
20/09/2025
তিন বছর বয়সে মেয়েকে রেখে মা বাবা চলে যান। গার্মেন্টসে চাকরি করতে। সেই ছোট বেলা থেকে তার এই চাচা বাবা মায়ের আদর যত্ন দিয়ে বড় করেছে। আজকে তার বিনা টাকায় পুলিশের চাকরী হয়েছে। চাচা ভাতিজী দুজনেই কান্না করছেন আনন্দে। এমন চাচাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।♥️