মনের কথা

মনের কথা . "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।"

"ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা!🤲♥️



(18)

13/04/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

10/04/2024

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী
নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..
কিন্তু সেই রুপ আর নাই....

* সব পরীক্ষায় নকল করে পাস করা
ছেলেটিও এখন বিসিএস ক্যাডার.....

* ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময়
ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে...

* অন্যের গার্ল ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া
বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন
আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

* ৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার
নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন
ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে....

* ১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা
প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও
এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

* ৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা
ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে
বার বার রিজেক্ট হচ্ছে....

* ৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা
এখন একজন আরেকজনের ব্লক লিস্টে....

* ৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একের
পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের
অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

* ১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে
বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা
এখনো বন্ধুত্তহীনতায় ভুগছে....

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার
ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভুল.. সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়...

এত অহংকার কিসের আমাদের..?
জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে,
শেষ গোসল টা ও হবে অন্যজনেরই হাতে....!!

--লেখা ও ছবিঃ সংগৃহিত।

পড়া শেষে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করতে ভুলবেন না.!🖤
ধন্যবাদ 🌺

10/04/2024

হিন্দুদের পূজা আসলে তারা যতটুকু খুশি হয়,, এর থেকে বেশি খুশি হয় আমাদের মুসলিম যুবকরা,,

কিন্তু আফসোস হচ্ছে,, যখন মুসলিমদের ঈদ আসে,, তখন তাদের ফেসবুকে স্ট্যাটাস হয় এবার ঈদ নিয়ে কোন ফিলিংস নেই,, 😑

10/04/2024

একটা ছেলে কতটা সিঙ্গেল হলে নিজের ঈদের পাঞ্জাবি নিজেই কিনে!🙂

09/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Reyad Mahmoud, পথে প্রান্থরে, Sharmin Bithi, Emaisha Alom

09/04/2024

alert post⚠️❌

বাংলাদেশে নতুন হ্যাকার চক্রের উদ্ভব ঘটেছে।
এখন আর আপনার থেকে কল করে, ব্যাংক এ্যাকাউন্টের পিন নাম্বার চাইবেনা তারা!!
আপনার কোনো লিংকে ক্লিক করারও প্রয়োজন নেই,

জাস্ট এই দুই ধরনের নাম্বার চিনে রাখুন, একটির শুরু তে +৯৯ ও আরেকটির শুরুতে +৯২ এই দুই নাম্বার থেকে কল আসলে ভুলেও রিসিভ করবেন না।
কল ব্যাক করবেন না ভুলেও।
শুধুমাত্র রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনের সকল পাসওয়ার্ড, বিকাশ /নগদ , ব্যাংক এ্যাকউন্টের পিন তারা নিয়ে নিবে।
এখনি সতর্ক হোন,সেয়ার করে আপনজনকে সতর্ক করুন।
ধন্যবাদ।
📍রিসোর্স 👉🏻 Jahangir Alam
(Bangladesh police)

09/04/2024

সাইকোলজিকাল ফ্যাক্ট!!
1. মানুষের স্বভাব কেমন দেখুন- মানুষ সেই সমস্ত ব্যাক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয়, অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না, তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যারা আপনাকে ভালবাসে তাদের সাথেই থাকুন।

2. আপনি কি জানেন বিশ্বের প্রায় ৯০% মানুষ ম্যাসেজ বা চিঠিতে, বা ডায়রিতে সেই সমস্ত জিনিসই লিখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না।

3. আপনি কি বেশিক্ষণ ঘুমিয়ে কাটান? বেশিক্ষণ ঘুমানো ভাল নয় কারণ যে সমস্ত ব্যক্তি বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে, তাদের মানসিক চাপ বেশি হয় এবং মনমরা ভাব তাদের আপনা-আপনি চলে আসে।

4. রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ। অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল।

5. আপনি কি জানেন, আপনি যত বেশি ঠাণ্ডা রুমে ঘুমাবেন, আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা থাকে।

🌸পড়া শেষ হলে Done লিখতে ভুলবেন না🖤

06/04/2024

,,মোবাইলপুর🏕️ সরকারি ম্যাসেঞ্জার স্কুল🏛️ এন্ড কলেজ

এর ছাত্র /ছাত্রীরা কই। হাজিরা দাও 😑😁😌
আমি : শিক্ষক

05/04/2024

🔸 কিছু অবিশ্বাস্য ফ্যাক্ট :

১. মানুষের দাঁত হাঙ্গরের দাঁতের মতোই শক্ত।

২.মানুষের মাথার চুল গ্রীষ্মকাল / গরমে সবচেয়ে বেশি বড় হয়।

৩.বয়স অন্তত এক মাস হওয়ার আগ পর্যন্ত বাচ্চারা চিৎকার করলে চোখের পানি বের হয়।

৪. হিমালয় পর্বত মালার উচ্চতা প্রতি বছর প্রায় আধা ইঞ্চি করে বাড়ে।

৫. মিসর নয়। সবচেয়ে বেশি সংখ্যক পীড়ামিড আছে সুদানে।

৬. এক মাইল দূরত্ব পাড়ি দিতে শামুকের ২২০ ঘণ্টা সময় লাগে।

৭. কান টুপি পড়লে শুধু মাথা নয়, পায়ের পাতাও গরম হয়।

৮. চোখ খোলা রেখে কখনো-ই হাঁচি দেওয়া সম্ভব না।

৯.ইংরেজি বর্নমালার সর্বশেষ শব্দ Z হলেও শব্দ ভাণ্ডারে সবার শেষে যুক্ত হওয়া শব্দটি হলে J।

১০.প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের নাম সবাই নিশ্চয়ই শুনেছ। মজার ব্যাপার হলো, টাওয়ারটি প্রথমে স্থাপন করার কথা ছিল স্পেনের বার্সেলোনায়। কিন্তু বার্সেলোনার নগর কর্তৃপক্ষ টাওয়ারটি একদমই পছন্দ না করায় এর ডিজাইনার গুস্তাভো আইফেল নকশাটি নিয়ে যান প্যারিসে। পরে সেখানেই স্থাপিত হয় আইফেল টাওয়ার।

আশা করছি কিছু অজানা তথ্য আপনাদের জানাতে পেরেছি। তাই ভালো লাগলে, পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

ধন্যবাদ 🌸

04/04/2024

ওড়না বিলুপ্তির যুগে এসেও যেসব মেয়েরা মাথায় এবং বুকে ওড়না দিয়ে চলাফেরা করে, তাদের প্রতি Big Respect.❤️

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when মনের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share