23/08/2025
আমরা এমন এক দুনিয়ায় বাস করি, যেখানে চেষ্টা করলেই সব পাওয়া যায়— এই গল্পটা খুবই জনপ্রিয়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
অনেক চেষ্টা, প্রার্থনা, কষ্টের পরেও কিছু জিনিস আমাদের হাতে আসে না। আর সেই না-পাওয়াগুলোকেই আমরা বারবার মনে করি, আঁকড়ে ধরি, কষ্ট পাই।
আসলে আমরা ভুলে যাই—
তকদিরে যা নেই, তা চাইলেও হবে না।
কিন্তু গল্পটা শুধু না-পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।
অনেক সময় আমরা জীবনে অনেক সুন্দর কিছু পেয়ে যাই— ভালোবাসা, সুযোগ, সম্পর্ক, স্বপ্ন— যা হয়তো আল্লাহর পক্ষ থেকেই ছিল এক ধরনের রহমত।
কিন্তু সেগুলোকেও আমরা অবচেতনে অবমূল্যায়ন করি। অবহেলা করি, কিংবা ভুল সিদ্ধান্তে হারিয়ে ফেলি। তারপর অনেক বছর পর হঠাৎ বুঝি— সেটাকে ধরে রাখা দরকার ছিল।
এখানেই তকদিরের আরেকটা পাঠ!
তুমি যেটা পেয়েও ধরে রাখতে পারোনি, সেটাও তকদিরের অংশ। কারণ, ভুল করাটাও আমাদের ‘লিখে রাখা’ পরীক্ষার মধ্যেই পড়ে।
একজন আল্লাহর ওলী বলেছিলেন—
“ভাগ্যে আছে যা, বুদ্ধিতে আসে তা।”
অর্থাৎ, আজ তুমি যে ভুলটা বুঝোনি— কাল একদিন ঠিকই বুঝবে। তবে তখন সেই উপলব্ধির জন্য প্রস্তুত থাকতে হবে, আফসোস নয়— শেখার জন্য।
যেমন কুরআনে আল্লাহ বলেন:
"তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো, যা তোমাদের জন্য ভালো। আর এমন কিছু পছন্দ করতে পারো, যা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।” (সূরা বাকারা ২১৬)
আমরা ভাবি, চেষ্টা করলেই ফল পাবো।
কিন্তু অনেক সময়, ফল না পাওয়াটাই হয়তো বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচার উপায়। আর কখনো ভুল করাটাই হয়ে দাঁড়ায় ভবিষ্যতের সঠিক জায়গায় পৌঁছানোর পথ।
Sometimes, the delay, the loss, even the mistake— is all part of divine alignment.
আল্লাহ আমাদের সব পরিকল্পনা জানেন। আমরা দেখি শুধু বর্তমান, আর তিনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রা।
তাওয়াক্কুল মানে হাল ছেড়ে দেওয়া নয়— বরং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।
তুমি আজ যেটা হারিয়েছো— সেটা হয়তো ঠিকই ছিল, কিন্তু তখন তোমার তা ধরে রাখার উপলব্ধি ছিল না। আর যেটা আজ পাওনি, সেটা হয়তো তোমাকে তৈরি করে তুলছে আরও বড় কিছুর জন্য।
তাই অতীতকে শুধু আফসোসের জায়গা বানিও না। সেখানেও আছে শিক্ষা, রহমত— আর কখনো কখনো, মুক্তি।
তোমার যা হবে, তা হবেই। আর যেটা হওয়ার নয়, তা শত চেষ্টা করেও হবে না। এই বিশ্বাসটাই মানুষকে পরিপক্ব করে, শান্ত করে, আর আল্লাহর সাথে কানেকশন তৈরি করে।
Because sometimes, not getting what we want is the best protection from what we can't handle.
#জীবন_চক্র