Goretti Kripa Adhikary

Goretti Kripa Adhikary Build a better future with freelancing
Fiverr: https://www.fiverr.com/kripa_adhikary?up_rollout=true

06/10/2023

#আমি_মনে_হয়_পারবোনা...!😔
আমার দ্বারা হবেনা....!😔
আমি ব্যর্থ...!😔
আর কতো চেষ্টা করবো....!😔
এই কাজটা ছেড়ে দিয়ে, অন্যদিকে খুঁজে দেখি...!🤔

* আপনার প্রফেশনাল লাইফে এমন খারাপ সময় আসতেই পারে।
তবে হাল ছেড়ে দিলে আপনি কোন কাজেই সফল হতে পারবেন না।
ধৈর্য ধরে আপনাকে খারাপ সময়গুলো মোকাবেলা করে সামনের দিকে এগোতে হবে।
মনে রাখবেন👇👇

No Pain
No Gain

Teaching is the profession that create other profession.....To all my teachers 👩‍🏫THANK YOU SO MUCH 🥰& Happy Teachers Da...
05/10/2023

Teaching is the profession that create other profession.....

To all my teachers 👩‍🏫
THANK YOU SO MUCH 🥰
& Happy Teachers Day ✨

✨প্রতিটা জিনিসের ২ টা দিক থাকে।একটা ভালো দিক আরেকটা খারাপ দিক। এখন কথা হচ্ছে আপনি কোনটা বেছে নিবেন??? ✨হাতের স্মার্ট ফোন...
02/10/2023

✨প্রতিটা জিনিসের ২ টা দিক থাকে।একটা ভালো দিক আরেকটা খারাপ দিক। এখন কথা হচ্ছে আপনি কোনটা বেছে নিবেন???

✨হাতের স্মার্ট ফোন দিয়ে কেউ ফ্রিলান্সিং করে, তার পরিবারকে সাপোর্ট করছে। পরিবারের বিভিন্ন সমস্যা দূর করছে।💚

✨আবার কেউ টিকটক, গেমস খেলে অযথাই টাইম নষ্ট করে নিজের, পরিবারের এবং দেশের সর্বনাশ ডেকে আনছে। ভবিষ্যৎ কে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে।😥

✨এখন থেকেই সচেতন হন। নিজের প্রতিটা সময়ের মূল্য করুন।নয়তো সময় একদিন আপনাকে মূল্যয়ন করবে না।🖤

✨নিজেকে ফ্রিল্যান্সিং-এ দক্ষ করে তুলে বাড়িতে বসেই আয় শুরু করুন হাতের মোবাইল দিয়েই।




 #গ্রাজুয়েশন_কমপ্লিট_করে_যখন_চাকরির_ক্ষেত্রে_শুনতে_হয়_অভিজ্ঞতা_আছে_কী?তখন আমরা হতাশ হয়ে যাই‌। অনেকেই সরকারকে ২কথা শুন...
27/09/2023

#গ্রাজুয়েশন_কমপ্লিট_করে_যখন_চাকরির_ক্ষেত্রে_শুনতে_হয়_অভিজ্ঞতা_আছে_কী?

তখন আমরা হতাশ হয়ে যাই‌। অনেকেই সরকারকে ২কথা শুনাতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আপনার বেকারত্বের জন্য দায়ী কী সরকার? 🤔

আপনি যদি মনে করেন সরকার দায়ী। তাহলে আপনি এখনো প্রাচীন যুগে পরে আছেন। কারন ডিজিটাল যুগে স্কুল,কলেজ, সরকারি - বেসরকারি সব প্রতিষ্ঠানের, অফিসিয়াল কার্যক্রম ইলেকট্রনিক ডিভাইস দ্বারা পরিচালিত। সেখানে অনলাইন ভিত্তিক দক্ষতার প্রাধান্য থাকাটাই স্বাভাবিক। 💯

💁আপনি যদি পড়াশোনার পাশাপাশি অনলাইন দক্ষতা অর্জন করতেন। তাহলে যখন দক্ষতার প্রশ্ন আসতো তখন আপনি আপনার দক্ষতা তুলে ধরতে পারতেন। দক্ষতা কাজে লাগিয়ে নিজের পরিচিতি গড়ে তুলতে পারতেন। বেকারত্বের হতাশায় ভুগতে হতো না।

