22/09/2025
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা একটি রাষ্ট্রের জন্মদাতা, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের ছেলেমেয়েরা কপালে লাল সবুজের পতাকা বেঁধে যে প্রতিবাদে অংশ নেয়, সে পতাকার ডিজাইনারের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
স্কুলে-কলেজে-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ে সবাই যে মধুর মমত্ববোধে গান গায় 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি', তার প্রস্তাবক ও বাস্তবায়নকারী বাংলাদেশ ছাত্রলীগ।
একুশের প্রভাতফেরীতে ভাই হারানোর গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?', বাংলাদেশ ছাত্রলীগের একজনের রচনা করা। বাংলাদেশের বৈশ্বিক অর্জন 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এর নায়কও এ সংগঠনের পূর্বসূরীরাই।
গণঅভ্যূত্থানের পথপ্রদর্শকও বাংলাদেশ ছাত্রলীগ।
এ ভূখণ্ডের 'স্বাধীনতার ইশতেহার' বাংলাদেশ ছাত্রলীগের রচনা করা। বাংলাদেশের রাজনীতিতে 'জয় বাংলা' কিংবা 'বঙ্গবন্ধু' শব্দযুগলের পথিকৃত ছাত্রলীগই।
এ সংগঠনের সদস্যরাই মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী হয়েছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্ব দিয়েছেন, গেরিলা হয়ে যুদ্ধ করেছেন, গণহত্যার শিকার হয়েছেন নির্মমভাবে।
জহির রায়হান কিংবা সত্যজিত রায়ের স্মৃতিও এ সংগঠনের ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে।
স্বাধীন দেশে সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে এক দশকের অধিক সময় লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনার কারিগরও বাংলাদেশ ছাত্রলীগ।
মৌলবাদী অপশক্তির হাতে জীবন দিয়েছে অজস্র, আবার এদেশে গণজাগরণের মিছিলের নায়কও ছাত্রলীগ।
শিক্ষার অধিকার, মানবাধিকার, ন্যায়বিচার, প্রগতি, নারীর মুক্তির জন্য এ সংগঠনের আপসহীন লড়াইয়ের ইতিহাস আছে।
এ সংগঠনের একজন সদস্য দেশরত্ন শেখ হাসিনাই বাংলাদেশ বদলের নায়ক, পচাত্তর পরবর্তী বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী। এমডিজি-এসডিজির সকল সূচক বাস্তবায়ন, মধ্যম আয়ের দেশ, ডিজিটাল বাংলাদেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, সীমান্ত ও সমুদ্রসীমার সমাধান, অবকাঠামোগত বিপ্লব, মাথাপিছু আয়ের বৃদ্ধি, আশাজাগানিয়া জিডিপি-রিজার্ভ-রেমিট্যান্স, শতভাগ বিদ্যুতায়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, স্মার্ট বাংলাদেশ কিংবা ডেল্টা প্ল্যান- সবকিছুই তার হাত ধরে।
পাওয়ার পলিটিক্স কে পলিসি পলিটিক্স এ রুপান্তর করা, মেধাভিত্তিক রাজনীতি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান, আবাসন সংকটের সমাধানের