ওকে পিও

ওকে পিও Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ওকে পিও, Digital creator, Barishal.
(2)

এই পেজ এর পোস্ট শুধু বিনোদনের জন্য,
কেউ সিরিয়াসলি নিবেন না, পেইজটি ঘুরে দেখতে পারেন! ভালো লাগলে follow দিয়ে পাশে থাকবেন।
কারো কোনো প্রকার পোস্ট নিয়ে সমস্যা থাকলে ইনবক্স করেন আমরা নিজ দায়িত্বে ডিলিট করে দিবো।
উপযুক্ত উনারকে ক্রেডিট দেওয়া হবে ধন্যবাদ 🤍

18/10/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্কাই ক্যাপিটাল এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় ভয়াবহ অগ্নি*কাণ্ড! আ*গুন এখনো নিয়ন্ত্রণের বাইরে,আল্লাহ সহায় হোন!😭🤲

হায়রে জীবন কত হাজার মানুষের কর্মসংস্থান নিমিষেই শেষ হয়ে গেল....😥
17/10/2025

হায়রে জীবন কত হাজার মানুষের কর্মসংস্থান নিমিষেই শেষ হয়ে গেল....😥

গাড়ির কাচে ঢিল ছোড়া স-ন্দে-হে টিএসসিতে ফুল বিক্রি করা ছোট বাচ্চা ইয়াসিনের আঙুল কে-টে দিয়েছে অজ্ঞাত কয়েকজন..জীবনে কা...
17/10/2025

গাড়ির কাচে ঢিল ছোড়া স-ন্দে-হে টিএসসিতে ফুল বিক্রি করা ছোট বাচ্চা ইয়াসিনের আঙুল কে-টে দিয়েছে অজ্ঞাত কয়েকজন..

জীবনে কাউকে কোনদিন অ-ভি-শা-প দিইনি..তবে আজকে অ-ভি-শা-প দিলাম এ ধরণের ঘৃ-ণী-ত কাজ যে মানুষরূপী জা-নো-য়া-র করেছে তাকে অ-ভি-শা-প দিলাম আল্লাহ যেনো তাদের দুটি হাতই অচল করে দেয়..আমিন 🤲

মোগো বরিশালের মেয়ে সাথে জামালপুর ছেলের বিয়ে, কনে দুবাই প্রবাসী,বিউটি পার্লার কাজ করে....।
17/10/2025

মোগো বরিশালের মেয়ে সাথে জামালপুর ছেলের বিয়ে, কনে দুবাই প্রবাসী,বিউটি পার্লার কাজ করে....।

গতকাল ১৬/১০/২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমার মটরসাইকেলে অফিস থেকে আমারা দুজন বাড়ি আসার পথে সামনে একটি কুকুর পড়ে, ...
17/10/2025

গতকাল ১৬/১০/২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমার মটরসাইকেলে অফিস থেকে আমারা দুজন বাড়ি আসার পথে সামনে একটি কুকুর পড়ে, তাতে হয়তো বড়ো কোনো এক্সিডেন্ট হতে পারতো। আলহামদুলিল্লাহ তবে তেমন বড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের তাই মহান রাব্বুল আলামীনের কাছে লাখোকোটি শুকরিয়া আদায় করতেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি।

মিরপুরে কারখানার আ-গু-নে পু-ড়ে যাওয়া একটি লা-শে-র নাম মাহিরা..বয়স ১৪..বেতন ৭৫০০ 🙂
15/10/2025

মিরপুরে কারখানার আ-গু-নে পু-ড়ে যাওয়া একটি লা-শে-র নাম মাহিরা..বয়স ১৪..বেতন ৭৫০০ 🙂

গতকাল রাজধানীতে আ-গু-ন লেগে ও রাসায়নিক বি-স্ফো-র-ণে ১৬ জন মা-রা গেল..মিরপুর এলাকায় সকালের ঘটনা..এখনো অনেকে নিখোঁজ..সারাদ...
15/10/2025

গতকাল রাজধানীতে আ-গু-ন লেগে ও রাসায়নিক বি-স্ফো-র-ণে ১৬ জন মা-রা গেল..মিরপুর এলাকায় সকালের ঘটনা..এখনো অনেকে নিখোঁজ..সারাদিন মিডিয়া কাভারেজ দিয়ে গেছে..কিন্তু এটা কোনো আলোচনার ইস্যুই হলো না..

কারণ আ/গু/নটা কোনো রেস্তোরাঁ ভবন..বড় মার্কেট..অফিস-আদালত..শিক্ষাপ্রতিষ্ঠান বা অভিজাত এলাকায় লাগে নাই..লাগছে গার্মেন্টস কারখানায়..

আর এলিট বা মিডলক্লাসের কিংবা লুঠেরা শ্রেণির কেউ ম-রে নাই..ম-র-ছে গরিব শ্রমিক..তাও অন্তত পঞ্চাশ একশ জন ম-র-লে না হয় কথা ছিল..সেটাও হয় নাই..র-ক্ত বা এম্বুলেন্স লাগবে কী না..তা নিয়েও কোথাও কোনো হাউকাউ নাই..

