Badhon's World

Badhon's World HeartLess

23/09/2025

দুনিয়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে, ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর, আর ভুল হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়!

18/09/2025

মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, অথচ আমরা মনে করি, তারা আমাদের ভালোবাসে, এটাই হলো সুখ ধ্বংসের প্রথম অধ্যায়!
🖤🖤

17/09/2025

দুনিয়াতে সবচেয়ে প্রিয় থিংক হচ্ছে রিজিক,, রিজিকে থাকলে উড়ে আসবে, রিজিক এ না থাকলে দৌড়াইয়াও ধরা যাবে না!

10/09/2025

তুমি ভাবছো! তোমার আশেপাশের সবাই
তোমাকে খুব ভালোবাসে? আরে না!

তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো! তাদের কাজ করে দাও, তাদের প্রতি Effort দাও! যেদিন তুমি তাদের আশা মত কাজ করবে না! এই Effort দেওয়া বন্ধ করে দিবে! সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা! শুনতে খা'রাপ লাগলেও এটাই সত্যি!🙂

08/09/2025

নিজের জীবন সামলানোই যেখানে কঠিন, সেখানে অন্যের জীবন নিয়ে এত বিশ্লেষণ কেন?

অন্যের মেয়ের কেন এখনো বিয়ে হচ্ছে না, কার ছেলে এখনো জবলেস কে কত টাকা স্যালারি পায়, কারও ২৫-এ স্টেবল জব, কারও ৩০-এ স্ট্রাগলিং ফেইজ। কেউ মাসে লাখ টাকা আয় করছে, কেউ প্রতিদিন নিজেকে বোঝাচ্ছে “সব ঠিক হয়ে যাবে” একটা শরীরই তো, কেউ চিকন, কেউ মোটা, কেউ উঁচু, কেউ খাটো। হোয়াই অলওয়েজ জাজ? সবাই একই ছাঁচে গড়া হবে, এমন তো কোথাও লেখা নেই!

কে ছোট স্বপ্ন দেখে, কে লিমিটেশন নিয়ে এগোয়, কে নিজের মতো করে সুখ খোঁজে, এটা তো তার জার্নি, তোমার এক্সপেকটেশন না। জীবন তো সবার ভিন্ন, তবে কেন সবার স্কোরকার্ড একটাই চাই?

এভাবে কারও জীবন নিয়ে গসিপ করে সময় নষ্ট না করে, বরং একটা প্রশ্ন নিজেকে করো, হোয়াট ইজ সো পারফেক্ট ইন মাই লাইফ যে আমি অন্যকে নিয়ে ব্যস্ত?
🖤🖤

08/09/2025

--সবাই ভাবে যারা চুপচাপ থাকে তারা বুঝি খুব শক্ত,
কিন্তু সত্যি কথা হলো-ওদের ভেতরে এমন কিছু যুদ্ধ চলে,
যার শব্দ বাইরের কেউ শোনে না।

একাকীত্বের সাথে একটা অদৃশ্য সম্পর্ক গড়ে ওঠে,যেখানে নিজের সাথেই প্রতিদিন যুদ্ধ, নিজের সাথেই বোঝাপড়া।হাসিমুখের আড়ালে জমে থাকা কান্নাগুলো রাতে বালিশ ভিজিয়ে দেয়,

আর সকালে আবার মুখে পরতে হয় ভালো আছি মুখোশ।তবুও বেঁচে থাকতে হয়,কারণ কেউ জানে না আমরা কতটা ভেঙে গেছি এই ভালো আছি বলার অভিনয়ের নিচে।
🖤🖤

08/09/2025

কিছু সম্পর্ক, কিছু মানুষ, কিছু মুহূর্ত আমাদের ভেতরটা এমনভাবে বদলে দেয়—যেখানে ফিরে যাওয়া অসম্ভব, কিন্তু ভুলে যাওয়াও কষ্টকর।সব কিছু না থাকলেও চলে, কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় মনের গভীরে—নিরব, অথচ তীব্র।

বয়স যত বাড়ে, তত বুঝি~সবকিছু ঠিক হয়ে যায় না, কিছু জিনিস শুধু সহ্য করা শিখে নিতে হয়।মানুষ বদলায় না, সময় বদলে দেয় তার মুখোশ।শেষে কেবল নিজের সাথেই থাকতে শেখো, কারণ সবাই একসময় ব্যস্ত হয়ে পড়ে তোমাকে ফেলে।

🖤🖤

তুমি ছিলে আমার শেষআঘাত!এরপর আর কিছুই আমাকেস্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।মাঝরাত...
04/09/2025

তুমি ছিলে আমার শেষ
আঘাত!
এরপর আর কিছুই আমাকে
স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।
মাঝরাতের দুঃস্বপ্নের মতো
এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়,
আমি শুধু ধৈর্য্য চেয়েছি।
🖤🖤

মাঝেমধ্যে এমন হয়না?আপনি ভিতরে ভিতরে শে'ষ হয়ে যাচ্ছেন!আপনার হুটহাট বুক ফেটে কান্না আসে, আপনার চোখ ভিজে যায় আপনি কান্না আ...
03/09/2025

মাঝেমধ্যে এমন হয়না?
আপনি ভিতরে ভিতরে শে'ষ হয়ে যাচ্ছেন!

আপনার হুটহাট বুক ফেটে কান্না আসে, আপনার চোখ ভিজে যায় আপনি কান্না আটকাতে চাইলেও পারেন না। মানুষের সামনে বসে থেকেও আপনার ক'ষ্টে বুক ফে'টে যায়, আপনি একটা জায়গা খোঁজেন যেখানে একটু কান্না করতে পারবেন! কাউকে কিছু বলতে পারেন না, কান্নাও আটকাতে পারেন না!

এইসব মুহুর্তের মধ্য দিয়ে যাওয়া মানুষ গুলোর মনে শান্তি আসুক।🖤🖤

01/09/2025

পুরুষ তার প্রথম বউয়ের কাছে গুরুত্ব না পেয়ে দ্বিতীয় নারীর কাছে যায়।
তারপর বিয়ে করে🖤
এরপর প্রথম বউয়ের ভালোবাসা বেরে যায়।আর পুরুষ তার কাছে চলে যায়।
তারপর বিনা অপরাধে আর ভালোবাসার অপরাধে দ্বিতীয় নারী কষ্ট পায় সারাজীবন।
সে না পায় স্বামী আর না হয় তার সংসার।
অভাগী নারী🖤🖤

28/08/2025

মন ভাঙা মানুষগুলো চুপচাপ হয়। তারা আর কারো কাছে কিছু চায় না। কারণ তারা জানে, প্রত্যাশা মানেই ব্যথা।
তারা হাসে, কথা বলে, কিন্তু ভিতরে একটা গভীর শূন্যতা জমে থাকে। তারা কারো কাছে গিয়ে আর বলে না, আমি কষ্টে আছি।

কারণ আগেও বলেছিল, কেউ বুঝে নাই। তাই এবার কষ্টটা নিজের মতো করে বয়ে নিয়ে চলে।
🖤🖤

Address

Barishal

Telephone

+8801308821930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share