HMB MEDIA

HMB MEDIA ............... Like Us For Daily New Waz ............
✅ Like ✅Comment ✅ Share

22/07/2025

মুহাম্মাদের নাম জপেছিলে গজল । মাওলানা আসাদুল্লাহ সাইফী

বিশিষ্ট লেখক ও গবেষক ড.ঈশা সাহেদী সাহেবের টাইমলাইন থেকে......শর্ষীনার বর্তমান পীর ছাহেব শাহ আবু নাছর নেছারুদ্দীন আহমদ হু...
22/07/2025

বিশিষ্ট লেখক ও গবেষক ড.ঈশা সাহেদী সাহেবের টাইমলাইন থেকে......

শর্ষীনার বর্তমান পীর ছাহেব শাহ আবু নাছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এর সঙ্গে আজকের প্রথম সাক্ষাতটি ছিল দীর্ঘ, অন্তরঙ্গ ও বিস্তারিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র প্রতিনিধি দলের মধ্যস্থতা করতে গিয়ে এ সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষত এ দেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যত এবং আমাদের করনীয় সম্বন্ধে তিনি খোলামেলা কথা বলেন। আমার একটি প্রশ্ন ছিল, সম্প্রতি আপনি বলেছেন, প্রয়োজনে আলিয়া মাদ্রাসা ছেড়ে দিয়ে আমরা দীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করব। তিনি বললেন, এ কথা মনের দুঃখ থেকে বলেছি। তিনি চট্টগ্রামের একটি উদাহরণ দিয়ে বললেন, আমার পূর্ব পুরুষ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, অথচ ছাত্ররা বলছে যে, এখানে শর্ষীনার কী আছে, মাদ্রাসা আমাদের।

তিনি বলেন, আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের তিনটি আপত্তি। প্রথম কমিটির গঠন কাঠামো নিয়ে। যারা জমি দিয়ে, জীবন দিয়ে প্রতিষ্ঠান করল তারা সভাপতি হতে পারবেন না, মাদ্রাসার প্রতি তাদের দয়া মায়ার চেয়ে ডিসি এসপির মায়া কী বেশী। আমাদের আরেক আপত্তি সিলেবাস নিয়ে। বর্তমান সিলেবাসে যোগ্য আলেম তৈরির সুযোগ নেই। এখন সার্টিফিকেট মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের মুরব্বিরা সার্টিফিকেট নিয়ে ভাবেন নি। তৃতীয় বিষয় নারী পুরুষের সহশিক্ষা। যেখানে ছেলেমেয়েদের মাঝে তফাৎ থাকবে না, সেখানে দ্বীনি ইলম শিক্ষার পরিবেশ কীভাবে থাকবে। ফলে আমরা ইতিমধ্যে পাঁচ হাজারের মতো দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি।

এসবের সমাধান করতে হলে আপনাদের মতো গবেষকদের লিখতে হবে, আওয়াজ তুলতে হবে- তিনি বললেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হল, তিনি বললেন, আমরা সরাসরি রাজনীতিতে নেই, তবে রাজনীতির মঞ্চে যে ভাষায় পরস্পরকে ঘায়েল করা হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে তাতে নতুন প্রজন্মের মাঝে বিষাক্ত প্রতিক্রিয়া নিয়ে আমরা শংকিত।

দীর্ঘ দেড় ঘণ্টার বেশিরভাগ সময় তিনি ছাত্রদের কথা শুনলেন। বয়সে নবীন হলেও চিন্তার পরিপক্বতা, জানার আগ্রহ, বিনয় এবং কর্মস্পৃহা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রদের তিনি মওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শর্ষীনার পীর ছাহেবকে আমার লেখা মওলানা জালাল উদ্দিন রূমী র প্রণীত মসনবী শরীফের গল্প (১-৬) সেট উপহার দিলে তিনি সানন্দে গ্রহণ করেন। পীর ছাহেব বিনিময়ে তার আব্বাজান শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব র এর জীবনী গ্রন্থ উপহার সৌজন্যতা প্রদর্শন করেন।

-ড.ঈশা সাহেদী, লেখক ও গবেষক।

আল্লাহ যাকে সম্মানিত করেন, দুনিয়ায় কারো সাধ্য নাই তাকে খাটো করার। ক্যানাডা সফরকালীন ডক্টর আল্লামা কাফীলুদ্দীন সরকার সালে...
22/07/2025

আল্লাহ যাকে সম্মানিত করেন, দুনিয়ায় কারো সাধ্য নাই তাকে খাটো করার। ক্যানাডা সফরকালীন ডক্টর আল্লামা কাফীলুদ্দীন সরকার সালেহী। ইয়া রব, হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দিন।

🔴 জরুরী বার্তা!আল্লাহর তায়ালার ফয়সালা মেনে নিতেই হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উত্তরা মাইলস্টোন স্কুলে সামরিক বি...
21/07/2025

🔴 জরুরী বার্তা!
আল্লাহর তায়ালার ফয়সালা মেনে নিতেই হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উত্তরা মাইলস্টোন স্কুলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বহু কোমলমতি শিক্ষার্থী ঝলসে গেছে, আহত ও নিহত হয়েছে অসংখ্য নিরীহ প্রাণ।

দেশের গর্বিত এক পাইলট নিহত হয়েছেন—রক্ষা করেছেন আরও বড় বিপর্যয় থেকে।চোখের সামনে কাঁদছে কোমলমতি শিক্ষার্থীরা, হাসপাতালের বেডে দগ্ধ দেহ নিয়ে লড়ছে বেঁচে থাকার যুদ্ধে। এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্'র ঢাকা ও ঢাকার আশেপাশের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান— এই দুঃসময়ে আহতদের পাশে দাঁড়ান, রক্ত দিন, সেবা দিন ও সহযোগিতা করুন। তৎসঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান তাদের জন্য দোয়া করুন। মানবিকতা ও ইসলামী ভ্রাতৃত্ববোধ থেকেই আমাদের এখনই এগিয়ে আসা জরুরী। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।

কেন্দ্রীয় দফতর,
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্।

21/07/2025

মা-বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন । মুফতী নেয়ামত উল্লাহ ফারুকী

20/07/2025

মিলাদে নবীর নাম শুনলে আহলে হাদিসের মাথা গরম হয় । মুফতী শামসুল আলম মোহেব্বী

20/07/2025

ক্ষমতা ছেড়ে চোরের মতো পালিয়েছে হাসিনা সরকার । মাওলানা আসাদুল্লাহ সাইফী

20/07/2025

সু-মধুর কণ্ঠে চমৎকার ওয়াজ । মুফতী নেয়ামত উল্লাহ ফারুকী

20/07/2025

হযরত ওমর রাঃ'র শাসনামল যেমন ছিল । ডক্টর মুফতী কাফীলুদ্দীন সরকার সালেহী

20/07/2025

ফেরেশতারা যাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছেন । মুফতী মাওলানা শামসুল আলম মোহেব্বী

20/07/2025

ইসলামি রাজ প্রতিষ্ঠার বর্ণনা । মুফতী মাওলানা আসাদুল্লাহ সাইফী

20/07/2025

প্রিয় নবীজির একজন সাহাবীর ঘটনা । ডক্টর মুফতী কাফীলুদ্দীন সরকার সালেহী

Address


Alerts

Be the first to know and let us send you an email when HMB MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HMB MEDIA:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share