ফলে কারখানা মালিক..ব্যবসায়ী সমিতি..সরকার..নাগরিক সমাজ..বুদ্ধিজীবী..রাজনৈতিক নেতা..ছাত্রনেতা..শ্রমিক নেতা কাউকে খুব একটা প্যারায় পড়তে হবে না আশা করি..১৬ জন মানুষ আগুনে পু-ড়ে ম-র-লে-ও রাতে কারও ঘুমের কোনো সমস্যা হয় নি.....🙂

মোগো বরিশালের ড্বি-নী আফাদের বিষ্টি বিলাশ 🙂একদম কালো পলিথিন গুলা বৃষ্টির দিন বাইরে ফেলে রাখলে যেমন দেখায়.....
14/10/2025

মোগো বরিশালের ড্বি-নী আফাদের বিষ্টি বিলাশ 🙂
একদম কালো পলিথিন গুলা বৃষ্টির দিন বাইরে ফেলে রাখলে যেমন দেখায়.....

গার্মেন্টসে চাকরি করা মাহমুদা ক্যা/ন্সা/রেআ/ক্রা/ন্ত হয়ে এক বছর ধরে বিছনায় পড়ে আছেন। সংসারের একমাত্র হাল ধরা মেয়ে আজ ...
13/10/2025

গার্মেন্টসে চাকরি করা মাহমুদা ক্যা/ন্সা/রে
আ/ক্রা/ন্ত হয়ে এক বছর ধরে বিছনায় পড়ে আছেন। সংসারের একমাত্র হাল ধরা মেয়ে আজ এভাবে আছে।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই মাহমুদা কে সুস্থ করে তোলেন।🤲🥺

গতকাল শিক্ষকদের সাথে যা হলো এটা মোটেও ভালো হয়নি। তাদের দাবী ছিলো ২০% বাড়িয়ে বাসা ভাড়া ১০০০ টাকার জায়গা ২৫০০ টাকা করার। অ...
13/10/2025

গতকাল শিক্ষকদের সাথে যা হলো এটা মোটেও ভালো হয়নি।

তাদের দাবী ছিলো ২০% বাড়িয়ে বাসা ভাড়া ১০০০ টাকার জায়গা ২৫০০ টাকা করার।

অথচ সরকার দিলো ৫০০ টাকা!!!

ইভেন এটার জন্য খুব বাজে ভাবে তাদের উপর Crackdown করা হলো আজকে।

কিন্তু সরকার চাইলেই বিষয়টা নিয়ে কাজ করে একটা সমাধান করতে পারতো।

আজকাল ৫০০ টাকায় তো কিছুই হয়না , একটা ভালো জায়গা বসে সাধারণ নাস্তা করলেই ৩০০/৪০০ টাকা শেষ হয়ে যায় দুইজনের।

সেখানে বাসা ভাড়া কোন হিসাবে ৫০০ টাকা ধরা হলো বুঝে আসে না।

শিক্ষকদের দাবী মেনে নেওয়া উচিৎ পাশাপাশি এটা দ্রুত কার্যকর করা উচিৎ।

যাদের হাত ধরে রাষ্ট্রের ছাত্র ছাত্রীদের গড়ে তোলা হবে তাদের জন্য নূন্যতম সুযোগ সুবিধা অবশ্যই নিশ্চিত করা উচিৎ।

আমি মনে করি বাংলাদেশের জিডিপির কমপক্ষে ৫% শিক্ষা খাতে ব্যায় করা উচিৎ।

শিক্ষকদের জীবনমান উন্নয়ন করুণ এবং তাদের ভিতরে যে প্রাইভেট বানিজ্য সহ সমস্যা গুলো আছে এইসব এ Crackdown চালান তাহলে অবশ্যই আমরা Appreciate করবো।

আহা জীবন..মা মা-রা গেলে বাপ হয়ে যায় তালই..শুধু বা-থ-রু-মে পড়লে এমন হয়..ঝালকাঠিতে বাড়ী..বাচ্চাটার নাম রাইসা..ছোট কিউট  মে...
12/10/2025

আহা জীবন..মা মা-রা গেলে বাপ হয়ে যায় তালই..শুধু বা-থ-রু-মে পড়লে এমন হয়..

ঝালকাঠিতে বাড়ী..বাচ্চাটার নাম রাইসা..ছোট কিউট মেয়েটার মা ব্লা-ড ক্যা-ন্সা-রে মা-রা যায়..বাবা ২য় বিয়ে করে..সৎ মার বক্তব্য মতে..বাচ্চা নাকি বা-থ-রু;মে পড়ে গিয়ে মাথায় আ-ঘা-ত লেগে এমন হয়েছে..

অথচ..বাচ্চাটা সাংবাদিক কে বলছে..সৎ মা কি-ল ঘু-ষি মে-রে-ছে চোখে..গালে..
সৎ মা বলছে..রাইসা মি-থ্যা কথা বলছে..

মি-থ্যা কথা কি জিনিস এটা বুঝার বয়স ও তো রাইসা-র হয়নি..

মা না হলেও..কোন মেয়ে কি করে এমন আ-ঘা-ত দেয় একটা মাসুম বাচ্চার শ-রী-রে.....🙂

দিলেন তো খেলাধুলার বয়সে মাথায় ৫ লাখ টাকার বোজা চাপিয়ে। এই বয়সে তাকে প্রবাসে পাঠানো মোটেও উচিত হয়নি। আসলেই আমাদের জীবনের ...
11/10/2025

দিলেন তো খেলাধুলার বয়সে মাথায় ৫ লাখ টাকার বোজা চাপিয়ে।
এই বয়সে তাকে প্রবাসে পাঠানো মোটেও উচিত হয়নি। আসলেই আমাদের জীবনের সকল বাস্তবতা খুবই কঠিন......।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওকে পিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওকে পিও:

Share