07/08/2025
”
জীবনকে নিয়ে কখনই কমপ্লেন করবেন না। যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন! কমপ্লেন করবেন না। এটা কেন হলো না, ওটা কেন পেলাম না, আমার কি দোষ ছিলো, আমার সাথেই এগুলো কেন ঘটছে, ও কেন এতো উন্নতি করছে (হিংসা),ও কেন ভালো আছে (হিংসা), ওকে সবাই পছন্দ করে কেন! ওর জীবন সুন্দর, আমারটা নয় কেন! - অল আর ভেরী সিলি কোশ্চেনস……সবার জীবনের সবকিছু আপনি জানেন না। বাইরে থেকে অনেক কিছুই বোঝা যায় না। পৃথিবীতে আমিই সবচেয়ে দুঃখী, এ ধারনা খুবই ভুল। জীবনে যা ঘটছে তা হয় আপনার ভুলে অথবা সৃস্টিকর্তার ইচ্ছায়। আপনার ভুলগুলোর কিছু কিছু আপনি আইডেন্টফাই করতে পারবেন, কিছু পারবেন না। যেগুলো আইডেন্টিফাই করতে পারবেন দ্রুত সংশোধন করুন, যেগুলো পারবেন না, সেগুলো খুঁজতে গিয়ে সময় নস্ট করবেন না। আর সৃস্টিকর্তা কেন আপনার সাথে এমন করছেন, তার হিসাব আপনি কোনোদিন মিলাতে পারবেন না- দ্যা ক্রিয়েটর ইজ দ্যা বেস্ট প্লানার। সুতরাং, হিসাব না করাই ভালো।
তাহলে কি করবেন?
যে কোনে পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কন্ট্রিবিউট করতে থাকুন-নিজের জীবনে, অন্যের জীবনে, সমাজে, সংসারে, পৃথিবীতে। টাকা ছাড়াও অনেকভাবে কন্ট্রিবিউশন করা যায়।যত ছোটই হোক না কেন-এভরি কন্ট্রিবিউশন কাউন্টস্। জীবনে কোনো না কোনো সময় ফল দেবে ইনশা’আল্লাহ।সব জায়গায় পজেটিভ এনার্জি তৈরী করার চেস্টা করুন। নিজের তৈরী করা যুক্তি দিয়ে বিবেচনা না করে, নিরপেক্ষ জায়গায় নিজেকে বসিয়ে জীবনকে দেখুন। অনেক কিছুই বুঝতে পারবেন আশা করি।
☄️Do good for others, it will come to you in an unexpected way,
☄️Do bad for others, it will also come to you in an unexpected way.
☄️If anyone make any damage in your life, please don’t revenge, pardon him/her. Because both of your level are not the same.