Badhon's World

Badhon's World HeartLess

14/07/2025

সকালে ১টা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা! শুধুমাত্র সময়ের ব্যাপার! সুতরাং অহংকার করবেন না।
🖤🖤

12/07/2025

"তোমার দেয়া কষ্ট তোমার কাছেই ফেরত আসবে ... হয়তো অন্য নামে, অন্য কোন ঠিকানা থেকে, অন্য রঙের খামে, অনেক অনেক দিন পরে ... কিন্তু ফেরত আসবেই !!

সেই ফেরত আসার খবর হয়তো আমি টের পাবো না ... কিন্তু তুমি টের পাবে ... কিছু কিছু জিনিস একদম ঠিকঠাক ফেরত আসে !!🖤

29/06/2025

মানুষ এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে!

১০৩ ডিগ্রি জ্বর টের পায় না,
কখনো কখনো কঠিন রোগ বেঁধে ফেলে- তাও টের পায় না।
ব্যাংক অকারণে টাকা কেটে নিচ্ছে, টের পায় না।
দেশী বলে চাষের মাছ দিয়ে দিচ্ছে, সেটাও টের পায় না।
কিন্তু কেউ তাকে অবহেলা করলে সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়।
🖤🖤

ভালোবাসা হচ্ছে একটি অনুভূতি🖤
26/06/2025

ভালোবাসা হচ্ছে একটি অনুভূতি🖤

21/06/2025

প্রথম দেখায় কাউকে ভালোবাসা যায় আমি তা মনে করিনা৷ তবে প্রথম মান-অভিমানে,প্রথম অনুভবে, ভদ্রতা ও ব্যাক্তিত্য বজায় রেখে দুষ্টামী,ক্ষুদ্র বিষয় নিয়ে বাক-বিতন্ড করা, প্রাণ খুলে একসাথে হাসা দীর্ঘদিনের হতাশার পর, কারো ওপর ভরসা করা যায় এ স্বস্তি থেকে ভালোবাসা হয়৷
যার কাছে কোন অতীতই লুকিয়ে রাখতে ইচ্ছে হয়না, মন খুলে হৃদয়ের শত গোপন কথা নির্ভয়ে নিশ্চিন্তে বলে দেয়া যায়৷ যার সাথে দেখা করতে গিয়ে বা এক সাথে সময় কাটাতে কোন প্রকার অপ্রস্তুত হতে হয়না, যার সাথে কথা বলতে বলতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় হুঁশ থাকে না, যে তোমার জীবনের কঠিন সময়টাতে পাশে এসে ঢাল হয়ে দাড়ায় , যে কষ্টের সময় চোখের পানি মুছে দেয় আবার সুখের সময়ে একসাথে হাসে ভালোবাসা তো তার জন্যেই৷
আমার মনে হয়না ভালোবাসা গায়ের রঙ , শরীরের গঠন বা নিঁখুত মানুষ খুঁজে হয়, ভালোবাসা তার উপরই হয় যার অন্তরাত্নার সৌন্দর্য্য তোমার অন্তরকে ছুঁয়ে যায়৷🖤🖤

19/06/2025

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলো

"হে আল্লাহ! খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেনো?"

আল্লাহ উত্তরে বললেন-

"তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘর ঢুকেছিলো তোমাকে খাবার জন্য...তাই আমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিয়েছি"

আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেন ঠিক এজন্যই যেনো তারা আমাদের ক্ষ"তির কারণ না হয়

নিশ্চয়ই আল্লাহ তা'আলা উত্তম পরিকল্পনাকারী!
🖤🖤

17/06/2025

ভালোবাসলে আগলে রাখুন। বিরহ বড় বেদনার, একবার চলে গেলে জীবিত মানুষের শোক কাটানো যায় না🖤🖤

ইনশাআল্লাহ 🖤
16/06/2025

ইনশাআল্লাহ 🖤

15/06/2025
এটাই সত্যি 🖤
13/06/2025

এটাই সত্যি 🖤

Address

Barishal

Telephone

+8801308821930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share