R J Mahin

R J Mahin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R J Mahin, Media, Barishal.

আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বাসি। ৩নং চড়বাড়ীয়া ইউনিয়ন শাখা ,গ্রামঃ দক্ষিণ লামচরী। ইসলামের দাওয়াতী প্রচার বা ইসলামিক মিডিয়া

থানা প্রতিনিধি সম্মেলন কাল : আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোল...
27/06/2024

থানা প্রতিনিধি সম্মেলন কাল : আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কোন চুক্তি জনগণ মানবে না - পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফত...
27/06/2024

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের
সাথে কোন চুক্তি জনগণ মানবে না
- পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের ডামী সরকারের প্রধানমন্ত্রী ভারতের কাছে মুচলেকা দিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় এসে দু’সপ্তাহের মাথায় দাসখত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছে। ওবায়দুল কাদেরের নির্বাচনের পূর্বের বক্তব্য, ‘তলে তলে সমঝোতা হয়েছে’র রহস্য জাতির কাছে সুস্পষ্ট হয়েছে। আজও সীমান্তে বাংলাদেশীকে হত্যা করছে বিএসএফ। দেশের জনগণ জীবন দিয়ে হলেও সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

পীর সাহেব চরমোনাই বলেন, লুটেরারা ব্যাংকের টাকা লুটপাট করে দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক খালি করে ফেলেছে। সরকারী আমলা, প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটের সংবাদ ক্রমেই দেশবাসীর কাছে প্রকাশ হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করার গভীর ষড়যন্ত্র চলছে। ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়কপথ এবং রেলপথ ব্যবহার করবে। বাংলাদেশের সমুদ্রসীমা গবেষণার নামে বাংলাদেশের সমুদ্র সম্পদ লুট করার জন্য সমুদ্র চুক্তি করা হয়েছে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সাথে সুনীল অর্থনীতির নামে ভারত বাংলাদেশের স্থলবন্দরগুলো বিনা শুল্কে ব্যবহার করতে চায়। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু উজার করে দিয়েই যাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে’।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যাালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিযাম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম

25/06/2024

😘ফেসবুকের প্রেম😘🥰

-- কি করছো জানু?
-- তোমার কথা ভাবছি!!
-- ও তাই! তা কি ভাবছো?
-- আমাদের সম্পর্ক তো ১০ মাস হয়ে
গেল, অথচ তোমাকে এখন পর্যন্ত
দেখলামই না।
তোমার একটা ছবি দিবে?? প্লিজ!!
-- না আমি খুব একটা সুন্দর না। তুমি
আমাকে দেখলে আমাকে আর
ভালোবাসবে না!!
আমাকে ভুলে যাবে!!
আমি তোমাকে হারাতে চাই না।
এই বলে মেয়েটা আর তার ছবি
দিলো
না ছেলেটাকে,
কারন মেয়েটি তেমন ভাল ছিলনা।
দেখতে সুন্দর ছিল না ""
"মেয়েটা মাঝে মাঝে ছেলেটার
প্রোফাইলে গিয়ে লুকিয়ে লুকিয়ে
ছেলেটার ছবি দেখতো।
ছেলেটা অনেক সুন্দর ছিলো।
"
মেয়েটা ভাবতো আমি হয়তো ওর
যোগ্য না, ইত্যাদি।
তবে মেয়েটা ছেলেটাকে খুব
ভালোবাসতো___
"
কিন্তু একদিন ছেলেটি জোর করে
মেয়েটির ছবি নিল।
"
মেয়ের ছবিটা দেখার পর ছেলেটা
আর রিপ্লাই দিল না।
"
কিছুক্ষন পর আইডি নীল থেকে কালো
হয়ে গেলো।"
মেয়েটার,,,
চোখ
থেকে
অঝর অশ্রু
ঝরতে
থাকলো!!
সে নিজেকে নানানভাবে
দোষারোপ করছিল।
"সে ভাবলো ছেলেটাকে সে
সারাজীবনের মতো হারিয়ে
ফেলেছে আর কখনো ফিরে পাবে না
ছেলেটাকে!!!
এইভাবে তিন চার দিন না খেয়ে
সারাদিন কান্না করতো মেয়ে টা।
"
"আজকে হঠাৎ করে একটা রং নাম্বার
থেকে ফোন আসলো।
" ফোন রিসিভ করে সেই চেনা কন্ঠে,
-- এই পাগলি মেয়ে তুমি না
সারপ্রাইজ পছন্দ করো??
আমি তোমার জন্য সিলেট স্টেশনে
অপেক্ষা করছি।
"
" মেয়ে টা কিছু না বলে ফোন কেটে
দিয়ে ছুটে চলে গেলো ছেলেটার
কাছে।
আর তাকে জড়িয়ে খুব কাঁদতে
থাকলো তবে এটা ছিলো খুসির
কান্না
"
" আসলে ভালোবাসা কখনো চেহারা
দেখে হয় না ☺️🤗
দুটি মনের মিলনে হয়....

মন ছুয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে নতুন গল্পের পেজটা ফলো করুন 👉 R J Mahin

Address

Barishal

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801325118038

Alerts

Be the first to know and let us send you an email when R J Mahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category