💁সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনলাইন দক্ষতা অর্জন করা উচিত।




💥আমাদের প্রত্যেকের মধ্যে একটা সাধারণ চিন্তাভাবনা হলো যে,জীবনে কি করব, কোনটা করব, কি করলে ভালো হয় 🤷‍♀️💥এটা ভেবে আপনাদের ...
16/09/2023

💥আমাদের প্রত্যেকের মধ্যে একটা সাধারণ চিন্তাভাবনা হলো যে,জীবনে কি করব, কোনটা করব, কি করলে ভালো হয় 🤷‍♀️

💥এটা ভেবে আপনাদের জীবন থেকে হয়তো কয়েক বছর চলে গেছে...😔কিন্তু আপনি যদি এই কয়েক বছর নষ্ট না করে কোন একটা কাজের মধ্যে লেগে থাকতেন তাহলে নিশ্চয়ই অনেক ভালো কিছু পেয়ে যেতেন ।

💥আপনি হয়তো ভাবছেন পড়াশুনা শেষ হয়ে গেলে একটা চাকরি করতে পারলেই হবে। কিন্তু একবার ভাবুন তো এত বছর পড়াশোনা করার পর ঐ কয়েক হাজার টাকার চাকরি করে আপনি নিজে সেই Satisfaction পাবেন তো!!!

💥জীবনে কিছু করতে গেলে হাজারো পথ পাবেন, কিন্তু যদি কিছু করতে না চান তাহলে অনেক অজুহাত পাবেন,,,,,,

💥আমাদের দেশে অনেকেই পড়াশোনার পাশাপাশি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি না করেও ইন্টারনেট ব্যবহার করে বিশেষ কিছু প্ল্যাটফর্ম এর মাধ্যমে দেশের বাইরে কিংবা ভিতরে কাজ করে হাজার হাজার ডলার আয় করছেন 💸💸

💥তাই আর বসে না থেকে যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন প্লাটফর্মে দক্ষতা অর্জন করুন এবং নিজের ক্যারিয়ার টাকে সাজিয়ে তুলুন😊




 #সময়ের_সাথে_তাল_মিলিয়ে_চলতে_পারলেই_ultimately_gainer_হওয়া_যায় ,,,,, ✌️✨🍀সময় চলে তার নিজের ইচ্ছে মতো,,,,  না কারোর আসার ...
06/09/2023

#সময়ের_সাথে_তাল_মিলিয়ে_চলতে_পারলেই_ultimately_gainer_হওয়া_যায় ,,,,, ✌️✨

🍀সময় চলে তার নিজের ইচ্ছে মতো,,,, না কারোর আসার জন্য অপেক্ষা করে না কারোর চলে যাওয়ার জন্য থেমে থাকে,,,,🙅‍♀️

🍀কিন্তু আমাদের তো চলতে হয় সময়ের সাথে তাল মিলিয়ে,,,,,🙃

🍀সময় সকলকেই একটা Ultimate Rewards দেয়,,, অর্থাৎ একটা সুযোগ করে দেয় আর যারা সঠিক সময়ে সঠিক সুযোগটা কাজে লাগাতে পারে তারাই হয়ে যায় Gainers,,,,,😎😎

🍀এই ব্যস্ত পৃথিবীতে যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং সময়ের সাথে পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে পারে সেই সাফল্য অর্জন করতে পারে,,,,,,😊😊


 #পরিশ্রম* অনেকেই কখনো চাইনা না যে পরিশ্রম করতে,আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্ব...
31/08/2023

#পরিশ্রম

* অনেকেই কখনো চাইনা না যে পরিশ্রম করতে,
আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্বপ্ন দেখা বাদ দিন। ❌

* তবে এটা সত্য যে, পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূরণ হবেনা। পরিশ্রম ছাড়াই আপনার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। তাই পরিশ্রম না করে কোনো কিছুই অর্জন করার চিন্তা বাদ দিন।
অন্যথায় এটি সমাজে একটি নেগেটিভ উদাহরণ সৃষ্টি করবে যে, "মানুষ তার স্বপ্নের সমান কিছুই অর্জন করতে পারে না"। কিন্তু এটা সত্য নয়।

