ANik's Illuminations

ANik's Illuminations "Everything stacks between mind and matter
If you don't mind, it doesn't matter"
(5)

30/05/2025

অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। আপনি এখন দিশেহারা। কেউ কেউ চিন্তা করবে বলে পরিবারকে এ বিপর্যয়ের কথা বলেননি। পুরো চাপ একা নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে রক্তবর্ণ বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি।
ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। চাপ সইতে না পেরে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাবেন।

এ মৃত্যুগুলো যে কী ভয়াবহ কষ্টের তা বলার অপেক্ষা রাখেনা। এ ব্যাপারে বাদল সৈয়দের কিছু পরামর্শ এখানে দেয়া হলো। কাজে লাগতে পারে।

১. দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তাঁরা আজ বা কাল ব্যাপারটা জানবেনই। তাই গোপন না করে তাঁদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন।

২. প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত 'ইগো'র কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি। সেগুলো চাইলে বাদ দেয়া যায়। কম দামের বাড়িতে শিফট করুন। গাড়ি বিক্রি করে দিন। অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। কে কী বললো সেদিকে পাত্তা দিবেন না, এখন টিকে থাকাটাই মুখ্য।

৩. বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে তাও বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না। কাজ হয় তার রেজাল্টে। সেটা যেকোনো ধরনের স্কুল থেকেই করা যায়। তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে নিজে তাদের পড়াশোনা তদারক করুন।

৪. সময়টা খুব খারাপ। তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে ডাক্তারের সাথে আলাপ করুন।

৫. সমস্যা নিয়ে ভাইবোনের সাথে আলাপ করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন, তাঁকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে। ভাইবোন গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন।

৬. এ দুঃসময়ে পরিবারের সদস্যরা যুথবদ্ধ থাকুন। পরিবারের সবার সম্মিলিত আয় যদি সবার কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন। স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো। মনে রাখবেন, যে মেষ শাবক পালছুট হয়, সে-ই বাঘের কবলে পড়ে। আমি মনে করি, পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের যুথবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে।

৭. দয়া করে সমস্যার কথা বন্ধুদের বলুন। আর যেসব বন্ধুরা ভালো আছেন, তাঁরা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন। প্রয়োজনে তাঁর জন্য 'বেইল আউট' প্ল্যান করুন। সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটিকে আবার দাঁড় করিয়ে দেওয়া মোটেও অসম্ভব নয়।

৮. মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন। যেমন, ছাত্রজীবনে যিনি টিউশনি করতেন, তিনি প্রয়োজনে তাতে ফিরে যান। যাদের বাড়িতে জায়গা আছে, তাঁরা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস-মুরগি পালন করুন। বাড়ির মহিলারা সেলাই কাজ, হোম মেইড ফুড এধরণের ছোটো ছোটো উদ্যোগ নিন।অনলাইন/অফলাইনে বিক্রি করুন। সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে না।

৯. প্রতি বছর পুনর্মিলনী/ রি-ইউনিয়নের বন্যা আমরা দেখি। লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়েছে। এসব অ্যালামনাই এসোসিয়েশন প্রত্যেক সদস্যের বিপদে পাশে দাঁড়াতে পারেন। নয়ত এসব মিলনমেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে।

১০. সবশেষে বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেরপা। তাঁকে একাই লড়াই করতে হয়। এ একাকী যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন, যত্ন করুন, মায়ায় ডুবিয়ে রাখুন। তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দিন।

দশ মিনিটের বুকে ব্যথায় যিনি মারা যাচ্ছেন, তা আসলে দশ মিনিটের ব্যথা নয়, দিনের পর দিনের ব্যথা। অনিশ্চয়তার এ দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই এ ব্যথা কমবে।
__________________

27/05/2025

জীবনের ৪২টি শিক্ষা
(রেজিনা ব্রেট, ৯০ বছর বয়সে লেখা)

জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া এই মূল্যবান শিক্ষা গুলো এমন কিছু, যা আমাদের প্রত্যেকেরই অন্তত সপ্তাহে একবার পড়া উচিত।

১. জীবন সবসময় ন্যায্য হয় না, তবে তারপরও এটা সুন্দর।
২. যখন সিদ্ধান্ত নিতে পারো না, তখন ছোট একটা পদক্ষেপ নাও।
৩. জীবন খুব ছোট – তাই উপভোগ করো।
৪. অসুস্থ হলে তোমার চাকরি পাশে দাঁড়াবে না, পাশে থাকবে পরিবার আর বন্ধু।
৫. প্রতি মাসে ক্রেডিট কার্ডের দেনা শোধ করো।
৬. সব তর্কে জেতা জরুরি নয়। নিজের প্রতি সৎ থাকো।
৭. কারো সঙ্গে কাঁদো – একা কাঁদার চেয়ে তা বেশি প্রশান্তিদায়ক।
৮. প্রথম বেতন থেকেই অবসরকালীন সঞ্চয় শুরু করো।
৯. চকোলেটের প্রতি দুর্বলতা স্বাভাবিক – প্রতিরোধ করতে যেয়ো না।
১০. অতীতকে মেনে নাও, যাতে তা বর্তমানকে প্রভাবিত না করে।
১১. তোমার সন্তানদের সামনে কাঁদা ঠিক আছে।
১২. অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করো না – কারো পথচলা তুমি জানো না।
১৩. সম্পর্ক লুকিয়ে রাখতে হলে, সেটা ঠিক সম্পর্ক নয়।
১৪. গভীর শ্বাস নাও – এটা মনকে শান্ত করে।
১৫. অপ্রয়োজনীয় জিনিস ফেলে দাও – বাড়তি বোঝা জীবনকে ভারী করে।
১৬. যেটা তোমাকে ভাঙে না, সেটাই তোমাকে আরও শক্ত করে তোলে।
১৭. সুখী হতে কখনোই দেরি হয় না – এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে।
১৮. যা ভালোবাসো, তার পেছনে লেগে থাকো – “না” শুনে থেমো না।
১৯. বিশেষ দিনের জন্য কিছু রেখে দিও না – আজই বিশেষ।
২০. বেশি প্রস্তুতি নাও, তারপর প্রবাহের সঙ্গে চলো।
২১. অদ্ভুত হও এখনই – বয়সের অপেক্ষা করো না।
২২. সবচেয়ে গুরুত্বপূর্ণ 'মন' – সেখানেই সব শুরু।
২৩. তোমার সুখের দায়িত্ব একমাত্র তোমার।
২৪. প্রতিটা বিপর্যয়কে ভেবো – “৫ বছর পর এটা কি গুরুত্বপূর্ণ থাকবে?”
২৫. সবসময় জীবনকেই বেছে নাও।
২৬. ক্ষমা করো, তবে ভুলে যেও না।
২৭. অন্যরা তোমার সম্পর্কে কী ভাবে, সেটা তাদের ব্যাপার – তোমার নয়।
২৮. সময় অনেক কিছু সারিয়ে তোলে – সময়কে সময় দাও।
২৯. ভালো বা খারাপ – সব পরিস্থিতিই বদলাবে।
৩০. নিজেকে খুব বেশি গুরুত্ব দিও না – কেউ দেয় না।
৩১. অলৌকিকতার উপর বিশ্বাস রাখো।
৩২. জীবন হিসাব করে কাটিও না – প্রতিটা মুহূর্তে উপস্থিত থেকো।
৩৩. বেঁচে থেকে বার্ধক্যে পৌঁছানোই সৌভাগ্য।
৩৪. তোমার সন্তানের শৈশব একটাই – সেটা উপভোগ করো।
৩৫. জীবনের শেষে আসলে একটাই ব্যাপার গুরুত্বপূর্ণ – তুমি কতটা ভালোবেসেছিলে।
৩৬. প্রতিদিন বাইরে যাও – অলৌকিকতা চারদিকে ছড়িয়ে আছে।
৩৭. যদি সবাই তার সমস্যাগুলো এক জায়গায় রাখে, তাহলে তুমি তোমারটাই ফেরত নিতে চাইবে।
৩৮. হিংসা করে সময় নষ্ট করো না – যা আছে তাইকে গ্রহণ করো।
৩৯. সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।
৪০. যেমনই মনে হোক, উঠে দাঁড়াও, সাজো, এবং উপস্থিত থেকো।
৪১. কখনো কখনো পথ ছেড়ে দিতে জানতে হয়।
৪২. জীবন উপহারের মতো মোড়ানো না হলেও, এটা এখনো এক অনন্য উপহার।

