RAKU Alhamdulillah
(1)

05/06/2024

তোমাকে ভরসা করতে না পারলে ও তুমি আসবে কি আসবে না সে হিসেব ঠিক না হলেও মৃত্যু আসবেই সেই নিশ্চয়তা টুকু দেয়াই যায়। মৃত্যু কখনো জীবনে আসতে ভুল করবে না সে চরম আলিঙ্গনে বুকে জড়িয়ে নেবে অন্ততকাল ধরে কখনো দূরে সরিয়ে রাখবে না❤️🤍

21/05/2024

আমাদের জীবন একটা ট্রেন স্টেশনের মত।ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকমের ট্রেন আসে।ট্রেনের সাথে স্টেশনের ভালবাসা হয়ে যেতেই পারে।তার মানে এই না যে ট্রেনের পেছন পেছন স্টেশন টাও দৌড়াতে থাকবে।মানুষকে শেষ পর্যন্ত একলাই থাকতে হয়,অন্ধকারের মফস্বলের একলা নির্জন একটা স্টেশনটার মত....🍁

18/05/2024

ভালবাসায় পাপ কতটুকু জানি না, তবে প্রায়াশ্চিত্ত অনেক বড়। ভালবাসা কাউকে কাউকে ঋনী করে ফেলে , আর কেউ কেউ সেটা জীবন দিয়ে শোধ করে।

সস্তা ভালবাসার যুগে মানুষ ভালবাসে একজনকে, আর প্রেমে পড়ে দশ জনের। এগুলোর নাম দিয়েছে ক্র্যাশ। ভালবাসা ছুটে গেলে এগুলোর দিকে হাত বাড়ায়। এই ক্র্যাশের যুগেও আপাত কঠিন কিছু মানুষ থাকে। এরা lock সিস্টেমে ভালবাসে। শুধু বাসতেই জানে, ভুলতে শিখে না। এরা হয়ত দার্শনিক হয়ে যায়, নয়ত মাঝ রাতে হুটহাট করে ইমার্জেন্সিতে চলে আসে।

কার্টেসী :- unknown

03/05/2024

দুনিয়াতে একমাত্র ব্যক্তি তিনি, যিনি আমার অভাবে খুব বেশি কষ্ট পান🥹খুব!আমায় ছাড়া যার চলেনা। তিনি আমার মা🤍এই মানুষটা কোন হিসেব নিকেশ ছাড়াই শুধু ভালবাসেন আর ভালবাসেন।এই একজন মানুষের জন্য দুনিয়াটা গড়বড় হয়ে যায় আমার

তসলিমা নাসরিন ভালবেসে বিয়ে করেছিল কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে এক সময় তসলিমা ছেড়ে যায় রুদ্...
14/11/2023

তসলিমা নাসরিন ভালবেসে বিয়ে করেছিল কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে এক সময় তসলিমা ছেড়ে যায় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তসলিমার সাথে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পরে ১৯৯১ সালে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মারা যায়। অতিরিক্ত মাদক সেবনকে তার অকাল মৃত্যুর জন্যে দায়ী করা হয়। রুদ্রের মৃত্যুর পরে তার "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে" কবিতা পাওয়া যায় যেটি পরবর্তীতে বিখ্যাত হয়ে উঠে। অনেকেই বলে থাকেন এটি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন। এর জবাবে তসলিমা নাসরিনও একটি কবিতা লেখেন যেখানে তিনি রুদ্রর প্রতি তার ভালবাসার কথা লেখেন ও একই সাথে রুদ্রর একাধিক প্রেমের কথা তোলেন।

রুদ্র'র গান

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর চ্নোয়া
ভিতরের নীল বন্দরে
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি
বাউল এর এই মন টা রে

তসলিমা নাসরিনের জবাব

প্রিয় রুদ্র,

প্রযত্নে, আকাশ

তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎসংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।
আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি।
আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গাড়া খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?
শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।
আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোৎস্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমার। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
ইতি,
সকাল

পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?

13/11/2023

উগ্র বিষ শরীরে প্রবেশ করিলে,,,,
পাঁচ মিনিটের মধ্যেই তার চরম ফল ফলিয়া,,,
শেষ হইতে পারে।
কিন্তু বিষ মনে প্রবেশ করিলে..........
মৃত্যু যন্ত্রণা আনে- মৃত্যু আনে না।

11/11/2023

দেখা হয় না
কথা হয় না
তবু সাথেই থাকো🥰
কোথাও না কোথাও তুমি আমার
স্মৃতিতে দু:স্বপ্নে
অসম্ভব যন্ত্রনায়🥹
মন খারাপ করা গানের লাইনে
মাঝ মাত্তিরে বুকের ব্যথায়
তুমি আছো.....🤍🤍🤍

04/11/2023

মোবাইলে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় Image delete করছিলাম, ফোনও বার বার জিজ্ঞাসা করছিলো, 'Are You Sure?' আমি তখন সত্যি অবাক হয়ে ভাবছিলাম, 'একটা মেশিনও তাঁর Storage এ থাকা Image এর সাথে সম্পর্ক শেষ করার আগে Confirmation চাইছে!'

আর আমরা মেশিন চালানো মানুষগুলো, কোনো সম্পর্ক শেষ করার আগে Confirmation তো দূরের কথা, একটা
Information পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না...

© কুনাল

🥹
24/10/2023

🥹

22/10/2023

বড় বেলায় আমরা আর প্রেমে পড়িনা। আমরা আশ্রয়ে পড়ি। ক্লান্ত অবশ্রান্ত শরীর মন নিয়ে জাপটে ধরি উল্টোদিকের মানুষটাকে।
আমরা আর অধিকার দেখাইনা,অভিমান করি না। ঠোঁট ফুলিয়ে বলতে পারিনা,'থেকে যাও, তোমার থেকে যাওয়াটা দরকার'।
দায়িত্ব নিতে শিখি, পালনও করতে শিখি।
আসতে আসতে বুঝতে পারি জীবন মানে চারচাকা গাড়ি, প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বিলাসবহুল জীবনযাপন নয়। জীবন আসলে একটা মানুষ,একটা শান্তির কোল বা হয়তো জীবন একটা রহস্যের মতো-আমরা কেউ সেখানে ফেলুদা, কেউ ব্যোমকেশ, কেউ কিরীটি -আর পরিচালক সেখানে পরিস্থিতি!

বড়োবেলায় আমরা আর প্রেমে পড়িনা। স্নেহাতুর মানুষের আলিঙ্গনে পড়ি। আমরা আশ্রয়ে পড়ি।🍁🦋

08/10/2023

নিঝুম সন্ধ্যায় কাকে সব চেয়ে বেশি মনে পড়ে?

মা নাকি অন্য কেউ?

#মা

Address

Barisal University
Barishal

Telephone

+8801705045878

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAKU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAKU:

Share

Category