সুনয়না

সুনয়না যেখানে শব্দেরা চাঁদের আলোয় প্রেম লিখে যায়।প্রেমের ভাষা, অশ্রুর সুর আর মনের অনুচ্চারিত কথা।প্রতিটি বাক্য প্রেমপত্র, প্রতিটি অক্ষর হৃদয়ের স্পর্শ—এটাই সুনয়না।🌸💌
(1)

09/09/2025

04/09/2025

মুগ্ধতা রূপে নয়!
মুগ্ধতা আসে মানুষের চরিত্র ও ব্যবহারে।🌸🖤

02/09/2025

তুমি মানুষকে যতটুকু দিবে; খোদা তোমাকে তারচেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিবেন।

আনন্দ হলে আনন্দ; দুঃখ হলে দুঃখ।🫰

02/09/2025

Self রেসপেক্ট বৃদ্ধি করতে চাইলে অতিরিক্ত এক্সপ্লেইন করা বাদ দেন, আপনাকে হুদাই কেউ ভুল বুঝলে বুঝুক!আপনি প্যারা নিবেন না নিজের মধ্যে!I don't care ভাব আনেন জীবনের অর্ধেক অশান্তি কমে যাবে।🌸

01/09/2025

"তোমাকে শুধু তোমাকে চাই....
পাবো?
পাই বা না পাই— এক জীবনে শুধু তোমার কাছেই যাবো!"🌸

"আল্লাহ খারাপ মানুষদের কিছু সময় দেন, কিন্তু ছেড়ে দেন না।" — (সূরা আল-ইমরান ৩:১৭৮)🥀
25/07/2025

"আল্লাহ খারাপ মানুষদের কিছু সময় দেন, কিন্তু ছেড়ে দেন না।" — (সূরা আল-ইমরান ৩:১৭৮)🥀

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂১. মাইর খাবার পরে কাঁদলে। ২. মাইর খাবার পর না কাঁদলে। ৩. ন...
29/04/2025

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

02/09/2023

💙💙

29/06/2023

𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌃🌙🌛

17/06/2023

✌️✌️

Address

Pirojpur Sadar
Pirojpur
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share