28/12/2024
সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য কার্ড গ্রহণের সুযোগ!
==========
সরকারি কর্মচারী হাসপাতাল থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের (পরিবারের সদস্যসহ) জন্য স্বাস্থ্য কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য কার্ড গ্রহণের নিয়মাবলী
----------
১. প্রত্যয়নপত্র দাখিল:
নিজ অফিস থেকে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে।
পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হলে প্রাসঙ্গিক নথিপত্রসহ নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
২. প্রয়োজনীয় নথিপত্র:
-----------
-জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন (বাচ্চাদের ক্ষেত্রেটিকা সনদ)।
-১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি।
৩. নিবন্ধন সম্পন্ন:
--------
প্রথমে সরকারি কর্মচারীর নিবন্ধন হবে।
এরপর পরিবারের সদস্যদের নিবন্ধন করা যাবে।
৪. বিশেষ নিয়ম:
---------
পিআরএল ভোগকারী: পিআরএল আদেশের কপি ও এনআইডি জমা দিতে হবে।
অবসরপ্রাপ্ত কর্মচারী: পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও এনআইডি জমা দিতে হবে।
কার্ড গ্রহণের শেষ তারিখ:
-------------
👉 ৩১ জানুয়ারি, ২০২৫
এই সময়সীমার পর হাসপাতালের কার্ড বা প্রত্যয়নপত্র ব্যতীত সেবা প্রদান করা হবে না।
পরিবারের সদস্য হিসেবে কারা অন্তর্ভুক্ত হবেন?
-স্বামী/স্ত্রী
-ছেলে/মেয়ে (২৫ বছর বয়স পর্যন্ত বা অবিবাহিত)
-পিতা/মাতা
-শ্বশুর/শাশুড়ি
-শারীরিক/মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন নির্ভরশীল ভাই/বোন
-------
বিস্তারিত তথ্য ও ফর্ম পাওয়া যাবে নিচের লিংকে: