Tanu's Diary

Tanu's Diary Like please

03/05/2025

ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ এটা স্বার্থপরতা নয়, যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানাক বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত, আপনার পরিবার'ই উল্টো স্বার্থপর। নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। নইলে আজ থেকে ৬০ বছর পর একটি রুম এ একা বসে ভাববেন 'নিজের জন্য বাঁচলাম কই।

আপনার ভালোবাসা আপনার ভুল নয়, আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন। মানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন, অপেক্ষা করুন। মানুষটাকে হারাতে দিবেন না, ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে আর ফিরে পাবেন না। ভালোবাসলে লড়াই করতে হয়। চোখের পানি ফেলতে হয়।

আফসোস নিয়ে ৬০ বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরেবর!কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পাই।❤️

30/01/2025

কিছু মেয়েদের পরিবার থেকে এমনভাবে মন উঠে যায় তখন আল্লাহর কাছে একটাই চাওয়া থাকে, জীবনে এমন কাউকে সঙ্গী হিসেবে দিও যাতে বাপের বাড়ি আর না আসতে হয়!🙂

28/01/2025

যে হৃদয় টা একসময় হাসিতে ভরপুর ছিল,সে খানে আজ নীরবতার দীর্ঘশ্বাস 😅

04/12/2024

যদি কখনো শুনেন আমি আর নাই! আমায় মাফ করে দিয়েন আর মন থেকে একটু দোয়া কইরেন! ব্যাস🖤

10/08/2024

ধানমন্ডিতে ঘটে গেছে এক এবসোলিউট সিনেমা।

ট্রাফিক সামলানোর কাজ করার সময় মেয়েকে তার প্যারেন্টস এসে বাসায় যাইতে বলে। মেয়েটা যাইতে রাজি হয়নাই। আরো কিছুক্ষণ ভলান্টিয়ারি করতে চাইসিল। তখন বাপ মা ওকে মোটামুটি ইনসিস্ট করে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায়।

বাকি ভলান্টিয়াররা মিসকনসেপশানের স্বীকার হয়ে ভাবে কিড ন্যা প করা হইসে।

লাইলাতুল গু/জবের রাতে আপনাকে স্বাগতম 🙂

10/06/2023

মরার আগ পর্যন্ত অভিযোগ থেকে যাবে🫥

20/05/2023

প্রতারক, ভন্ড ও চরিত্রহীনরা মানুষকে মুগ্ধ করার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মায়।😅

20/05/2023

আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে প্রচন্ড নির্মমভাবে যন্ত্রণা দিয়ে অপরাধবোধে ভুগে না ; আমি মূলত সেদিন থেকেই মানুষ ভয় পাই।🙂

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanu's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share