22/07/2025
বিশিষ্ট লেখক ও গবেষক ড.ঈশা সাহেদী সাহেবের টাইমলাইন থেকে......
শর্ষীনার বর্তমান পীর ছাহেব শাহ আবু নাছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এর সঙ্গে আজকের প্রথম সাক্ষাতটি ছিল দীর্ঘ, অন্তরঙ্গ ও বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র প্রতিনিধি দলের মধ্যস্থতা করতে গিয়ে এ সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষত এ দেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যত এবং আমাদের করনীয় সম্বন্ধে তিনি খোলামেলা কথা বলেন। আমার একটি প্রশ্ন ছিল, সম্প্রতি আপনি বলেছেন, প্রয়োজনে আলিয়া মাদ্রাসা ছেড়ে দিয়ে আমরা দীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করব। তিনি বললেন, এ কথা মনের দুঃখ থেকে বলেছি। তিনি চট্টগ্রামের একটি উদাহরণ দিয়ে বললেন, আমার পূর্ব পুরুষ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, অথচ ছাত্ররা বলছে যে, এখানে শর্ষীনার কী আছে, মাদ্রাসা আমাদের।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের তিনটি আপত্তি। প্রথম কমিটির গঠন কাঠামো নিয়ে। যারা জমি দিয়ে, জীবন দিয়ে প্রতিষ্ঠান করল তারা সভাপতি হতে পারবেন না, মাদ্রাসার প্রতি তাদের দয়া মায়ার চেয়ে ডিসি এসপির মায়া কী বেশী। আমাদের আরেক আপত্তি সিলেবাস নিয়ে। বর্তমান সিলেবাসে যোগ্য আলেম তৈরির সুযোগ নেই। এখন সার্টিফিকেট মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের মুরব্বিরা সার্টিফিকেট নিয়ে ভাবেন নি। তৃতীয় বিষয় নারী পুরুষের সহশিক্ষা। যেখানে ছেলেমেয়েদের মাঝে তফাৎ থাকবে না, সেখানে দ্বীনি ইলম শিক্ষার পরিবেশ কীভাবে থাকবে। ফলে আমরা ইতিমধ্যে পাঁচ হাজারের মতো দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি।
এসবের সমাধান করতে হলে আপনাদের মতো গবেষকদের লিখতে হবে, আওয়াজ তুলতে হবে- তিনি বললেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হল, তিনি বললেন, আমরা সরাসরি রাজনীতিতে নেই, তবে রাজনীতির মঞ্চে যে ভাষায় পরস্পরকে ঘায়েল করা হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে তাতে নতুন প্রজন্মের মাঝে বিষাক্ত প্রতিক্রিয়া নিয়ে আমরা শংকিত।
দীর্ঘ দেড় ঘণ্টার বেশিরভাগ সময় তিনি ছাত্রদের কথা শুনলেন। বয়সে নবীন হলেও চিন্তার পরিপক্বতা, জানার আগ্রহ, বিনয় এবং কর্মস্পৃহা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রদের তিনি মওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শর্ষীনার পীর ছাহেবকে আমার লেখা মওলানা জালাল উদ্দিন রূমী র প্রণীত মসনবী শরীফের গল্প (১-৬) সেট উপহার দিলে তিনি সানন্দে গ্রহণ করেন। পীর ছাহেব বিনিময়ে তার আব্বাজান শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব র এর জীবনী গ্রন্থ উপহার সৌজন্যতা প্রদর্শন করেন।
-ড.ঈশা সাহেদী, লেখক ও গবেষক।