basic tips 365

basic tips 365 Tha page can be geared towards
students, educators ,and professionals
in the technology industry.

20/09/2025

ফলো করলে 👉 আমি সঙ্গে সঙ্গে ফলো ব্যাক দেই 🤝🔥 আপনার সাপোর্ট = আমার মোটিভেশন 💯💌 চলো সবাই মিলে একে অপরকে সাপোর্ট করি 🌍 basic tips 365

মাইনর লীগ ক্রিকেটে ১৭ বলে ২৭* রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব আল হাসান , কিন্তু....সাকিবকে দেখেই মনে হচ্ছিলো তার ব্যাট ক...
19/09/2025

মাইনর লীগ ক্রিকেটে ১৭ বলে ২৭* রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব আল হাসান , কিন্তু....

সাকিবকে দেখেই মনে হচ্ছিলো তার ব্যাট করার ক্ষুধা কমেনি।
শেষ ওভারে কোনো বল'ই মোকাবিলা করতে পারেননি , তাই ইনিংস শেষ হবার পর যখন সবাই যার যার মতো চলে যাচ্ছিলো তখন সাকিব পিচে দাড়িয়ে শ্যাডো করিছিলেন।
এমনকি প্যাভিলিয়ন এর ফিরতে ফিরতে সাকিব তা'ই করতে থাকলেন।

১৭ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা একজন ব্যাক্তি কিভাবে থাকবেন ক্রিকেট ছাড়া? তাই ছুটে যান সবখানে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কিংবা মাইনর লীগ , দিনশেষে সাকিবের চাওয়া ব্যাট আর বল।

19/09/2025

যা পারেন দিবেন।
কিছু না পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন 🙏

06/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

11/06/2025

👉একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা ঃ

👉 বাবা ছেলেকে বললেন :

👉আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
"যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।''

👉 “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে ?
সে কাঁদে।

👉কার জন্য কাঁদে ?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

👉তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

👉এরপর সে কাঁদবে মাত্র দুইবার :
১. মা হওয়ার আনন্দে,
২. তুই মারা গেলে, তোর শোকে।

👉মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

👉“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে ?
স্বামীর খারাপ ব্যবহারে।

👉আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

👉“আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

👉 “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার স্বাশ্বত চুক্তি🖤

আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সে আমাদের নতুন বিছানা পছন্দ করে কিনা....
13/05/2025

আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সে আমাদের নতুন বিছানা পছন্দ করে কিনা....

এর সাথে Md Robel Hossain – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
12/05/2025

এর সাথে Md Robel Hossain – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

Address

Barishal

Telephone

+15178529999

Website

Alerts

Be the first to know and let us send you an email when basic tips 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to basic tips 365:

Share