এই উপদেশগুলো জীবনের পথে বারবার আলো দেখাবে যতবার পড়বে, ততবার নতুন কিছু শিখবে।

07/05/2025

ক্যাপশন: London Metropolitan University এর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার আমাদের বরিশালের এক্সপো প্রোগ্রামে আসছেন। তাই দেরি না করে দ্রুত আপনার সিট বুক করে ফেলুন......

📌 Book Your Seat Now 🆓 : https://shorturl.at/Uatvy

তারিখ: ১৫ই মে ২০২৫
সময়: সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা
ভেন্যু: শিল্পকলা একাডেমি, বরিশাল

Expert Education & Visa Services - Barishal

05/05/2025

✨𝗝𝗢𝗜𝗡 𝗚𝗢 𝗪𝗜𝗧𝗛 𝗘𝗫𝗣𝗘𝗥𝗧 𝗘𝗗𝗨𝗖𝗔𝗧𝗜𝗢𝗡 𝗘𝗫𝗣𝗢 𝗕𝗔𝗥𝗜𝗦𝗛𝗔𝗟 𝟮𝟬𝟮𝟱! ✨𝗠𝗘𝗘𝗧 𝗗𝗜𝗥𝗘𝗖𝗧𝗟𝗬 𝗪𝗜𝗧𝗛 𝗥𝗘𝗣𝗥𝗘𝗦𝗘𝗡𝗧𝗔𝗧𝗜𝗩𝗘𝗦 𝗙𝗥𝗢𝗠 𝗟𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 𝗔𝗨𝗦𝗧𝗥𝗔𝗟𝗜𝗔𝗡, 𝗡𝗘𝗪 𝗭𝗘𝗔𝗟𝗔𝗡𝗗, 𝗨𝗦𝗔, 𝗨𝗞, 𝗖𝗔𝗡𝗔𝗗𝗔, 𝗘𝗨𝗥𝗢𝗣𝗘𝗔𝗡 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗜𝗘𝗦 𝗧𝗢 𝗗𝗜𝗦𝗖𝗨𝗦𝗦 𝗬𝗢𝗨𝗥 𝗙𝗨𝗧𝗨𝗥𝗘 𝗔𝗡𝗗 𝗗𝗜𝗦𝗖𝗢𝗩𝗘𝗥 𝗦𝗖𝗛𝗢𝗟𝗔𝗥𝗦𝗛𝗜𝗣 𝗢𝗣𝗣𝗢𝗥𝗧𝗨𝗡𝗜𝗧𝗜𝗘𝗦 𝗢𝗙 𝗨𝗣 𝗧𝗢 𝟭𝟬𝟬%.
📌 Book Your Seat Now: https://shorturl.at/Uatvy
🎁 Exciting Raffle Draw Prizes
🎊 Win Smart Watches, Power bank and Air pod!
🚀 Meet With More Than 50+ University Representatives
🎓 Explore Study Options and Scholarships up to 100%💡 Take the First Step Toward Your Dream Career!
---
📅 Event Details:
🗓 Date: Thursday, 15 May 2025
⏰ Time: 11:00 AM - 5:00 PM
📍 Venue: Barishal Shilpakala Academy, Barishal.
---
Why Attend?
✅ FREE Entry & Exciting Gifts
✅ On-Spot Assessments & Application Fee Waivers*
✅ Post-Study Work Rights (Up to 3 Years)
✅ Scholarship Opportunities
✅ One-on-One Counseling with University Representatives
---
🎯 Exclusive Event Benefits:
🔹 Instant Assessments & Applications
🔹 Visa Assistance & Career Counseling
🔹 Scholarship Guidance & Post-Study Work Insights
---
Contact Us: 01618-000044 (Dhaka Office), 01777976797 (Barishal Office)
🌐 Visit: experteducation.com.au
📪 Dhaka Office: BTI Lake Palisade, Level-5, Road -27 [Old], Dhanmondi Dhaka - 1205, Bangladesh
📪 Barishal Office: Habibullah Mansion (3rd floor), 1005 C&B Road(Khan Road) Above Barisal Inn Hotel, South Aleqanda, Barisal-8200
📍 Location: https://shorturl.at/NvExd

