14/08/2025
💥১৯তম শিক্ষক নিবন্ধন;মেগা পোস্ট!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎯১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য(বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা)সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন একসাথে!!
📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।
✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________
📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক।
📌আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।
📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।
✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃ
________________________
📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আর স্কুল পর্যায় -২ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।
📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।
📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।
📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।
📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________
📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে।
📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।
✅প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়।
✅পরবর্তীতে পাস করা প্রার্থীদের ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
📌চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ ৩বছর থাকবে।
✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ ও জয়েনিং এর পদ্ধতিঃঃ
____________________________
নিবন্ধন প্রিলি লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট দেয়া হয় NTRCA থেকে।
📌NTRCAবেসরকারি শিক্ষক নিবন্ধনের বেতন ও অন্যান্য সুবিধাসমূহঃ-
____________________
>>> লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)
১। মূল বেতনঃ ২২,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=
১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
১। মূল বেতন ৩৫,০০০/=
২। বাড়িভাড়া ১০০০/=
৩। চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোটঃ ৩৬,৫০০/=
প্রিন্সিপাল হলে
১। বেতন ৫০,০০০/=
২। বাড়িভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/=
>>> সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
১। মূল বেতনঃ ১২,৫০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=
যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে
১। মূল বেতন ১৬,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=
নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)
>>>>জুনিয়র শিক্ষকঃ স্কুল-২ (১৬ গ্রেড)
১। মূল বেতনঃ ৯,৩০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=
📌অন্যান্য সুবিধাঃ
_______________
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫০% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
®এছারাও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজে নিয়োগ পাবেন।
®মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
®দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
®এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।
✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________
📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।
বিষয়বস্তু ______নম্বর বন্টনঃঃ
বাংলা -----------২৫
ইংরেজি -----------২৫
গণিত -------------২৫
সাধারণ জ্ঞান____২৫
___________________
মোট _________১০০
📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।
📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________
📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।
✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________
💥বাংলা – ২৫
_____________
১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
২)বাগধারা ও বাগবিধি
৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ
৪)যথার্থ অনুবাদ
৫)সন্ধি বিচ্ছেদ
৬)কারক বিভক্তি
৭)সমাস ও প্রত্যয়
৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ
৯)বাক্য সংকোচন
১০)লিঙ্গ পরিবর্তন
💥ইংরেজি – ২৫
______________
1) Sentences
2)Translation from Bengali to English
3)Change of Parts of Speech
4)Right forms of verb
5)Fill in the blanks with appropriate word
6)Transformation of sentences
7)Synonyms & Antonyms
8)Idioms & Phrases
📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।
💥সাধারণ গণিত – ২৫
___________________
১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।
২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ
💥সাধারণ জ্ঞান-২৫
__________________
১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান
৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।
৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।
৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।
✍️শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________
>>স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আপনার অনার্সের পঠিত বিষয়ের উপরে ৩ ঘন্টায় ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
>>স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা ও ইংরেজি এর উপরে ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে।
>>এই পরীক্ষাগুলোর জন্য বাজারে আলাদা লিখিত গাইড বই কিনতে পাওয়া যায়।
✍️শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার সিলেবাসঃঃ
______________________
>>ভাইবা পরীক্ষা হয় ২০ নাম্বারের। যার মধ্যে ১২ নম্বর থাকে সার্টিফিকেটের উপরে।
>>বাকি নাম্বারের প্রস্তুতির জন্য যা পড়তে হবেঃ
=নিজের সম্পর্কে
=নিজের জেলা সম্পর্কে
=নিজের অনার্সের পঠিত বিষয় সম্পর্কে
=বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
=নিজ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে
=বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলের চলমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে।
>>>ভাইভা অনুষ্ঠিত হবার স্থানঃ
শিক্ষক নিবন্ধন ভাইভা সাধারণত ঢাকায় এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এর অবস্থান হলো বোরাক টাওয়ার, বাংলা মোটর ঢাকা।
📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।
📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️
Copy