Shah Alam jkt

Shah Alam jkt Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shah Alam jkt, Digital creator, NALCHITY, JHALOKATHI, Barishal.

04/11/2024

সুস্থতা মহান আল্লাহ তা'য়ালা'র সবচেয়ে বড় নেয়ামত। একমাত্র অসুস্থ ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে। হে মহান আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আমিন

আজ শুক্রবার ছুটির  দিনে ও ডিউটি করা লাগ।লেবুখালি টোল প্লাজা।
01/11/2024

আজ শুক্রবার ছুটির দিনে ও ডিউটি করা লাগ।লেবুখালি টোল প্লাজা।

লেবুখালি পায়রা সেতুর টোল আদায়ের অডিট করার পরে গোধুলীর সময় কিছু পিক নিলাম।
22/10/2024

লেবুখালি পায়রা সেতুর টোল আদায়ের অডিট করার পরে গোধুলীর সময় কিছু পিক নিলাম।

16/10/2024

লবনের পানিতে যতই চিনি দাও তা মজা লাগাবে না
আর
স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও ভালোবাসা পাবে না।
এটাই বাস্তব

যেখানে আস্থার ভরসা'র স্থানে ফাটল,  সেখানে সাধারন চাকুরী প্রত্যাশিরা কই যাবে।হায়রে পিএসসি, হায়রে বাংলাদেশ।
10/07/2024

যেখানে আস্থার ভরসা'র স্থানে ফাটল, সেখানে সাধারন চাকুরী প্রত্যাশিরা কই যাবে।
হায়রে পিএসসি, হায়রে বাংলাদেশ।

হায়রে অবস্থা ----- এক টুকরো মাংস যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে খাচ্ছে।
03/07/2024

হায়রে অবস্থা ----- এক টুকরো মাংস যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে খাচ্ছে।

02/07/2024

সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রোবটে 'জীবন্ত ত্বক' বসিয়ে সফলতা পেয়েছেন?
উত্তর: জাপান।

# সম্প্রতি কোন ভারতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়ে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ উঠেছে?
উত্তর: আসাদউদ্দিন ওয়াইসি।

# জনশুমারি ও গৃহগণনা (২০২২) এর তথ্যানুযায়ী, দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কত লাখ বেশি?
উত্তর: ১৬ লাখ।

# সম্প্রতি ইরানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শতকরা কত ভাগ ভোট পড়েছে?
উত্তর: ৪০%।

# ইরানের জাতীয় নির্বাচন (প্রেসিডেন্ট নির্বাচন) কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮ জুন ২০২৪।

# সম্প্রতি কোন দেশের এমপি নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন?
উত্তর: কানাডা।

# সম্প্রতি নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৃদ্ধ দম্পতির নাম কী?
উত্তর: জ্যান (৭০) ও ইলস ( ৭১)।

# কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: জাস্টিন ট্রুডো।

# বাংলাদেশের বর্তমান গ্রস রিজার্ভ কত?
উত্তর: ২৭.১৫ বিলিয়ন ডলার।

# ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম কী?
উত্তর: বিক্রম মিসরি।

# এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন?
উত্তর: ৩৪ জন।

# সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে 'কালো জাদু' করার অভিযোগে গ্রেফতার হওয়া নারী মন্ত্রীর নাম কী?
উত্তর: ফাথিমাত শামনাজ আলী সালিম।

# সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-মিষ্টি উপহার পাঠিয়েছেন?
উত্তর: ত্রিপুরা।

# বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান (নিচের দিক থেকে) কত?
উত্তর: ষষ্ঠ।

# বিশ্বে প্রথমবারের মতো কোন দেশটি গবাদি পশুর ওপর কর নির্ধারণ করেছে?
উত্তর: ডেনমার্ক।

# সম্প্রতি কোন দেশের সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়?
উত্তর: বলিভিয়া।

# কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে?
উত্তর: ফিনল্যান্ড।

# টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ) ২০২৪-এর প্রথম ফাইনালিস্ট দল কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

# ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট আয়ের পরিমাণ কত?
উত্তর: ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।

# ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।

24/06/2024
সবাইকে পবিত্র ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা। ঈদ মোবারক
17/06/2024

সবাইকে পবিত্র ঈদ-উল-আজহা'র শুভেচ্ছা।
ঈদ মোবারক

আল্লাহ যেনো সবাইকে রক্ষা করেন আমীন। #সতর্কতারাসেল ভাইপার---এ সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্ট...
15/06/2024

আল্লাহ যেনো সবাইকে রক্ষা করেন আমীন।
#সতর্কতা
রাসেল ভাইপার---
এ সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।। এন্টি ভেনম এটার টা নেই এ দেশে।
আর এ দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোন অবদান নেই।

আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেয়ার চেষ্টা করে।

অন্য সাপ ১ রকম বিষ ধারণ করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।

এ সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---
৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,, চাঁদপুর, শরিয়তপুর, লক্ষীপুর, নোয়াখালী ও পদ্মার তীরবর্তী এলাকায় এ সাপের উপদ্রব বেড়েছে।
এ পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে বহু লোক নিহত হয়েছে।

তাই সরকারিভাবে যদি এ সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এ সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
কপি পেস্ট করলাম

হ্যা এটাই পুরুষ মানুষ
04/06/2024

হ্যা এটাই পুরুষ মানুষ

রিযিক নিয়ে কিছু কথা----:-:-:-'-:-■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ...
04/06/2024

রিযিক নিয়ে কিছু কথা----:-:-:-'-:-

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

Address

NALCHITY, JHALOKATHI
Barishal
8420

Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam jkt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share