NuRses Diary

NuRses Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NuRses Diary, Digital creator, Bhola, Barishal.

11/02/2025

With Tanisha's Lifestyle – I just got recognized as one of their top fans!

26/12/2024
অনেকে বলে নার্সিং কেন পড়বো ✅Nursing কোর্স সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র সমূহ: ১. BPSC এর অধীনে General BCS এর মাধ্...
07/11/2023

অনেকে বলে নার্সিং কেন পড়বো ✅

Nursing কোর্স সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র সমূহ:

১. BPSC এর অধীনে General BCS এর মাধ্যমে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, ট্যাক্স ইত্যাদি সহ আরও গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে।

২. বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সমূহে শিক্ষকতার সুযোগ রয়েছে।

৩. নার্সিং পড়া শেষ করেই BPSC এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে ও উত্তীর্ণ হয়ে সরাসরি নার্সিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতাল এ যোগদান করার সুযোগ রয়েছে।

৪. সরকারি হাসপাতালে নার্সিং কর্মকর্তাগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৫ বছর পর দেশের বিভিন্ন নার্সিং কলেজ বা ইনস্টিটিউট এ শিক্ষকতা করার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া সরাসরি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫. WHO, UNICEF, UNFPA, ICDDRB, MSF, IOM, ACP, BRAC, RED CRESCENT সহ বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান নার্সিং কর্মকর্তা, নার্স গবেষক, নার্স কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৬. বাংলাদেশ ব্যাংকে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৭. বাংলাদেশ ইপিজেড গুলোতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৮. বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি Lieutenant হিসেবে ও নৌবাহিনীতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৯. দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এ নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

১০. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নার্সিং বিভাগে পড়ে বিভিন্ন ব্যাংকের জেনারেল ম্যানেজার, সিনিয়র অফিসার, অফিসার (জেনারেল), অফিসার (ক্যাশ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

১১. বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মের সুযোগ রয়েছে।

১২. দুর্নীতি দমন কমিশনে পরিচালক বা বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে।

১৩. বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দপ্তরে চাকুরীর সুযোগ রয়েছে।

১৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে নার্সিং কর্মকর্তা হিসেবে কর্মের সুযোগ রয়েছে।

১৫. দেশের স্বনামধন্য বড় হাসপাতালগুলোতে নার্সিং কর্মকর্তা, নার্স ম্যানেজার, নার্সিং সুপারভাইজার, নার্সিং সুপারিনটেনডেন্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে।

১৬. বিদেশে বিভিন্ন বড় বড় হাসপাতালে নার্স

খুব কষ্ট পেয়ে আর রাগান্বিত হয়ে পোস্ট করতে বাধ্য হলামঅনেক মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই নার্সদের অপছন্দ করেন। তাদের কাছে...
06/11/2023

খুব কষ্ট পেয়ে আর রাগান্বিত হয়ে পোস্ট করতে বাধ্য হলাম

অনেক মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই নার্সদের অপছন্দ করেন। তাদের কাছে নার্সিং মানে শুধু ইনজেকশন দেওয়া আর ব্যান্ডেজ করা। আর কিছু মানুষের কাছে তো নার্সিং মানেই মল-মূত্র ক্লিন করা। আবার কিছু মানুষের কাছে নার্সিং মানে ফার্স্ট এইড প্রদান করা ,নার্সিং পরে কি হয়, কি কাজে লাগে হুদাই সময় আর টাকা নষ্ট এর থেকে ভালো বিয়ে দিয়ে দেওয়া।
তো আমার প্ৰিয় ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী আসসালামু আলাইকুম। আপনারা যারা নার্সিং প্রফেশনকে এত বাজেভাবে দেখেন তারা কি জানেন আপনার ও আপনার পরিবারের সুস্থ থাকার পিছনে একজন নার্সের অবদান ঠিক কতটুকু?
আর একজন অশিক্ষিত লোক যে কোন প্রকার শিক্ষা গ্রহণ করেনাই সেও জানে জ্বর হলে পানি পট্টি দিতে হবে ,নাপা খাইতে হবে
হাত কাটলে রক্ত বের হওয়া বন্ধ করার জন্য পরিষ্কার কাপর দিয়ে বাঁধতে হবে। যেটাকে বলে প্রাথমিক চিকিৎসা/ first aid কিন্তু একজন নার্স কি শুধু এটুকুই করে?
আপনারা হয়তো জানেন না যে নার্সরা শুধু ইনজেকশন দেয়না ব্যান্ডেজ করেনা তারা ICU, CCU, NICU , Life support সব জায়গায় নার্সরাই সেবা দিয়ে থাকে। কখন কোন ওষুধ কি পরিমান দিতে হবে ,কিভাবে দিতে হবে সবই নার্সরাই করে।রাত জেগে আপনার patient কে সেবা প্রদান করে । ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সব ধরনের patient দের সামলায়। তারাও ক্লান্ত হয়, অসুস্থ হয়, তাদেরও ইচ্ছে হয় ঈদ ,ছুটি পরিবারের সাথে কাটাইতে কিন্তু আপনাদের সেবা দেয়ার জন্য তারা সব স্যাক্রিফাইস করে। কিন্তু তাও কিছু মানুষের কথা নার্সরা শুধু ইনজেকশন দেয়।
তো নার্সরা যে ইনজেকশন দেয় সেই ইনজেকশন আপনাকে দিতে বলা হইলে properly দিতে পারবেন? বডিতে insulin inject করতে বললে আপনি হয়তো বুঝবেন না vein এ দিতে হবে নাকি muscle এ। blood collect করতে বললে vein এর জায়গায় হয়তো artery তে needle insert করে blood নিতে চাইবেন। doctor যদি 2 liter oxygen দিতে বললে আপনি হয়তো অক্সিজেন মাস্ক নিয়ে চলে যাবেন।
অনেকে হয়তো পারবেন কিন্তু আমার মনে হয় যারা পারবেন তারা অবশ্যই এটাও জানেন যে নার্সরা শুধু এটুকু কাজই করেনা। আবার অনেকে হয়তো বলবেন "এগুলা না পারার কি আছে? এখন google করে সবই জানা যায় আর শিখা যায়।"
একদমই ঠিক, google করলে সবই জানা যায় শিখা যায় কিন্তু একজন নার্স যতটা perfeclty সব করবে সেটা আপনি পারবেন না । সব থেকে বড় কথা যখন কোনো patient এর condition খুবই serious থাকবে ,তার immediately treatment লাগবে তখনও হয়তো আপনি google করবেন কিন্ত একজন নার্স জানে কোন patient কে কি treatment দিতে হবে।

