Digital marketing Platform

Digital marketing Platform মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ।

বাংলাদেশ — NOT FOR SALE;দেশঘাতক  — GO TO HELL!
23/11/2025

বাংলাদেশ — NOT FOR SALE;
দেশঘাতক — GO TO HELL!

23/11/2025

বিচারবহির্ভূত হত্যার দায়ভার কার ?

23/11/2025

বাংলার হাজার বছরের সংস্কৃতি বাউল, লালন, ওরস-মেলা, নাট্যকলা আর সংগীত এগুলো আমাদের অস্তিত্বের আত্মা। অথচ আজকাল দেখা যাচ্ছে, এই ঐতিহ্যের বাহক মানুষগুলোর ওপর উস্কানি, হামলা, ভয়ভীতি আর নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়ে চলছে।

কারা এদের টার্গেট করছে?
যারা সমাজে অরাজকতা ছড়াতে চায়, যারা বিভ্রান্তিকর মতবাদ দিয়ে আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চায়, যারা মুক্তচিন্তা, শিল্প-সাহিত্য আর মানবতার শক্তিকে ভয় পায়—তাদেরই অপতৎপরতার ফল এই নোংরা আক্রমণ।
বাউলরা কি দোষ করেছে?
শত শত বছর ধরে মানবতা, প্রেম আর শান্তির গান গেয়ে এসেছে—তাই?
এদের উপর হামলা মানে বাংলা সংস্কৃতির বুকে ছুরি মারা।
লালনভক্ত আর সাধকদের উপর আঘাত?
এটা শুধু অন্যায় না এটা সভ্যতার বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ।
মেলা, ওরস, নাট্যকার, সংগীতশিল্পীদের বাধা?
এরা রাত-দিন পরিশ্রম করে সমাজকে আলোকিত করে। এদের দমিয়ে রাখতে চাওয়া মানে অন্ধকারকে পক্ষে নেওয়া।
সংখ্যালঘুদের টার্গেট করা?
যারা ধর্মের নামে অন্যের উপর হামলা চালায়, তারা মানবতার শত্রু।
বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি না এটা সবার দেশ, সবার অধিকার।
একটা বিষয় স্পষ্ট বুঝে রাখুন
সংস্কৃতি আক্রমণের শিকার হলে দেশ দুর্বল হয়।
শিল্পীকে দমন করলে সমাজ অন্ধ হয়ে যায়।
সংখ্যালঘুকে ভয় দেখালে রাষ্ট্রের শিকড় নড়ে যায়।

যারা ভাবছে তারা চুপিসারে এমন নোংরা কাজ করে পার পেয়ে যাবে
স্পষ্ট করে বলছি: সময় বদলাবে, সত্য সামনে আসবে, আর ইতিহাস কাউকে ক্ষমা করে না।
বাংলাদেশের মাটি সহিংসতা, উগ্রতা বা দমননীতি মেনে নেবে না।
এই দেশ লালন‐রবীন্দ্র‐নজরুলের দেশ।
এখানে সংস্কৃতি দমিয়ে রাখার চেষ্টা করা মানে জাতির শিকড়ে আঘাত করা।

রাজাকার মানে বিশ্বাসঘাতক—যারা মায়ের কোলেই ছুরি চালিয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে।১৯৭১-এ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, আর...
23/09/2025

রাজাকার মানে বিশ্বাসঘাতক—যারা মায়ের কোলেই ছুরি চালিয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে।
১৯৭১-এ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, আর রাজাকাররা হানাদারদের দোসর হয়ে বাঙালির রক্তে হাত রাঙিয়েছে।রাজাকারদের ইতিহাস মানেই লজ্জার ইতিহাস—দেশ বিক্রির দলিল, বিশ্বাসঘাতকতার দলিল। রাজাকার মানেই ঘরের শত্রু—যারা ঘরের ভেতরে থেকে আগুন ধরিয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনার শপথ—রাজাকারদের কোনোদিন ক্ষমা নেই, কোনোদিন প্রশ্রয় নেই।

৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের অশ্রু রাজাকারদের বিচার দাবি করে।

রাজাকার মানেই পাকিস্তানের দোসর, স্বাধীন বাংলার শত্রু।আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধাদের ত্যাগের উপর, রাজাকারদের বিশ্বাসঘাতকতার উপর নয়। রাজাকারদের জন্য বাংলার মাটিতে জায়গা নেই—তাদের নাম উচ্চারণ মানেই কলঙ্ক।
ইতিহাসের রায়ে পরিষ্কার—যেখানে রাজাকার, সেখানেই ঘৃণা; যেখানে মুক্তিযোদ্ধা, সেখানেই গৌরব।

21/09/2025

বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে বরিশালে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিলটি শহরের নতুল্লাবাদ থেকে শুরু করে চৌমাথা পর্যন্ত গিয়ে থামে।

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে রূপ নেয়। হাতে দলীয় পতাকা, ব্যানার ও মশাল নিয়ে কর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
হঠাও ইউনুস বাঁচাও দেশ
শেখ হাসিনার নির্দেশ।
শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।

মুলাদী সদর ইউনিয়ন।
22/08/2025

মুলাদী সদর ইউনিয়ন।

Address

Muladi
Barishal
8250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketing Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share