শুভ্র

শুভ্র জীবনে করা প্রত্যেকটা ভুলে ব্যর্থতাকে রোধ করার দ্রুততম উপায় হলো সততা।

25/06/2025

জাতীয় ফল মেলায় ফল লুটপাট


23/06/2025

বি সি এস ক্যাডাররা সবকিছুতেই পারদর্শী।

#শরিয়তপুরেরডিসি
#ডিসি

23/06/2025

ট্রেন্ড।


#হলুদ

ত্বক, চুল,স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাড়িতে আ্যলোভেরার গাছ থাকাও উপকারী। সবার বাসা বাড়িতে এটা অবশ্যই লাগানো উচিত। #আ্...
22/06/2025

ত্বক, চুল,স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাড়িতে আ্যলোভেরার গাছ থাকাও উপকারী। সবার বাসা বাড়িতে এটা অবশ্যই লাগানো উচিত।

#আ্যলোভেরাজেল
#ত্বকচুল
#উপকার

❤️
21/06/2025

❤️

21/06/2025

নৈতিকতা না থাকলে মানুষের ধ্বংস অনিবার্য। জামালপুরের ডিসি শরীয়তপুরের ডিসি সবার কি অবস্থা!তাই ডিসি হয়েও তাদের আজ সামাজিক অবস্থান চিন্তা করেন।পরকিয়ার শাস্তি ভয়াবহ। একদিন না একদিন পাবেই।২ টা পরিবার শেষ।

#শরিয়তপুরেরডিসি
#পরকিয়া
#ডিসি

মানুষ চেনা যায় বিপদের সময়।সুসময়ে অনেকে পাশে থাকে বাট বিপদে কাউকে খুজে পাওয়া যায় না।
20/06/2025

মানুষ চেনা যায় বিপদের সময়।সুসময়ে অনেকে পাশে থাকে বাট বিপদে কাউকে খুজে পাওয়া যায় না।

আমার মেয়ের জুতার শপ।❤️
19/06/2025

আমার মেয়ের জুতার শপ।❤️

নিজের রান্না স্বামী তৃপ্তি নিয়ে খাচ্ছে, এ দৃশ্যের মত চক্ষু শীতলকারী আর কি হতে পারে!ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বরের জন্য এত ক...
18/06/2025

নিজের রান্না স্বামী তৃপ্তি নিয়ে খাচ্ছে, এ দৃশ্যের মত চক্ষু শীতলকারী আর কি হতে পারে!

ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বরের জন্য এত কষ্ট করে রুটি মাংস বানালাম। বাট ঝাল বেশি হওয়ার কারনে সে খেতেই পারলো না। খেয়েছে না খাওয়ার মত করে যাস্ট দেখানোর জন্য। এমন পরিস্থিতিতে কেমন লাগে সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আসলে সবাই স্বামীর জন্য বেস্ট রান্নাই করতে চায় বাট কাখনো কখনো তার উল্টোটাই হয়। কত শখ করে আনন্দে আনন্দে রুটি বানালাম এখন সবটাই বিস্বাদে পরিনত হইছে। মেঘলা দিনের মত মনের অবস্থাও মেঘলা হয়ে আছে। কিভাবে কি ঝাল কমাবো তাও জানিনা। পানি দিলে যদি পানসে লাগে। 🥲🥲🥲🥲

ছাদে টবে পেপে। মাশাআল্লাহ
17/06/2025

ছাদে টবে পেপে। মাশাআল্লাহ

আমার মেয়ে যে আমাকে ছাড়া থাকতে পারে না বললেই চলে। মাঝে মাঝে দিনের বেলা কয়েক ঘন্টার জন্য বাবা বা নানা নানুর কাছে থাকত।  এই...
17/06/2025

আমার মেয়ে যে আমাকে ছাড়া থাকতে পারে না বললেই চলে। মাঝে মাঝে দিনের বেলা কয়েক ঘন্টার জন্য বাবা বা নানা নানুর কাছে থাকত। এই প্রথম বারের মত বিকাল ৫ টা থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত সে আমাকে ছাড়া ছিলো। ওটি তে যখন ঢুকি ও নানুর কোলে কান্না করছিলো। আমি আমার মত চলে যাই ওটিতে। ওটির সিচুয়েশন যারা জানেন তো তারা বুঝেন ই কি সময় পার করতে হয়। পরে জানতে পারি ওর নানুর কাছ থেকে মেয়েটা আমার পাগলের মত করছিলো।একবার একদিকে মাম্মি বলে দৌড় দেয় আর একবার অন্যদিকে দৌড় দেয়। ওটি শেষে পোস্ট অপারেটর রুমে রাখে পরদিন সকাল পর্যন্ত। আমার মেয়েটাকে তার বাবা নানু অনেক কষ্ট করে সমলাইছে।ওর বাবা রাত ১১ টা পর্যন্ত বাইরে হেটে হেটে কাঁধে ঘুম পড়াইছে।এরপর আমার কাছে নিয়ে গিয়েছিলো। রাত তিনটায় আবার উঠে কান্নাকাটি শুরু করছে। আর সেই কান্নার আওয়াজ আমার কানেও পৌছাইছে।আর তখন কলিজাটা ুমরে মুচরে যচ্ছিলো। আমি নিজের কষ্টের চেয়ে মেয়েটাকে নিয়েই চিন্তিত ছিলাম ও কিভাবে থাকবে। যতবারই মেয়ের বাবা আমার কাছে আসছে বলছে মেয়ে কান্না করছে না খেলছে। যাতে আমি টেনশন না করি। সকালে রুমের সামনে বাবুকে নিয়ে গেছে আর নার্সদেরকে বলছে ওর মা যেন একটু উঁকি দিয়ে বাবুকে।দেখে। তখন আমার দু চোখ দিয়ে শুধু পানি পড়ছিলো। আমিও যে বাবুকে মিস করছি এটা ওর বাবাও বুঝতে পারছিলো। ব্রেস্ট ফিডিং বেবিকে রেখে এক রাত দূরে থাকা বাচ্চা ও মায়ের জন্য কতটা কষ্টকর তা বলে বুঝানে যায় না। সবাই আমাদের দুয়াতে রাখবেন।

10/06/2025

প্রয়োজনে কাউকে পাশে পাওয়া যায় না।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুভ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share