উত্তর:** তিন

93. Eimeria-এর যৌন ধাপের নাম?
**উত্তর:** গ্যামেটোগনি

94. Eimeria-এর নির্দিষ্ট কোষ আক্রান্ত করে কোন কোষ?
**উত্তর:** অন্ত্রকোষ

95. Paramecium কীভাবে পানিতে চলাচল করে?
**উত্তর:** সিলিয়া

96. Paramecium এর পানিশোষণ অঙ্গ?
**উত্তর:** কন্ট্রাকটাইল ভ্যাকুয়োল

97. Entamoeba-তে খাদ্য হজম কোথায়?
**উত্তর:** খাদ্য ভ্যাকুয়োল

98. Eimeria সংক্রমণে মূল ক্ষতি হয় কোথায়?
**উত্তর:** অন্ত্র

99. Entamoeba দেহের কোন অঙ্গ আক্রান্ত করে?
**উত্তর:** বৃহৎ অন্ত্র

100. Paramecium কোথায় বেশি দেখা যায়?
**উত্তর:** মিঠা জল

29/07/2025

খাদ্য অধিদপ্তর (dgfood) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ

27/07/2025

এক সময়ের কথা। গ্রামে একজন বিখ্যাত সাপুড়ে ছিল। তার নাম রুহান। প্রতিদিন সে বিষধর সাপ ধরে, খেলা দেখায়, মানুষকে মুগ্ধ করে।

একদিন এক দর্শক তাকে জিজ্ঞেস করল,
— “তোমাকে তো অনেক সাপ কামড়ায়, তবু তুমি মরো না কেন?”

রুহান হেসে বলল,
— “যে বারবার বিষের মুখোমুখি হয়, সে একসময় বিষেই অভ্যস্ত হয়ে পড়ে। এই বিষ তার ক্ষতি করতে পারে না।”

এই কথা শুনে অনেকেই অবাক হয়।

🌿 ঠিক তেমনি, কিছু মানুষ আছে, যাদের বারবার অবহেলা, অপমান, কষ্ট দেওয়া হয়। কিন্তু তারা তাতে ভেঙে পড়ে না।

তারা হেসে হেসে সেই অবহেলাকেও সহ্য করে।
কারণ বারবার অবহেলায় তারা অভ্যস্ত, তারা ভাঙে না, গড়ে উঠে।

একদিন সেই মানুষরাই নিজের শক্তি দিয়ে প্রমাণ করে—অবহেলা তাদের দুর্বল করে না, বরং শক্তি দেয়।

#অবহেলা #অবহেলাকরোনা

মা নিজের স্বপ্ন ত্যাগ করে সন্তানের জন্য জীবন গড়ার ইট গাঁথে।
26/07/2025

মা নিজের স্বপ্ন ত্যাগ করে সন্তানের জন্য জীবন গড়ার ইট গাঁথে।

26/07/2025

New blog

এক সময়ের কথা। গ্রামে একজন বিখ্যাত সাপুড়ে ছিল। তার নাম রুহান। প্রতিদিন সে বিষধর সাপ ধরে, খেলা দেখায়, মানুষকে মুগ্ধ করে।এক...
26/07/2025

এক সময়ের কথা। গ্রামে একজন বিখ্যাত সাপুড়ে ছিল। তার নাম রুহান। প্রতিদিন সে বিষধর সাপ ধরে, খেলা দেখায়, মানুষকে মুগ্ধ করে।

একদিন এক দর্শক তাকে জিজ্ঞেস করল,
— “তোমাকে তো অনেক সাপ কামড়ায়, তবু তুমি মরো না কেন?”

রুহান হেসে বলল,
— “যে বারবার বিষের মুখোমুখি হয়, সে একসময় বিষেই অভ্যস্ত হয়ে পড়ে। এই বিষ তার ক্ষতি করতে পারে না।”

এই কথা শুনে অনেকেই অবাক হয়।

🌿 ঠিক তেমনি, কিছু মানুষ আছে, যাদের বারবার অবহেলা, অপমান, কষ্ট দেওয়া হয়। কিন্তু তারা তাতে ভেঙে পড়ে না।

তারা হেসে হেসে সেই অবহেলাকেও সহ্য করে।
কারণ বারবার অবহেলায় তারা অভ্যস্ত, তারা ভাঙে না, গড়ে উঠে।

একদিন সেই মানুষরাই নিজের শক্তি দিয়ে প্রমাণ করে—অবহেলা তাদের দুর্বল করে না, বরং শক্তি দেয়।

🎭 শেষ কথা:

“সবাইকে ছোট করে ভাবো না। কেউ বিষে মরলেও কেউ বিষেই জীবন খুঁজে পায়।”

#অবহেলা #অবহেলাকরোনা

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Spark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share