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
29/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

Saying “I love you” is easy.Showing it takes work.Real love, trust, and apologies aren’t about words. They’re about what...
20/04/2025

Saying “I love you” is easy.
Showing it takes work.

Real love, trust, and apologies aren’t about words. They’re about what you do. Here’s what people often get wrong.

Some things sound right but fall apart under pressure.

👉 “I love you” without effort? Emptiness.
👉 “Trust me” without proof? Doubt.
👉 “I’m sorry” without change? Just noise.

If you want better relationships—at work or in life—live by these 3 rules:

Love = action + communication
↳ Words matter. But actions show intention.
↳ Show up, listen, express, support.

Trust = proof + consistency
↳ You build trust by being trustworthy.
↳ Be reliable. Keep promises. Mean what you say.

Apologies = changed behaviour
↳ Saying sorry isn’t the hard part.
↳ Changing is. And that’s what earns forgiveness.

You don’t build respect with good intentions—you build it with consistent effort.

📌 Your relationships won’t grow unless you do too.

“People may doubt what you say, but they will believe what you do.” — Lewis Cass.

IELTS ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৬ শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। দুটি ওরিয়েন্টেশন ক্লাস সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত জানতে...
19/04/2025

IELTS ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৬ শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। দুটি ওরিয়েন্টেশন ক্লাস সম্পূর্ণ ফ্রি।

বিস্তারিত জানতে কল করুন: ০১৭৭৭৯৭৬৭৯৭

15/04/2025

- তোমার বাবা কি করেন?
- একটি মাল্টিন্যাশনাল কোম্পানির CEO।
- ভেরি গুড, বসো।

- নেক্সট, তোমার বাবা কি করেন?
- ম্যাম, ভার্সিটির প্রফেসর।
- কোন ডিপার্টমেন্ট? নাম কি?
- ফিন্যান্স। ড. কল্লোল চৌধুরী৷
- তুমি কল্লোল স্যারের মেয়ে? স্যারকে বলো আমার কথা!

- নেক্সট, তোমার বাবা?
- এমপি।
- তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে!

- তারপর, তোমার বাবা কি করেন?
ছেলেটা মাথা নিচু করে জবাব দেয়, "ম্যাডাম, আমার বাবা একজন কৃষক।"
- অ!

সেই প্রথম দিনের পরিচয়ের পর থেকে স্যার ম্যাডামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়। কার কার বাবা টাকাওয়ালা কিংবা উচ্চপদস্থ কেউ! এরপর থেকে প্রত্যেক ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, ভাইভা, এমনকি সেমিস্টার ফাইনালেও তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়।

আর অজ পাড়াগাঁয়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার পরিচয়ে অনেকটাই পিছিয়ে যায়।

আমি যদি কোনদিন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম, তাহলে ওই চার নম্বর ছেলেটাকে একটা ধমক দিয়ে বলতাম, মাথা নিচু করে বলিস কেন তোর বাবা কৃষক? সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল, তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলিয়ে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে।
I am damn proud of my father.

