03/05/2025
ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ এটা স্বার্থপরতা নয়, যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানাক বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত, আপনার পরিবার'ই উল্টো স্বার্থপর। নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। নইলে আজ থেকে ৬০ বছর পর একটি রুম এ একা বসে ভাববেন 'নিজের জন্য বাঁচলাম কই।
আপনার ভালোবাসা আপনার ভুল নয়, আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন। মানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন, অপেক্ষা করুন। মানুষটাকে হারাতে দিবেন না, ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে আর ফিরে পাবেন না। ভালোবাসলে লড়াই করতে হয়। চোখের পানি ফেলতে হয়।
আফসোস নিয়ে ৬০ বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরেবর!কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পাই।❤️