12/03/2025
প্রায় ৭২ হাজার জনসংখ্যার দেশ ডমিনিকায় একজনের নাম সাকিব আল হাসান। ঘটনা হচ্ছে, ২০০৯ সালে যখন সাকিব ডমিনিকায় খেলতে গিয়েছিল, তখন এক ছেলের জন্ম দেশটায়। সেবার সাকিবের খেলা দেখে জনৈক ভদ্রলোকের এত ভালো লেগে গিয়েছিল যে উনি ছেলের নাম রেখে দিয়েছেন সাকিব আল হাসান...
একদম গল্পের মতো শোনালেও সত্যিই। উইন্ডিজের হয়ে দুটো বিশ্বকাপ জেতা ড্যারেন সামি তো সাকিবকে 'চ্যাম্পিয়ন' বলেই সম্বোধন করেন। পুরো ক্যারিবিয়ানেই আসলে অনেক সাকিব ভক্ত৷ ডমিনিকা তো সব গেলো ছাড়িয়েই। একজন যে তার বাচ্চার নাম রেখেছে সাকিবের নামেই...
আরেকটা ঘটনা। পুরনো এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, তার পরিচিত একজন একবার কাশ্মীর যায়৷ কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে একজনের ঘরে ঝোলানো ছিল সাকিবের ছবি... ক্যারিয়ারের মাঝপথে এই ছবি, কথাটা সাকিবকে বেশ অনুপ্রাণিত করেছিল...
এক বন্ধুবর ক্রীড়া সাংবাদিকের মুখ থেকে শোনা, একবার কাশ্মীর ট্যুরে যে গাড়িতে করে ঘুরছিলেন সেই গাড়ির চালক একদা স্পোর্টস রিপোর্টার শুনেই তার কাছে সাকিবের কথা জানতে চাইলেন। বহুবার সাকিবের সংবাদ সম্মেলন কাভার করা হয়েছে শুনেই তাঁর সে কি আবেগ। সঙ্গে সঙ্গে ১০ বছরের ছেলেকে ফোন। বললেন-বাবা তোমার পছন্দের ক্রিকেটার সাকিবের কাছাকাছি গিয়েছিল এমন একজন আমার গাড়িতে চড়ছে...
চেমসফোর্ডে কমেন্ট্রি বক্সে বসা নেইল ও'ব্রায়েন একবার বলেছিলেন... 'সাকিব আমার অধিনায়ক ছিল আগের এক বিপিএলে। সাকিবের সঙ্গে মিরপুরে ব্যাটিং করছিলাম। ২৫ হাজার মানুষ ম্যাচটা দেখছিল। সাকিব আউট হওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে গেলো...'
কবি ইমতিয়াজ মাহমুদের লেখাটা আজ মনে পড়ছে, 'মানুষ স্বীকার করার আগেও এভারেস্ট সবচেয়ে উঁচু ছিলো...'
©