তোকে ওই ভার্সিটির লেকচারার হবার দরকার নাই, তুই হবি অক্সফোর্ডের লেকচারার।
তোকে ওই ছোট কোম্পানির ছোট জবের জন্য লড়াই করতে হবে না, তুই হবি ওর চেয়ে বড় কোম্পানির শেয়ারহোল্ডার, তোর কলমের খোঁচায় ওইরকম পাঁচ-দশটা CEO'র চাকরি হবে। তুই শুধু এমপি না, তুই হবি দেশের প্রধানমন্ত্রী!"

ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়ার উদাহরণ এই দেশে একটা দুইটা না, হাজারটা। আমাদের পকেটের ব্যসার্ধ বড় করার চেয়ে, মনের ব্যসার্ধ বড় করাটা অনেক জরুরি। কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না। যে ছোট করে দেখে, সে-ই ছোট হয় বরং।

07/04/2025

আমরা ক্যারিয়ারের পিছনে দৌড়াই, অর্থসম্পদ অর্জনের জন্য অস্থির হয়ে থাকি। কারন ভালো ক্যারিয়ার ও ভালো উপার্জন হলে শান্তির একটা জীবন হবে, জীবনকে উপভোগ করতে পারবো।

আচ্ছা, এমন একজন ব্যাক্তিও কি আছে যিনি নিজের একটা চোখ, হাত, পা বা দেহের যেকোনো একটা অঙ্গের বিনিময়ে অনেক অর্থ বা ক্যারিয়ার গ্রহণ করবেন?

অবশ্যই নাই, থাকার কথাও না।

তার মানে আমরা যতই উপার্জন করি, যতই উপভোগের মাধ্যম তৈরী করি না কেন- সবকিছুর আগে উপভোগ করার মত অবস্থা ও যোগ্যতাও থাকতে হবে।

আর সেই যোগ্যতার মূল হচ্ছে শারীরিক সুস্থতা।

এক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে। যদি মনে করি সব ভুলে গিয়ে আগে উপভোগের মাধ্যম তৈরী করি পরে উপভোগের অবস্থা তৈরী করব- এটা হবে একটা চরম ভুল।

উপভোগ পরে করা যাবে, কিন্তু উপভোগ করার জন্য শারীরিক যে যোগ্যতা এটা চাইলেই যখন তখন আনা যাবে না।

টাকা হলে সমুদ্র দেখবেন, কিন্তু যদি দৃষ্টিশক্তিই না থাকে, টাকা হলেই কি তখন দৃষ্টিশক্তি পাবেন?

টাকা হলে বিশ্বের বিখ্যাত ও দামী সব খাবার খাবেন, কিন্তু খাওয়ার মত শারীরিক অবস্থাই যদি না থাকে? নিজের সন্তানকে কোলে নিয়ে ঘুরবেন, কিন্তু একটা হাত বা পা যদি না থাকে? তখন?

অর্থাৎ সুস্থ থাকলে এখন টাকাপয়সা না থাকলেও যদি কখনো সামর্থ্য হয় তখন অনেক কিছুই করা যাবে কিন্তু সুস্থ না থেকে হাজার কোটি টাকার সম্পদ হলেও সুস্থতাকে ফিরিয়ে আনা যাবেনা।

তাই আপনার ক্যারিয়ার, টাকাপয়সা, সবকিছুর উপযোগ গ্রহণ করতে হলেও মূলে প্রয়োজন শারীরিক সুস্থতা।

তাই অন্তত শারীরিকভাবে সুস্থ থাকলে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরা উচিত।

সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নেয়ামত তা আমরা সুস্থ থাকতে অনুধাবন করিনা।

কারন আমরা যেকোনো জিনিস পাওয়ার আগে এবং হারিয়ে ফেলার পরে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, থাকতে মূল্য বুঝিনা।

আমরা আবার আজকাল "আরো চাই", "সব চাই" মানসিকতার কারনে Work Life Balance করতেও ভুলে যাচ্ছি।

এক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত-
Purpose & Contribution.

