Mohammad Fazlulkarim

Mohammad Fazlulkarim Dally Vlog Inshaallah �
(8)

05/11/2025

🕋 মুসলমান হিসেবে যেসব বিষয় না জানা লজ্জাজনক ⤵️

🕊️ ইসলামের মৌলিক অর্থ ও পরিচয়

ইসলাম (إسلام) অর্থ — শান্তি বা আত্মসমর্পণ (আল্লাহর আদেশের প্রতি)।

মুসলিম (مسلم) অর্থ — যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করেছে।

নবী মুহাম্মদ ﷺ — পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল।

“মুহাম্মদ” অর্থ — যিনি বারবার প্রশংসিত।

🌿 মুসলমানদের আদি পিতা
হযরত আদম (আঃ) — প্রথম মানুষ ও প্রথম নবী।

📖 আল-কুরআনের শ্রেষ্ঠ আয়াত

আয়াতুল কুরসি — (সূরা আল-বাকারা, আয়াত ২৫৫)
এটি আল্লাহর মহিমা, ক্ষমতা ও সার্বভৌমত্বের অসাধারণ বর্ণনা দেয়।

> “আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব, সকল কিছুর ধারক ও পালনকর্তা…”

✨ ইসলামের ৫টি ভিত্তি

১️⃣ কালেমা (ঈমান) — “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।”
২️⃣ নামাজ (সালাত) — দৈনিক ৫ ওয়াক্ত ফরজ নামাজ।
৩️⃣ রোজা (সাওম) — রমজান মাসে ফরজ রোযা রাখা।
৪️⃣ যাকাত (Zakat) — সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে দান করা।
৫️⃣ হজ্জ (Hajj) — সামর্থ্যবানদের জন্য জীবনে একবার কাবা ঘর জিয়ারত করা।

✨মুমিন হতে হলে ৭টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস রাখা আবশ্যক

১️⃣ আল্লাহ তায়ালা — একমাত্র উপাস্য ও সৃষ্টিকর্তা।
২️⃣ ফেরেশতাগণ — আল্লাহর সৃষ্টি যারা তাঁর আদেশ পালন করেন।
৩️⃣ আসমানি কিতাবসমূহ — তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআনুল কারিম।
৪️⃣ নবী-রাসুলগণ — আল্লাহ প্রেরিত দূতগণ।
৫️⃣ আখিরাত (পরকাল) — মৃত্যুর পরের জীবন।
৬️⃣ তাকদির (ভাগ্য) — সব ভালো-মন্দ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়।
৭️⃣ মৃত্যুর পর পুনরুত্থান — মৃত্যুর পর মানুষ পুনরায় জীবিত হবে এবং বিচার হবে।

🕯️ রাসুলুল্লাহ ﷺ এর বাণী
> “যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দেয়,
আল্লাহ তায়ালা তার মুখমণ্ডল উজ্জ্বল করে দিবেন।”
(তিরমিজি, হাদিস: ২৬৫৬)
🎇 সুবহানাল্লাহ!

✨ অতিরিক্ত জানা উচিত কিছু মৌলিক বিষয়

কুরআনের প্রথম সূরা: সূরা আল-ফাতিহা

সবচেয়ে বড় সূরা: সূরা আল-বাকারা

সবচেয়ে ছোট সূরা: সূরা আল-কাওসার

শেষ নবী: হযরত মুহাম্মদ ﷺ

প্রথম ওহি নাজিল হয়: হেরা গুহায়, সূরা আল-আলাক (১–৫ আয়াত)

ইসলামের প্রথম শহীদ: হযরত সুমাইয়া (রাঃ)

প্রথম খলিফা: হযরত আবু বকর (রাঃ)

মুসলমানদের কিবলা: কাবা শরীফ (মক্কা)

স্মরণীয় কথা:
🎊> “যে ব্যক্তি ইসলামের বিষয়ে জ্ঞান অর্জন করে ও অন্যকে শেখায়,
সে আল্লাহর নিকট শ্রেষ্ঠ পুরস্কার লাভ করবে।”

#ইসলাম #মুসলমান #আলকোরআন #আয়াতুলকুরসি #ঈমান #রাসুলুল্লাহ #ইসলামিকজ্ঞান #মুমিন

01/11/2025

Barishal to Jeshore

Big thanks to Lo OK, Fozlul Karim, Ismil Khan, Subroto Biswas, Merajul Islam Maruf, Neloy Chakrabarti, Emon Khan, Biplob...
01/11/2025

Big thanks to Lo OK, Fozlul Karim, Ismil Khan, Subroto Biswas, Merajul Islam Maruf, Neloy Chakrabarti, Emon Khan, Biplob Biplob

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

13/10/2025

পরিসংখ্যান
গাযাবাসী ঘরে ফিরছে, তবে সেখানে কোন ঘর নেই - আছে ধ্বংসস্তুপ। সেই ধ্বংস্তুপের পরতে পরতে স্বজন হারানোর হাহাকার।
২০ হাজারের বেশি শিশু মারা গেছে।
আড়াই হাজার শিশুর বাপ-মা কেউ বেঁচে নেই।
৪৮ হাজার শিশুর বাবা বেঁচে নেই।
৬ হাজার শিশুর মা বেঁচে নেই।
কয়েক হাজার শিশু পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকবে৷

পশ্চিমা সভ্যতার উপহার।

তুমি পাশে থাকলে সবকিছু সুন্দর মনে হয়, জীবন যেন একটা মধুর কবিতায় রূপ নেয়।
21/07/2025

তুমি পাশে থাকলে সবকিছু সুন্দর মনে হয়, জীবন যেন একটা মধুর কবিতায় রূপ নেয়।

15/07/2025

অনুভূতি আসলে ছোঁয়া যায় না, দেখা যায় না! অনুভূতি শুধু অনুভূতি দিয়েই বুঝে নিতে হয়।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Fazlulkarim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share