21/04/2025
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই। একাকিত্ব নিয়ে আছি বেশ, একাকিত্বের সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই, আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো। সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি। সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে। নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায়। অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে। কিন্তু তুমি আজ অন্যের 😭