Unity Of Muslim Ummah

Unity Of Muslim Ummah I am allah's remained in his earth and the avenger in his enemies. Imam muhammad al-mahadi

https://www.youtube.com/-rm9kz

03/11/2025

আলহামদুলিল্লাহ ড.নায়ক বাংলাদেশে আসছে---
ড.জাকির নায়েক পাকিস্তান সফরে এসে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে তার সফর শেষ করে-কোনো রকম সমস্যা ছাড়াই আবার মালেশিয়া ফেরত চলে গেছে সেখানে কোনো সমস্যা হয় না- সব সমস্যা আমাদের দেশেই জাকির নায়েক আসবে শুনে রাম,বাম,বিদআতি সবার চুলকানি শুরু হয়ে গেছে-যাই হোক সব বাধা পেরিয়ে ড.জাকির নায়েক হাফিয্বাহুল্লাহকে- আমাদের বর্তমান শাসক ড.ইউনুস সাহেব বাংলাদেশ সফরের অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ.তিনি ২৮ এ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন ( #ইনশাআল্লাহ )🖤🌸

03/11/2025

“হাজারো মানুষ যখন কাবার দিকে হেঁটে আসে, তওয়াফে ঘুরে বেড়ায় আল্লাহর ভালোবাসায়, তখন মনে হয়—এ যেন দুনিয়ার নয়, জান্নাতের এক অপূর্ব দৃশ্য; যেখানে প্রতিটি পদক্ষেপে হৃদয় ঝরে পড়ে ঈমানের সৌন্দর্যে।”

02/11/2025

"কাবার আঙিনায় যখন ইকামতের ধ্বনি ওঠে, তখন পৃথিবীর সব শব্দ থেমে যায়—কারণ আল্লাহর দরবারে দাঁড়ানোর ডাক এসেছে।"

02/11/2025

২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান।

02/11/2025

শুনেছি,
ডা জাকির নায়েককে আনার ব্যাপারে
সরকারের বিভিন্ন মহল ভারতের প্রেসক্রিপশন
অথবা ফিয়ারকে সামনে রেখে কাজ করছে।
যদি তাই হয়,
তবে এটি সরকারের মেরুদণ্ডহীনতার বহিঃপ্রকাশ।
মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারলে
দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো।
একটি আত্মমর্যাদা ও মেরুদণ্ডহীন সরকার
একটি রাষ্ট্রের জন্য বোঝা।

02/11/2025

“যে মুহূর্তে কেউ কাবার গিলাফ ধরে থাকে, সে আসলে দুনিয়ার সব ভার আল্লাহর হাতে তুলে দেয় — চোখে অশ্রু, মনে প্রশান্তি, আর হৃদয়ে শুধু এক নাম — আল্লাহ।” 🌙🕋

02/11/2025

“সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে, নোঙরের উপর দাঁড়িয়ে যে মানুষ নামায কায়েম করে, সে প্রমাণ করে — নামায শুধু মাটিতে নয়, আল্লাহভীতি থাকলে জোয়ার-ভাটার মাঝেও সেজদার স্থান তৈরি হয়। যখন অন্তর জেগে ওঠে ঈমানের আলোয়, তখন সমুদ্রও মসজিদ হয়ে যায়, আর নোঙর হয় তার মিম্বর।” 🕌✨

01/11/2025

হাজারও মানুষ কাবাকে স্পর্শ করতে পাগল, কারণ সেই স্পর্শে লুকিয়ে আছে ঈমানের উষ্ণতা আর আল্লাহর নিকটত্বের অশ্রু ভেজা অনুভূতি।" 🕋💖

31/10/2025

"যে শিশুটি কাবার সামনে বসে খেলে আর হঠাৎ সেজদায় পড়ে যায়, সে যেন পুরো বিশ্বের সামনে ঘোষণা দেয় — ইমান হৃদয়ে জন্মায়, বয়সে নয়।" 🌙

31/10/2025

“মাকামে ইব্রাহিম — এটি শুধু একটি পাথর নয়, বরং নবী ইব্রাহিম (আ.)-এর ত্যাগ, ঈমান ও আনুগত্যের অমর চিহ্ন; যেখানে দাড়িয়ে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, আর আজ কোটি মুসলমান সেই স্থানে দোয়া করে তাদের ঈমান নবায়ন করে।”

31/10/2025

"যে হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা জাগে, সে হৃদয় আর কোনো জাগতিক ভালোবাসায় ডুবে না—কারণ কাবা সেই ঘর, যেখানে আল্লাহর উপস্থিতি অনুভূত হয় সবচেয়ে গভীরভাবে

15/10/2025

🌿 . “পর্দাশীল জীবনসঙ্গী শুধু চোখে নয়, আত্মায় শান্তি দেয়; কারণ সে তোমাকে নয়, প্রথমে আল্লাহকে ভালোবাসে

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unity Of Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share