* Ex: একটি শিক্ষামূলক উদাহরণ দিতে গেলে, একজন ছাত্র A+ পেতে চায়,কিন্তু সে পড়াশোনা করতে চায়না।
কিন্তু তার জন্য প্রয়োজন ভালোভাবে দিনরাত পড়াশোনা করা।
আর তার শিক্ষক বলতো, "তুমি যত পড়াশোনা করবে তত রেসাল্ট ভালো করবে। আর সে হঠাৎ জেদ করেই পড়াশোনা করতে শুরু করে দেয়।
আর সত্যিকারের তার পরিশ্রমের ফলে সে A+ পায়।
তার শ্রম এবং সমর্পণ দেখে তর শিক্ষকও অত্যন্ত আশ্চর্য এবং গর্বিত হন।

* আপনি যখন পরিশ্রম করেন তখন আপনার স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হতে থাকেন, আর তখনই আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। জীবন কোনো লটারি নয় যে,❌ আপনি যেটা চান সেটা কোনো পরিশ্রম চাড়াই অটোমেটিক আপনার কাছে চলে আসবে বরং পরিশ্রমের মাধ্যমেই আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেন।

* আর তাই আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্বপ্ন দেখা বাদ দিন। ❌

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ 🗣️সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ ‌‌👉 ফ্রীতে শিখতে চাওয়...
13/08/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️

🗣️সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ ‌‌

👉 ফ্রীতে শিখতে চাওয়া।
👉 ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
👉 ৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
👉 ১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
👉 ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
👉 শুরু করলেই ইনকাম করা যায়।
👉 সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।

👉 ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।
💢এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না।

👉আপনি একটা কথা চিন্তা করেন; ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুন তো 🤔🤔🤔

💁একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৫-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন।

💞 তাই সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিকটা শিখুন।

নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন। মনে রাখবেন আজকের ইনভেস্ট ভবিষ্যতে হবে লক্ষ টাকা

👉জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। 👈

তাই আজই নিজেকে গড়ে তুলুন।😌

☺️

অনেকেই মেসেজ করেছেন বিভিন্ন সময়ে, -ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা করতে চাচ্ছেন যার পরামর্শ চেয়েছেন।👨‍💻অযথা মেসেজ দিয়ে ...
11/08/2023

অনেকেই মেসেজ করেছেন বিভিন্ন সময়ে,
-ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা করতে চাচ্ছেন যার পরামর্শ চেয়েছেন।👨‍💻
অযথা মেসেজ দিয়ে সময় নষ্ট না করে প্রথমত জানুন ফ্রিল্যান্সিং কাদের জন্যে নয়:🙅‍♀️

১. যারা অনিচ্ছা সত্ত্বেও অন্যের সফলতার স্ক্রিনশট বা টাকা দেখে ফ্রীল্যান্সার হতে চায়
২. যারা অল্প কাজ শিখেই ইনকাম করতে চায়
৩. যাদের পরিশ্রম করার মানসিকতা নেই
৪. যারা শর্টকাটে সাফল্য পেতে চায়
৫. যারা মনে করে ৩/৪ মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন আর পরবর্তিতে আর কিছুই শিখতে হবে না
৬. যারা অসুস্থ প্রতিযোগিতা এবং অন্যের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখে
৭. ইনকাম করবেন অনেক টাকা আর কোর্স করতে যাদের চিন্তা ৫০০-১০০০ টাকা। ( ভাল কোর্সের ভাল ফি)
৮. আমি পারবো কিনা এমন প্রশ্ন যাদের মনে আসে তাদের জন্যও ফ্রিল্যান্সিং নয়।
আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন , কিন্তু যদি এখানকার কোনো বিষয় যদি আপনার ভেতরে থেকে থাকে🤔, তাহলে আগে সেটা ঠিক করুন, তারপর ফ্রিল্যান্সিং শুরু করুন ।👩
আপনি যদি ফ্রিল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন ।
- ধন্যবাদ 🖤
#ফ্রিল্যান্সিং

- যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক যখন শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া...
09/08/2023

- যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক যখন শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না"।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !

- এদেশে সার্টিফিকেট আর ২ টাকার
পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোনো পার্থক্য থাকছে?

- ১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা থেকে রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার / গ্র্যাজুয়েট"
শব্দের দরকার কি ?

- সত্যিই ভাব্বার বিষয় 🤔

Address

30 Godown, Sagardi
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Goretti Kripa Adhikary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Goretti Kripa Adhikary:

Share