06/12/2025
ডিসেম্বরের রাতে শীত নামে নীরবে, তার সাথে আসে একধরনের অদ্ভুত সুনসান নীরবতা। ঠিক সেই রাতেই তুমি আমার দিকে তাকিয়েছিলে—যেন সমস্ত শীতের ভেতর লুকিয়ে ছিল উষ্ণ এক আশ্রয়।
ঠান্ডা হাওয়ার আড়ালে তোমার মায়া জড়ানো স্পর্শ, কাঁপা কাঁপা রাতেও বুকের ভিতর জ্বলে ওঠা ভালোবাসা। ডিসেম্বরের সেই রাত শুধু ঋতুর কথা বলে না। ঐ রাতই আমায় শিখিয়েছিল, ভালোবাসা কখনো শীতল হয় না; সঠিক মানুষের কাছে এলে, সবচেয়ে শীতের রাতও হয়ে ওঠে উষ্ণ স্মৃতি।
05.12.2025🌸