আর নার্স হয়ে কি লাভ?
যখন একজন নার্সের পরিবারের কেউ অসুস্থ হবে তখন কোন হসপিটালে সিট আছে সেটা নার্সদের খুঁজতে হয়না , সে সবসময় পাশে থাকতে পারে। আর যদি আপনার মেয়ে, স্ত্রী, ছেলে কেউ নার্স হয় তাহলে দেখবেন সবার কাছে অন্য রকমের একটা priority পাচ্ছেন।

ডাক্তারদের হাসপাতালের brain আর নার্সদের হাসপাতালের heart বলা হয়। আর মজার ব্যাপার হচ্ছে মানুষের brain কাজ না করলে সে বেঁচে থাকে কিন্তু কোমায় থাকে আর heart কাজ না করলে মানুষ মারা যায়।

তারপরও অনেকে হয়তো বলবেন "নার্সদের অনেক ধৈর্যশীল হইতে হয়, কিছু বললে এরকম রেগে গেলে রোগী সামলায় কেমনে!"

একজন নার্সের অনেক ধৈর্য্য। সে তার পরিবার, সংসার সামলানোসহ অনেক ধরনের রোগীদের সেবা দেয় রাত-দিন এক করে কিন্তু তারাও মানুষ তাই নিজের চিন্তা ভাবনা বদলান নার্সদের ছোট করে দেখা এবং robot ভাবা বন্ধ করুন।

নার্সিং পেশায় এলে কী কী করা যায়?একজন নার্স হাসপাতালে হেল্‌থ কেয়ার টিমের সাথে কাজ করে থাকেন এবং বিভিন্ন বয়সের এবং সম্প্র...
03/11/2023

নার্সিং পেশায় এলে কী কী করা যায়?

একজন নার্স হাসপাতালে হেল্‌থ কেয়ার টিমের সাথে কাজ করে থাকেন এবং বিভিন্ন বয়সের এবং সম্প্রদায়ের অসুস্থ বা সুস্থ মানুষের সেবা প্রদান করেন। নার্সের দায়িত্বের মধ্যে রয়েছে মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সহযোগিতা করা, অসুস্থতা বা রোগ প্রতিরোধে সাহায্য করা এবং অসুস্থ, অক্ষম ও মুমূর্ষু মানুষের যত্ন নেওয়া।
নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার সাথে জড়িত দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা বা সেবক নামে পরিচিত।

💊💉 নার্সিং এ কাজের ধরণ কী রকম?

সফল ভাবে বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরে, কাজের ক্ষেত্র ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি Staff Nurse, Senior Staff Nurse (SSN), Nursing in-charge, Nursing Supervisor, Deputy Nursing Superintendent, Nursing Superintendent হিসেবে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজে Nursing Instructor, Nursing Lecturer, Assistant Professor, Professor, Vice Principal, Principal হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
এছাড়া, নার্সিং অধিদপ্তরে Director, Deputy Director (Admin), Deputy Director (Education), Project Officer, Assistant Director (Admin), Assistant Director (Education) পদেও কাজ করতে পারেন।

এছাড়া, আপনি যদি চার বছর মেয়াদি বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করেন, তাহলে আপনি চাইলে ব্যাংক, বিসিএস ছাড়াও যেকোনো প্রতিযোগিতামূলক জবের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

💊💉 উচ্চ শিক্ষার কেমন সুযোগ রয়েছে?

চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পরে মাস্টার্স করা যায়, তারপর পিএইচডি সহ আরও উচ্চশিক্ষা গ্রহণ করা যায়।
অপরদিকে, ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পর, পোস্ট বেসিক বিএসসি রয়েছে (২বছর মেয়াদি)। তারপর যথারীতি মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ তো থাকছেই।
আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরে, পোস্ট বেসিক বিএসসি ইন মিডওয়াইফারি শুরু হয়েছে (২ বছর মেয়াদি), এরপর মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে।

💊💉 হাসপাতালে একজন নার্সের কাজসমূহ কী কী?

হাসপাতালে নার্স হিসেবে যখন আপনি জব করবেন, তখন আপনার Job Responsibilities-এর উপর নির্ভর করবে

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when NuRses Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share