প্রথমত,
আমি যার পিছনে দৌড়াচ্ছি এটার Purpose কী?

এই দৌড়ের কি কোন শেষ আছে? উদ্দেশ্য সঠিক রেখে দৌড়াচ্ছি? ভালো কিছু আসবে এতে?

নাকি শুধুই মরিচীকা দেখে ইদুর দৌড়ে দৌড়াচ্ছি আর সব হারাচ্ছি?

দ্বিতীয়ত,
আমার এত শ্রম, এত বিসর্জন, এত অস্থিরতায় অর্জন করা সম্পদ, অর্থ, ক্ষমতা - এসবকিছু আমার নিজের এবং অন্য মানুষের জীবনে কতটা Contribute করছে?

সব বিসর্জন দিয়ে শুধু উপার্জন করে আর জমিয়েই যাচ্ছি নাকি কাজেও লাগাচ্ছি?

এখন সব ভুলে গিয়ে শুধু টাকা কামাই, একসময় পরিবার ও প্রিয়জনকে নিয়ে উপভোগ করব- কিন্তু গুছিয়ে উঠতে উঠতে পরিবারটা আদৌ টিকে থাকবে তো? সব প্রিয়জন তখনো দুনিয়ায় থাকবে তো?

এখন শুধু মজুদ করি শেষ বয়সে এসে মানবকল্যানে ব্যয় করব- কিন্তু সেই সুযোগ পাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো তো? নাকি মজুদ করতে করতে সব মজুদ হয়েই থাকবে আর আমিই দুনিয়া ছেড়ে চলে যাব?

অনেককিছুই কম কম হলেও চলবে, এখন না পেলেও পরে পাওয়া যাবে- কিন্তু সময় ও সুযোগ থাকতে কিছু না করে সেই মানুষ ও সময় হারিয়ে গেলে তখন আফসোস করেও কি কিছু ফিরে পাওয়া যাবে?

আর হ্যা,
সফল হলেই সুখী হওয়া যায়না,
কিন্তু প্রতিটি সুখী মানুষই সফল।

একজন সুখী মানুষের জাগতিক অনেককিছুই না থাকতে পারে; কিন্তু যেকোনভাবে যা আছে তাতেই সুখ খুজে নিয়ে শান্তিতে থাকতে পারলে সেটাই বড় সফলতা!

Federation University Australia (FedUni) is a public university based in Victoria, Australia. 𝐖𝐡𝐲 𝐅𝐞𝐝𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 ...
13/03/2025

Federation University Australia (FedUni) is a public university based in Victoria, Australia.

𝐖𝐡𝐲 𝐅𝐞𝐝𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚?
✳Scholarship Available
✳ #1 in Victoria for Undergraduate Starting Salary
✳Top 250 Young universities in the World

Want to pursue your higher study in Abroad? Apply through Expert Education and Visa Services.
𝗪𝗵𝘆 𝗘𝘅𝗽𝗲𝗿𝘁 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 & 𝗩𝗶𝘀𝗮 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀?
⏳ Over 21 years of Industry Experience
🎓 Authorized Representative for more than 500+ education providers globally
🆓 Free Admission Services
💎 High Visa Grant rate

To know more visit our offices or book an appointment with our expert Student Counsellors.
📍 Barishal Office:Habibullah Manson (2nd floor), Above Barishal Inn Hotel, C & B Road, Barishal
📞 Call Us: 01777976797

Address

C & B Road
Barishal

Telephone

+8801722799799

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANik's Illuminations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANik's Illuminations:

Share